নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

ঈমাদার দাবী কর ঈমান?

২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:১৯

তুমি আর তোমার বন্ধু হরিচরন একসাথে দোকানে বসে চা খাচ্ছ, এদিকে মাগরিবের আযান হচ্ছে। তুমিও নামাজ পড়লানা হরিচরন ও নামাজ পড়লানা! তোমার মুখেও দাড়ি নাই হরিচরনের মুখেও দাড়ি নাই! তুমি যেই দল কর, হরিচরন ও সেই দল করে! তুমি তোমার নেতা/নেত্রির ছবি ঘরে ঝুলাইয়া সম্মান কর, হরিচরন ও তার দেব/দেবীর ছবি ঘরে ঝুলাইয়া সম্মান/ভক্তি করে!
আল্লাহ তোমারে জান্নাত দিয়েদিবে, তাহলে হরিচরন কি দোষ করছে? ও কেন জান্নাত পাবেনা? আল্লাহ জালিম নাকি(নাউজুবিল্লাহ)!!

ঈমাদার দাবী কর ঈমান?
কোরয়ানের কয়টা আয়াত লংঙ্গন করলে ঈমান থাকে না? যদি একটা শব্দ, একটা হরফ, একটা নক্তা অশ্বিকার করি আমার ঈমান থাকে?
আল্লাহ বলেনঃ- ইনুল হুকমুল ইল্লাবিল্লাহ!
একমাত্র আইন আমার! আইন দেওয়ার একমাত্র, একছত্র মালিক আমি আল্লাহ্‌।
যারা বলে আমি সেকুলারিজম এ বিশ্বাসী, গনতন্ত্রে বিশ্বাসী, আইন দেওয়ার মালিক আইনমন্ত্রী কে মনে করি, ফতুয়া দেওয়ার মালিক ম্যাজিস্ট্রেট কে মনেকরি, মানি তাহলে আমার সাথে ঝগড়ার দরকার নাইরে বাবা তুমি তোমার নিজের বিবেগকে জিজ্ঞেস কর তোমার ঈমান আছে না নাই?

আনাস ইবনে মালেক রাঃ এর প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব সঃ বলেন দুনিয়ায় যে যাকে মহাব্বত করে হাসরে তার সাথে উঠবে।
আল্লাহ পাক বলেন ঃ- প্রত্যেক কে তার নেতার সাথে ডাকা হবে। সুতরাং নেতা যেদিকে, তুমিও সেদিকে!
আমরা হক্কানি আলেম ওলামাকে এত মহাব্বত করি কেন?
কারণ আমাদের দৃঢ বিশ্বাস আমরা তাদের সাথে থাকতে পারবো। এবার আপনি আপনার নেতা/নেত্রির আমলের সাথে মিলাই দেখেন।
কতক বেগানা সুন্দরি মহিলার সাথে বসে ইফতার করনেওয়ালা হুজুরদের অনুশারী রাও চিন্তা কইরা দেখেন আপনার হুজুর বা পীর সাপ কার সাথে হাসর কামাই করছে।
আল্লাহ সবাইকে সঠিক বুজ দান করুন। আমিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.