নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

মরার আগে...........

০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪

মুসলমান মৃত্যু কে ভয় করেনা! মৃত্যু নিয়ে টেনশন করেনা। সেটা আল্লাহর ব্যাপার আল্লাহ্‌ রব্বুল আলামিন ই তা দেখবেন। আমার হায়াত যদি আর একমিনিট থাকে কারো বাপেরও সাধ্য নেই আমাকে বাচিয়ে রাখার। আমার হায়াত যদি আরো কয়েক যুগ ও থাকে কারো সাধ্য নাই আমাকে বুলেট,বোমা,গ্রেনেড,পারমানবিক বোমা দিয়েও হত্যা করার। তাই আমি কখন মরবো সেটা ভাবিনা। ভাবি কি নিয়া মরবো তাই....।
তো এই মুহুর্তে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত তো?
নাকি আলহাকুমুত্তাকাসুর.........? আরো বাচবো, আরো সময় পাবো ভালোহবার? তারপর একদিন টবাক করে নামাজি, সুন্নাতী বনে যাব?

হে যুবুক তোমার বয়স ৩০ বছর? দেখনা ছেয়ে ২৫ বছরের কত্ত যুবক কে গুনাহ অবস্থায় শয়তান লাথথি দিয়া জাহান্নামের গর্তে ফালাইয়া দিছে!
হে ছোট ভাই তোমার বয়স কি ২৫ বছর?
চারপাশে একটু চাইয়া দেখনা ২০ বছরের কত যুবক মোটোর সাইকেল এক্সিডেন্টে , সিএনজি এক্সিডেন্টে দুনিয়া হইতে বিদায় হইয়া গেছে!
কত ছোট্ট ছোট্ট বাচ্ছা দুনিয়া হতে বিদায় হয়ে যাচ্ছে। কিন্তু কি নিয়ে যাবা? কি নিয়া কবরে রওনা দিছ? ভাবছ কোরআন হাদিস সব মিথ্যা হইয়া যাইব? বিজ্ঞানী কোন নতুন তত্ত্ব আবিস্কার করবে মানুষ বান্দর থেইকা মানুষ হইয়া আবার মাটির সাথে মিশিয়া যাইব? পারছে কোন বিজ্ঞানী আজ পর্যন্ত একটা ভূল বাইর করতে কোরয়ান এর? কোনো প্রমান আছে ১৪৩৬ বছরে? তাহলে কিসের নেশায় পাইছে তোমাকে? এখনো সময় আছে রে ভাই হাতে পায়ে ধরিয়া বলি সত্যের পথ ধরো। কল্যানের পথ ধরো। জাহান্নাম থেকে মুক্তির পথ ধরো । ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.