![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি এলে,দীর্ঘ এক বছর পর।
দূর থেকে তোমায় দেখে থমকে দাড়ালাম।
তোমার আবেদনে সাড়া না দেয় সাধ্যি কার!
তোমার রূপের আভায় চারিদিক তাকিয়ে অপলক।
যেন নীলাভ আকাশের গায়ে ঊষার লাল সূর্যতীলক।
তুমি করেছ নিরীহ হৃদয়ে উত্তেজনার উত্তোলন,
আমার কোমল ঠোটে তোমার কমনীয় মসৃণ ত্বকের স্পর্শে
হবে আনন্দের প্রাপ্তি,স্পর্শে স্পর্শে হবে প্রশমন।
মাঝে মাঝে মনে হয় তোমার সাগরে করি অবগাহন।
তুমি কে, জানে না কে............?
হে টমেটো , তোমায় স্বাগতম।
©somewhere in net ltd.