![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
শুনেন তাহলে।
প্রত্যেক ধর্মের নিজস্ব ১টা আক্বিদা ,আদর্শ,নীতি বা নিয়ম কানুন আছে, তাই বলে আমি সবাইকে হক্ব বলছিনা। তেমনি গনতান্ত্রিক ধর্মের ও আলাদা আদর্শ, নিয়ম নীতি,আক্বিদা আছে। যা কোন মুসলমানের পক্ষে মানা সম্ভব না সম্পূর্ণ হারাম। যা ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক। যেমন গনতন্ত্রের আক্বিদাঃ
১ঃ ইসলাম ধর্মের আক্বিদাঃ ১ মাত্র ধর্ম ই হল ইসলাম।
ঃআর গনতন্তের আক্বিদা হল ঃ ধর্ম নিরপেক্ষ।
২ ঃ ইসলাম ধর্মে জাতির পিতা ইব্রাহীম (আঃ)।
ঃআর গনতন্ত্রে শেখ মুজিব।
৩ঃ ইসলাম ধর্মে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ( সুরাহ আলে ইমরানঃ ১৮৯ )
ঃআর গনতন্ত্রে সকল ক্ষমতার মালিক জনগন।
৪ঃ ইসলাম ধর্মে নারী নেত্রীত্ব হারাম (সুরাহ নিসা ঃ ৩৪) ঃআর গনতন্ত্রে হালাল।
৫ঃ ইসলাম ধর্ম বলে চোরের হাত কাট। (সুরাহ মায়েদাহ ঃ ৩) আর গনতন্ত্র বলে হাত কাটা যাবে না এটা বর্বরতা মধ্য যুগীয় নির্যাতন।
৬ঃ ইসলাম ধর্মে মদ খাওয়া হারাম (সুরাহ মায়েদাহ ৯০ ) আর গনতন্ত্রে লাইসেনস দিলে বৈধ।
৭ঃ ইসলাম ধর্মে জিনা করা হারাম। করলে তাদের অবিবাহিত হলে ১০০টা বেত্রাগাত কর। (সুরাহ নূরঃ ২ ) ঃআর গনতন্ত্রে লাইসেনস দিয়ে পতিতালয় খুললে জিনা বৈধ।
৮ঃ এমনি ভাবে মিরাসের ক্ষেত্রে আল্লাহ বলেন, পুরুষ পাবে ২ আর মেয়ে পাবে ১ (সুরাহ নিসা ঃ ১১) : আর গনতন্ত্রে নারী পূরুষ সমান সমান।
হে আমার মুসলিম জাতি !!
তবু ও কি বলবে, গনতন্ত্রের জন্য মরলে তা হবে শহীদ? “শহীদ” শব্দের অপব্যাক্ষা করবেন না। আমাদের জন্য আফসোস আমরা গনতন্ত্র রক্ষা জন্য যত আন্দোলন করি ততটা যদি ইসলামী খিলাফতের জন্য করতাম ,তাহলে শত করা ৯০ % মুসলমানের দেশটা হয়ে যেত শান্তি,সুখের পূর্নাঙ্গ ইসলামিক রাষ্ট্র।এমন আক্বিদা পূষণ করে আবার মুসলিম?
কোন আয়াতের প্রেক্ষিতে? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:৩৯
নতুন বলেছেন: এই অবস্তা থেকে মুক্তি পেতে হিজরত করা সুন্নত। চলুন সৌদি আরবে হিজরত করি।
২ ঃ ইসলাম ধর্মে জাতির পিতা ইব্রাহীম (আঃ)।
ঃআর গনতন্ত্রে শেখ মুজিব।
এটা আওয়ামিলিগ বলে<<< গনতন্ত্রে বলে না।
গনতন্ত্রের সংঙ্গা:- Government of the people, by the people, for the people