নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রথম লেখা

সহজ কথন

ভাল মানুষ

সহজ কথন › বিস্তারিত পোস্টঃ

সূচিত্রা সেন

১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০১



কাল সুচিত্রা সেন চলে গেলেন। দুঃখে বাংলাদেশীদের চোখে জল। কি দিয়ে এ শূন্যতা ঢাকা যায়, তা যেন ভাবনারও বাইরে। আর হবেই বা না কেন...। হাজার হলেও তো তিনি আমাদের মাটিরই সন্তান। '৪৭ এর দেশ বিভাজনের পর তার পূর্বপুরুষেরা তিনি সমেত ভারতে চলে গিয়েছিলেন তাতে কি হয়েছে? তিনি তো আর এ জন্য দায়ী নন। বরং তার চির যৌবনা দুই মায়াবী চোখে সদা সর্বদা মাতৃভূমি বাংলাদেশের স্মৃতিই ভাসত। আর তা এতই শক্তিশালী ছিল যে তিনি '৭১ এর পরেও আর দেশে ফিরে আসেন নাই...। মনের কল্পনাতেই তিনি মাতৃভূমিকে বাস্তবতার চাইতেও বেশী অনুভব করতেন। তাই তো আজ চ্যানেল আই সহ বহু বাংলাদেশী টিভি চ্যানলেওয়ালাদের চোখে ঘুম নেই; তারা শোকে বিহ্বল। এতটা বিহ্বল তারা তাদের রক্তের সম্পর্কের কারও মৃত্যতেও হয় কিনা বলা মুশকিল! আর তা খুবই স্বাভাবিক.....কারন তিনি তো আমাদের দেশি চলচ্চিত্রকে ভুলে গিয়ে ভারতীয় মহৎ বাংলা ছবি দেখার প্রেরণা যোগাতে এক মহীরুহ বৃক্ষের নাম। আর তাই তো কবরী, ববিতা সহ অনেকের চোখে আজ অশ্রু, মুখে প্রশংসা বাক্যের কামান ছুটেছে.........।।হাজার হলেও তো তিনি পাবনার সন্তান............! আমি বলি কি এত অল্প কথায় কিংবা দিনভর টিভি চ্যানেলগুলোতে বহুমুখী অনুষ্ঠামালা প্রচার করেই কেবল তার প্রতি যথাযথ সন্মান দেখানো যাচ্ছে না...।। ড. মুহম্মদ ইউনুস

দেশের জন্য নোবেল এনে দিলেও তো তাকে আমরা যথেচ্ছ অপমান করতে পারি.........প্রায় খোলা মাঠে তার মুখে আবর্জনাপাত করতে পারি......তিনি আবার নাকি সুদের কারবারও করেন!.........কিন্ত সুচিত্রা তো আর এমন কোন দোষে দুষ্ট নন। ওপার বাংলার চলচ্চিত্রে অভিনয় করে তিনি বাংলাদেশের জন্য যে বিরল সন্মান এনে দিয়েছেন তার কি কোন তুলনা চলে? মোটেই না......। আমি বলি কি, আজকের এই শোকাতুর দিনে আমাদের দেশের প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতি শোকবানী দিতে পারতেন এবং সেগুলো সোনার অক্ষরে মুড়িয়ে প্রতিটি সরকারী দপ্তরে প্রধানমন্ত্রীর ছবির পাশে টাঙিয়ে রাখার ব্যবস্থা করলে কেমন হয়? তবে এতেও কি তার প্রতি যথাযথ সম্নান দেখানো হবে? অন্তত বাংলাদেশী টিভি চ্যানেল গুলোতে যা শুরু হয়েছে তাতে তো আমার মনে তখনো সন্দেহ থেকে যাবে......! হাজার হলেও তিনি আমাদের পাবনার মেয়ে বলে কথা.........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.