নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

ইনশাআল্লাহ আগামীকাল বাদ জুমা হতে শুরু হতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরসরাই পৌরসভা হতে মেয়র পদপার্থীর "হাতপাখা" প্রচার

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

>>>এ দেনা সোধ করব কেমনে?
ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরসরাই পৌরসভা হতে মেয়র পদপার্থী আমি মনে হলেও আসলে পার্থী আমি একা নই।
আলহামদুলিল্লাহ! সবার অক্লান্ত মেহেনত, দোয়া, ত্যাগ, অর্থ ব্যায়, সময় ব্যায়, আবেগ, উতকন্ঠা, এই অধম গুনাগারের জন্য সবার নিঃসার্থ ভালোবাসা....... এর সামান্যতম প্রতিদান আদায় আমার পক্ষে সম্ভব না।
নানা প্রতিকুলতায় আমার পার্থি হবার বিন্দুমাত্র ইচ্ছা ছিলোনা। কিন্তু এমন একটা পরিস্থিতি হয়েছে না এগুলে মনে হয়েছে আমি আল্লাহর কাছে ধরাসয়ী।
ইনশাআল্লাহ আগামীকাল বাদ জুমা হতে শুরু হতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরসরাই পৌরসভা হতে মেয়র পদপার্থীর "হাতপাখা" প্রচার।
এ উপলক্ষে চলছে তালবে এলেম/কর্মী/সদস্যদের ২খতম করে কোরয়ান খতম, চলছে সালাতুস তজবি, সালাতুল হাজত তো আছেই।
তাই বলছি এ ঋণ কবু আমি সোধ করতে পারবোনা। বাংলার বাঘ খ্যাত শায়খুল হাদিস, শায়েখ আল্লামা মুফতী ফয়জুল কারিম সাহেব দাঃবাঃ যেহেতু চট্টগ্রামেই অবস্থান করবেন জমিয়াতুল ফালাহ ময়দানের ইসলামী সম্মেলন উপলক্ষে আগামী ১৩ই ডিসেম্বর তাই থাকতে পারে একটা বিশেষ চমক(প্রক্রিয়াধীন)। এছাড়া ফেনি,উত্তর চট্টলা, চট্টগ্রাম মহানগর ও আমার আইএবি মিরসরাই, এলাকাবাসীর আগ্রহ আমার পক্ষ থেকে গনসংযোগ করার নিশ্চয়তা আমাকে আরোবেশী আপ্লুত করেছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে আসছে কিছু পোস্টার। সাংগঠনিক সম্পাদক আজিজ ভাই তেমনটা ইঙ্গিত দিলেন। সর্বপরি আল্লাহর দরবারে লাখো-কোটি শুকরিয়া! মাওলায়ে কারিম সব কিছু ব্যাবস্থা করেদিচ্ছেন শুরু থেকে। আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমত ছাড়া এ কোনপ্রকারেই সম্ভব নয়।
মাওলার জন্যেই এই জীবন যায় যাক, কিছুতেই এই মুজাহিদ থামবেনা ইনশাআল্লাহ।
মাওলার জমিনে মাওলার দ্বীন কায়েমের পথে, মাওলার গোলাম হয়ে মাওলার গোলামীর পথে, মাওলার হুকুমে এই ভুবনে এসে মাওলার হুকুম পালোনের পথে যতই বাধা আসুক এই আরিফ ইনশাআল্লাহ কিছুতে যাবেনা টলে।
সবার কাছে দোয়ার দোরখাস্ত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.