![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)
আলহামদুলিল্লাহ! আমি হয়তো বাংলার জমিনে লাল-সবুজের পতাকার পাশে কলেমাখচিত ইসলামের কালোপতাকা উড্ডিয়ীত দেখে যেতে পারবোনা, কিন্তু আমার পুত/নাতিরা গর্বকরে বলতে পারবে আমার আব্বা/দাদা আল্লাহকে রাজি-খুসি করার জন্য রাজনীতি করতো ক্ষমতা দখলের রাজনীতির নামে নারীর আচলতলে ঢুকে নাই বাতিলর সাথে আজীবন আপোষ করেনাই।
মির্জা মু. আরিফ মাঈন উদ্দিন(একজন ধর্মীয় রাজনীতিবিদ)
সিহা সিত্তার একটা প্রসিদ্ধ হাদিসগ্রন্থ "আবু দাউদ শরীফ" এর একখান হাদিস "কেউ যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার চেষ্টা না করে মৃত্যুবরণ করলো তার মৃত্যু হলো মুনাফেকের মৃত্যু!
ইসলামী আন্দোলন করা ফরজ। তবে হা সাবধান! তার জন্য হারাম কে হালাল করে, নিজের ভিতর ইসলাম কায়েম না করে শুধু ক্ষমতার দখলের জন্য মানুষমেরে তাকে ইসলাম বলে চালিয়ে দেওয়া যাবেনা। ক্ষমতার মালিক, ইসলাম কায়েমের মালিক আমার আল্লাহ। আপনার দরকার চেষ্টা করে যাওয়া। আল্লাহ আপনার চেষ্টা দেখতেছেন। আল্লাহ আপনার মনের ইচ্ছার কথা জানেন।
খবরদার এই রাজনীতির ময়দান খুব কন্টকময়। চারদিকে দালালের ছড়াছড়ি। মাথা ব্যাপারি ওলামায়ে ছু দের অভাব নেই।
তবুও আপনাকে চেষ্টা করতে হবে পরিপূর্ণ মুসলমান হবার। পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার। আল্লাহপাক বলেন- হে ঈমানদারেরা মুসলমান না হইয়া কবরে যাইওনা। ইসলামের ভিতর পরিপূর্ণ প্রবেশ কর।
ভাই আসুন সবাই পরিপূর্ণ মুসলমান হবার চেষ্টাকরি।
মাথার চুল হতে পায়ের পাতা পর্যন্ত, পায়খানা থেকে সিংহাসন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আমলের দ্বারা প্রমান করতে হবে আমি একজন মুসলমান। আর সে পথে চলতে হলে প্রয়োজন একটা সাহাবায়ে কেরামের আদর্শিক কাফেলা। যাদের নীতি আদর্শের ভিত্তি হবে কোরয়ান ও সুন্নাহ।
বাংলা সহ তথা বিশ্বমন্ডলে তেমনি একজন প্রসিদ্ধ নেতা হযরত পীর সাহেব চরমোনাই। যিনি বাতিলের সাথে সদা আপোষহীন। আল্লাহ ও আল্লাহর হাবিব স: এর খেলাফ এক কদম ও বাড়ান না। তাই আমি বুজে-শুনে সেই আমিরের এক্তেদা করি। ন্যায়-নীতির সংগঠন ইসলামী আন্দোলন করি। আপনি?
©somewhere in net ltd.