![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
দুষ্ট চাহনী নিয়ে শুধু পাশে কে যেন একজন শুয়ে থাকে! দুষ্টমি করে আমর সাথে ঠিক যেন কাছের বন্দুটির মত। ভোরবেলা যার ঘুমন্ত স্নিগ্ধ চেহারায় একটা আলতো চুমু না দিলে অনেক কিছুই মনেহয় অর্থহীন। অফিস হতে সন্ধায় বাসায় ফিরতে মন আনচান করে...। এটাই কি বিবাহীত জীবন?
বন্দুরা যারা হারাম, প্রেম নামক নানা রোগ উপসর্গে ভুগিয়া ক্যাচালে ব্যাস্ত। তাদের প্রতি আমার উপদেশ:- ''ভাই বিয়ে করে ফেল" একটা সুন্দর মন, একটা অল্প পাওয়া আর সল্প চাওয়ার অথচ সৃষ্টিকর্তার তরে অষেশ শুকরিয়া আদায়কারী স্ত্রী নামক বন্দু পারে আপনার জীবন কে, আপনার সমস্ত ব্যাকুলতাকে বদলে দিতে।
আলহামদুলিল্লাহ ব্লগ
By
মির্জা মুহাম্মদ আরিফ।
©somewhere in net ltd.