নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

পিপিলিকার পাখা গজে মরিবার তরে

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫

প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করছি,
আল্লাহর জমিনে তাঁর বিরুদ্ধাচরণ করা হচ্ছে, মুসলমানদের পবিত্র মহা গ্রন্থ আল কুরআন পুড়ানো হচ্ছে, আল্লাহ্‌র রসুল (স.) এর মেহমানদের উপর নির্যাতনের স্টিমরোলার চালানো হচ্ছে, মসজিদ মাদ্রাসা বন্ধের ধুমধাম চলছে ।
মনে রারাখবেন আল্লাহর জমিনে তাঁর দেয়া নেয়ামত বক্ষন করে নাফরমানিতে লিপ্ত হওয়ার পরিনতি খুব শীঘ্রই কার্যকর হওয়ার সম্ভাবনা।

মনে রাখবেন অতীতে ফিরাউন, ক্বারুন, হামান, আবু জাহেল, থেকে শুরু করে কারো শেষ রক্ষা হয়নি।
ইনশাল্লাহ তৌহিদী জনতা জাগলে কিন্তু কিছুতেই দমানো সম্ভব হবেনা। তাই এখনো সময় আছে আসুন দেশ, জাতি ও ঈমান রক্ষার্থে এগিয়ে আসুন তৌহিদী জনতা আপনাদের পাশেই থাকবে না হয় করুন পরিণতির অপেক্ষা করুন।

সখের গদি ও মুখের খিলি পান ফেলে ময়দানে হুঙ্কারের সময় কি এখনো আসেনি ?

বি বাড়ীয়ায় ২০০১ সালের ৬ শহীদ ও শাপলা চত্বরের পুনরাবৃত্তিতে আবারো আওয়ামীলীগ ও আওয়ামী পেটুয়া পুলিশ বাহিনীর তান্ডবে বাংলার শত বৎসরের পুরানো মাদ্রাসা বি বাড়ীয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ায় হামলা, ভাংচুর, ১ ছাত্র শহীদ ও শতাধিক আহত। পুলিশ ও বিজিবির উপস্থিতিতে বি বাড়ীয়া রণক্ষেত্র । বিকাল ৩ টায় শহীদের জানাযা ।
প্রতিবাদে দায়িত্বশীল পুলিশদের প্রত্যাহারের দাবী, আজ জেলায় ও আগামীকাল দেশব্যাপী হরতালের আহ্বান । পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে ।
আল্লাহ আমাদের দ্বীনি প্রতিষ্ঠানগুলো সহ আমাদের সবাইকে হেফাজত করুন ।



হেতি নাকি তাহাজ্জুদ পড়ে, হেতির নেড়ি কুত্তারা মাদ্রাসা পুড়ে!
আল্লাহর কাছে হেতির বিচার চাই, হেতির মসনদ যেন পুড়ে করে দেন ছাই।

শত বছরের মাদ্রাসা মোদের জামেয়া ইউনুছুিয়া বি- বাড়িয়া
শান্তির ইসলামে অশান্তির আগুন জালিলো ঐদিকে নেড়ি কুত্তা দিয়া।

সরকারের কুলাঙ্গার পানিমন্ত্রী ছাত্রলীগ, যুবলীগ আর পুলিসলীগরে বলি
আলেম-ওলামা বাঘের জাত তোদের রক্তে খেলবে হলি।

এখনো সময় আছে একটা বিহীত কর, সময় বেশি পাবেনাকো
পিপিলিকার নব গজানো পাখাগুলো, বেশি উড়তে দিবোনাকো।

ভেবোনাকো মোরা শুধু পান চিবাই, ভয়পাই রণঙ্গনের
জেনেরেখো দরকার হলে মোরা হাড্ডি চিবাবো দুষমনের।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.