নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

সত্যের পথে আরিফ

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২) তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩) কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সত্যের পথে আরিফ › বিস্তারিত পোস্টঃ

এইটা আমার ব্যক্তিগত মত আপনার সাথে মিলতে নাও পারে!!

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১

মুফতি ফয়জুল করিম সাহেবকে জাতীয়
মসজিদ বাতুল মুকাররমের খতিব নিয়োগের জন্য দলীয় কিছু কর্মির লেখা
বা দাবীকে আমার ব্যক্তিগত ভাল লাগে নাই।
আমার কাছে এটাও মনে হয় না মুফতি সাহেব হুজুর এইপদকে গ্রহণ করবে।
কারণ বাইতুল মুকাররম মসজিদ একটি সরকরি প্রতিষ্ঠান।
সরকারী প্রতিষ্টানে চাকরি করা মানে সরকারের হুকুম মানতে হবে।
সরকার কি করে এমন একজন ব্যক্তিকে
বাইতুল মুকাররম মসজিদের খতিব নিয়োগ দিবে, যেই নিজেকে হক কথা বলা থেকে কোন দিন দুরে রাখতে সক্ষম নয়।
যেই কোনদিন বাতিলের সামনে মাথা নত করতে যানে না।
যার হুন্কারে সরকার নিজেই বেকায়দা পড়ে যায়।
যার বয়ানে মানুষের ভিতরে থাকা ঘুমন্ত
বিবেক জাগ্রত হয়।
তিনাকে সরকার কি করে এই পদে নিয়োগদান করবে?
আমার বুজে আসে না।
আমার এটাও বুজে আসে না, হুজুরকে এত ছোট পদের জন্য কেন বা আমাদের এই দাবী!!
আমরা নিজেরাই হুজুকে ছোট করছি কি না একটু ভেবে দেখি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.