![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
আমাদের প্রধানমন্ত্রীর কথিত মদিনা সনদের নীতি অনুসারে মসজিদের সামনে পূজার অনুমতি মিললেও মাহফিলের অনুমতি মিলেনা।
>>ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আয়োজনে গতকাল জুমাবার বাইতুল মোকাররম উত্তর গেটে মুফতী ফয়জুল করীম দাঃবাঃ(শায়খে চরমোনাই)এর মাহফিল শোনার অধীর আগ্রহ নিয়ে দুর দুরন্ত থেকে ছুটে আল্লাহ ভোলা মানুষ গুলো।
কিন্তু বিধিবাম,
আমাদের প্রধানমন্ত্রীর কথিত মদিনা সনদের নীতি অনুসারে মসজিদের সামনে পূজার অনুমতি মিললেও মাহফিলের অনুমতি মিলেনা।
তাই শায়খে চরমোনাইর মাহফিল ও বাইতুল মোকাররম প্রাঙ্গনে হতে দেয়নি সরকারের অনুগত প্রশাসন।
:
কিন্তু ছাত্র, মুজাহিদগন থেমে থাকেনি তাঁরা তড়িগড়ি করে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে মাহফিলের স্টেজ তৈরি করে মাহফিল পরিচালনা করেছেন।
আলহামদু লিল্লাহ শায়েখে চরমোনাই তৌহিদী জনতার উদ্দেশে বর্তমান সময়কার সবচেয়ে বড় ফিতনা কথিত আহলে হাদিস সম্পর্কে অন্তত তাত্ত্বিক এবং গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন।
©somewhere in net ltd.