নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

মানুষ কেমনে সেরা? কেন সেরা?

২৫ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

কুত্তা শুনে। কুত্তা দেখে। কুত্তা খায়। কুত্তা বাচ্চা জন্ম দেয়।

মানুষ দেখে। মানুষ খায়। মানুষ শুনে। মানুষ বাচ্চা জন্ম দেয়।
মানুষ কেমনে সেরা? কেন সেরা?
- কারন মানুষের আকল আছে। কুত্তা কোনটা খাওয়া জায়েজ কোনটা নাজায়েজ তা পার্থক্য করতে পারেনা। হালুয়া দিলেও যেই পায়খানা দিলেও সেই।
আর মানুষ বুজে। মানুষ বুজে আল্লাহ একজন আছেন। কোরয়ান সত্য। রাসুল সঃ সত্য। জান্নাত জাহান্নাম সত্য।
এই বুজ থাকার পরেও যারা নামাজ আদায় করেনা, আল্লাহর হুকুম ও রাসুলের তরিকামত চলেনা আল্লাহ বলেন তারা শিয়াল কুত্তার ছেয়েও নিকৃষ্ট।

বে নামাজি কাকে বলে?
যার এক ওয়াক্ত পড়ে এক ওয়াক্ত পড়েনা তাদের বলা হয় বেনামাজি।
আর যারা একদম পড়েনা তাদেরকে.... আল্লাহর হাবিব সঃ বলেন মুসুলমান ও কাফেরের মধ্যে পার্থক্য এই যে, মুসুলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়েনা।

আমার এই কথা গুলু শুনে যারা মানুষ তারা নামাজ ধরবে। আর যারা মানুষরুপি জানোয়ারে পরিনত হয়ে গেছে তাদের সারাদিন বুজালেও বুজবেনা! হাতে পায়ে ধরলেও কাজ হবেনা।
দেখবেন সুদ, ঘুশ, হারাম, জেনা, বেগানা,সিনেমা, ভিসিয়ার, মদ, গাজা, নিয়ে এরা ব্যাস্ত! ঐ যে কুত্তা কি কোনটা গু আর কোনটা হালুয়া তার বাছ বিচার করে?

আল্লাহ সবাইকে কোরয়ান মানার তাওফিক দিন। আমিন।

সবাইকে নামাজী বানাই দিন। এমন নামাজি যে নামাজ সমস্ত খারাফ কাজ থেকে বিরর রাখে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

কাবিল বলেছেন:


আল্লাহ্‌ যাহার হৃদয়ে মহর মেরে দিয়েছেন, সে কোনও দিন নামাযী হবে না।





আল্লাহ সবাইকে কোরয়ান মানার তাওফিক দিন। আমিন।

২| ২৫ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:১২

সত্যের পথে আরিফ বলেছেন: ঠিক। আমাদের দাওয়াত দিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.