নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

ইসলামী শাসন কায়েমে ভূমিকা রাখতে পারলেই রমজানের শিক্ষা কাজে আসবে-পীর সাহেব চরমোনাই।

২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:৫০

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, পার্থিব লোভ-লালসা পরিহার করে আত্মসংযম করার মধ্যেই মুসলমানের প্রকৃত মর্যাদা নিহিত। ক্ষমতার মোহ, দুনিয়ার লোভ-লালসা ত্যাগ করে যারা ইসলাম কায়েমের চেষ্টা করে তাদের সহযোগিতা করা সকলের কর্তব্য। শরীয়তের অলঙ্ঘনীয় বিধান পর্দার খেলাফ করে যারা ইসলাম চর্চা করে তাদের দ্বারা দেশবাসীর কোন উপকার হবে না।

আত্মশুদ্ধি অর্জনের মহান এ মাসে নিজেকে আল্লাহর রঙ্গে রঙ্গিন করে ইসলামী অনুশাসন কায়েমে ভূমিকা রাখতে পারলেই রমজানের শিক্ষা কাজে লাগবে। ইসলামের স্বার্থে আজীবন কাজ করার মানসিকতা থাকতে হবে সকলের। মুসলমানের দ্বীন ও দুনিয়ার সমৃদ্ধি, পার্থিব ও আধ্যাত্মিক উন্নতি, দৈহিক ও মানবিক শ্রেষ্ঠত্ব আর গৌরব ও মর্যাদার অবিস্মরণীয় স্মৃতি বয়ে নিয়ে আসে মাহে রমজান। উন্নত চরিত্র অজর্নের পক্ষে অন্তরায় পাশবিক বাসনার প্রাবল্যকে পরাভূত করত: পাশবিক শক্তিকে আয়ত্ত্বাধীন করা হচ্ছে সিয়ামের তাৎপর্য। কুরআন নাজিলের মহান এ মাসে ইসলামী শাসন প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে।

গতকাল শনিবার সকালে বরিশালের চরমোনাই মাদরাসা ময়দানে ১৫ দিনব্যাপী বিশেষ তালিম তারবিয়াতের ১০ম দিনে দিনের আলোচনায় পীর সাহেব চরমোনাই উপরোক্ত কথা বলেন। এতে নায়েবে আমীরুল মজাহিদীন প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, আল্লামা নুরুল হুদা ফয়েজী পীর সাহেব কারীমপুর, মাওলানা মুজিবুর রহমান কালিশ্বরী, মাওলানা জিয়াউল করীম, মুফতী ইসহাক মু. আবুল খায়েরসহ চরমোনাই’র খলিফাগণ আলোচনা করেন।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস না থাকলে তাকে মুসলমান বলা যায় না। তাছাড়া আল্লাহর প্রতি নিরঙ্কুশ আনুগত্য বা বিশ্বাস ছাড়া কোন মুমিনের ইবাদতও কবুল হবে না। তিনি সরকারকে সংবিধানে আল্লাহর ও্পর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করার জন্য দাবি জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, পার্থিব লোভ-লালসা পরিহার করে আত্মসংযম করার মধ্যেই মুসলমানের প্রকৃত মর্যাদা নিহিত। ক্ষমতার মোহ, দুনিয়ার লোভ-লালসা ত্যাগ করে যারা ইসলাম কায়েমের চেষ্টা করে তাদের সহযোগিতা করা সকলের কর্তব্য। শরীয়তের অলঙ্ঘনীয় বিধান পর্দার খেলাফ করে যারা ইসলাম চর্চা করে তাদের দ্বারা দেশবাসীর কোন উপকার হবে না।

আত্মশুদ্ধি অর্জনের মহান এ মাসে নিজেকে আল্লাহর রঙ্গে রঙ্গিন করে ইসলামী অনুশাসন কায়েমে ভূমিকা রাখতে পারলেই রমজানের শিক্ষা কাজে লাগবে। ইসলামের স্বার্থে আজীবন কাজ করার মানসিকতা থাকতে হবে সকলের। মুসলমানের দ্বীন ও দুনিয়ার সমৃদ্ধি, পার্থিব ও আধ্যাত্মিক উন্নতি, দৈহিক ও মানবিক শ্রেষ্ঠত্ব আর গৌরব ও মর্যাদার অবিস্মরণীয় স্মৃতি বয়ে নিয়ে আসে মাহে রমজান। উন্নত চরিত্র অজর্নের পক্ষে অন্তরায় পাশবিক বাসনার প্রাবল্যকে পরাভূত করত: পাশবিক শক্তিকে আয়ত্ত্বাধীন করা হচ্ছে সিয়ামের তাৎপর্য। কুরআন নাজিলের মহান এ মাসে ইসলামী শাসন প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে।

গতকাল শনিবার সকালে বরিশালের চরমোনাই মাদরাসা ময়দানে ১৫ দিনব্যাপী বিশেষ তালিম তারবিয়াতের ১০ম দিনে দিনের আলোচনায় পীর সাহেব চরমোনাই উপরোক্ত কথা বলেন। এতে নায়েবে আমীরুল মজাহিদীন প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, আল্লামা নুরুল হুদা ফয়েজী পীর সাহেব কারীমপুর, মাওলানা মুজিবুর রহমান কালিশ্বরী, মাওলানা জিয়াউল করীম, মুফতী ইসহাক মু. আবুল খায়েরসহ চরমোনাই’র খলিফাগণ আলোচনা করেন।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস না থাকলে তাকে মুসলমান বলা যায় না। তাছাড়া আল্লাহর প্রতি নিরঙ্কুশ আনুগত্য বা বিশ্বাস ছাড়া কোন মুমিনের ইবাদতও কবুল হবে না। তিনি সরকারকে সংবিধানে আল্লাহর ও্পর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করার জন্য দাবি জানান।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:২২

কাবিল বলেছেন: হুমম----

২| ২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:


ইসলামী শাসন ইত্যাদি কায়েম করার দরকার ইয়েমেন, সিরিয়া, সৌদী, ইরান ও ইরাকে; চরমোনাইয়ের লোকেরা আরব থেকে এসেছিল এ দেশে, তাদেরকে এখন সিরিয়ায় পাঠানো হবে।

৩| ২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২২

বালক বন্ধু বলেছেন: সত্য বলেছেন তিনি। ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে না পারলে কোন ভাবেই রোজার শিক্ষা বাস্তব হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.