নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশী!

১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৫


এক বার এক স্কুলে স্থানীয় কয়েকজন ইসলামপ্রিয় মহিলারা একটি সাধারণ সভার আয়োজন করেছিলেন। সেখানে কথা বলতে যেয়ে বলছিলাম, "মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশী।"
কথাটা শেষ করতে না করতেই একজন ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন। প্রতিবাদের সুরে বললেন, 'আপা, আপনার
কথাটা মানতে পারলাম না। পুরুষ মানুষের আবার লজ্জা দেখলেন কোথায়? ওরা তো বেশরম- বেলাজ--------।"
আমি বক্তৃতা থামিয়ে বললাম "আপা, আপনি কি করেন? তিনি বললেনঃ এই স্কুলে শিক্ষকতা করি। বললাম, কয়জন পুরুষ আর কয়জন মহিলা শিক্ষক আছেন এই স্কুলে??
তিনি বলেন, আমরা সমান সমান। চার জন পুরুষ চার জন মহিলা। হাসি মুখে উত্তর দিলেন ভদ্রমহিলা।
বললাম আপা আপনি কি কোন দিন আপনার পুরুষ সহকর্মীদের পেট-পিঠ দেখেছেন? "
ভদ্রমহিলা ভ্রু কুচকে তাকালেন আমার দিকে।
বললেন তার মানে?
বললাম "দেহ প্রদর্শন করা নির্লজ্জতা। কিন্তু এই কাজটা সাধারণত পুরুষেরা করেনা। আপনার যদি
কখনো ইচ্ছে হয়, আপনার কোন পুরুষ সহকর্মীর পেট কিংবা পিঠ দেখবেন, তাহলে তাকে ডেকে বলতে হবে ভাই আপনার শার্ট
কিংবা পাঞ্জাবীটা একটু উপরে তুলুন তো, আমি আপনার পিঠ কিংবা পিঠ তা একটু দেখব। সেই ভাই তখন নির্ঘাত তখন আপনাকে পাগল মনে করবে। আর আপনার পেট-পিঠ কতভাবে কত এ্যাংগেলে কত শত পুরুষ- মহিলা দেখছে তার কি কোন হিসাব আছে?? পুরুষেরা পেট পিঠ বের করা পোষাক পরে বাইরে কিংবা অফিস-আদালতে যাবেনা, এটা তাদের স্বাভাবিক লজ্জা যা থাকা উচিত ছিল
মেয়েদের। অথচ মেয়েরা কিভাবে গলাটা আর একটু বড় করে কাঁধ এবং বুকের উপরি অংশ বের করা যাবে, কিভাবে জামার হাতার উপরি অংশ কেটে মাসেল দেখানো যাবে- সেই চেষ্টা করে। লজ্জাহীনতা মেয়েদের অস্থিমজ্জায় এমনভাবে ঢুকে গেছে যে,এ বিষয়টাকে তারা লজ্জার বিষয় বলে মনেই করে না।

সংগ্রহিত

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ক্যাচাল লাগাইলেন !!

২| ১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪২

নুর ইসলাম রফিক বলেছেন: খুব যুক্তি সংগত সংগ্রহ।
ধন্যবাদ আপনাকে।

৩| ১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: লজ্জা কি শুধু পোশাকের মধ্যেই থাকে? দিনের বেলায় ধর্মোপদেশ দিলেন, রাতের বেলায় ঠিকই নারীর শাড়ি ধরে টান দিলেন; তাহলে কি লজ্জাশীল বলা যাবে? মন-মানসিকতা পরিবর্তন করা জরুরী! লজ্জা মনের মধ্যে থাকে অার চোখের দেখার মাধ্যমে এর প্রয়োগ ঘটে কে লজ্জাশীল অার কে নির্লজ্জ!

৪| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৪

সত্যের পথে আরিফ বলেছেন: ওগুলা নারীর আচলতলের ছাগল। তাই ঝুইলা থাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.