![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেয়ার এন লাভলীর এড দেখলাম। কালোরে করে সাদা। ফেয়ারনেস লেভেল কে নিয়া যায় নরমাল সি লেভেল থেকে মহাবিপদসীমার উপরে। দুনিয়ার তাবত কালোরে সাদা করার ক্ষমতা রাখে। আবার একটা ফেয়ার এন লাভলীকে হারায় দেয় নাকি আরেকটা ফেয়ার এন লাভলী! এই সব দেখে আমার মনে কয়ডা প্রশ্ন আইসে। আচ্ছা, এই ফেয়ার এন লাভলী নামক অতি বিস্ময়কর জিনিসটা আফ্রিকা মহাদেশে অকাতরে বিলিয়ে দিলে কেমন হয়? তাহলে পৃথিবীতে কোন সাদা-কালোর তফাত থাকত না। আমেরিকার সিভিল ওয়ারের আগে সব কালো মানুষ এই ক্রিম মেখে সাদা হয়ে যেত আর যুদ্ধ যেত থেমে। অহেতুক রক্তপাত হত না। নেলসন মেন্ডেলার হাতে এই যুগান্তকারী ফর্মুলাটা থাকলে তিনি নিজে মাখতেন আর তার জনগনকেও মাখতে বলতেন আর হঠাৎ আবিষ্কার করতেন তারা সবাই সাদা সাদার রাজত্বে! ইশ বেচারার জন্য দুঃখ হচ্ছে। খামোখাই তিনি নির্বাসিত আর বন্দীর জীবনযাপন করলেন। কোন মানব দরদী কি ওই সময়ে তার হাতে ফেয়ার আন্ড লাভলী দিয়ে আসতে পারল না? আমাদের দেশে এই যে এত কালো টাকা সেগুলোর ওপরও তো এই ক্রিমটা ঢেলে দেওয়া যায়। তাহলে আর কোন বিতর্কের অবকাশ থাকে না। তবে ভাগ্যিস রবি ঠাকুরের সময়ে এটা ছিল না। তাহলে তো আর আমাদের কৃষ্ণকলির কালো হরিণ চোখ কে জানা হত না। ওটাও হয়তো এই দুষ্ট ক্রিমটা সাদা করে দিত। তাহলে রবি ঠাকুরের হাতে নিচের লাইনগুলো রচিত হত ভেবেই আমার গা শিউরে উঠছে-
"সাদা আরোও সাদা আমি তারে বলি
সাদাভুত তারে বলে গাঁয়ের লোক,
দেখেছিলেম তার সাদা ফেয়ার এন লাভলী মাখা চোখ।"
তবে যাই হোক, ফেয়ার এন লাভলী এত কিছু পারলেও একটা জিনস পারে না ভেবে আমার আফসোস হচ্ছে। এত কিছু সাদা করার মহা যুগান্তকারী এই বস্তু শুধু কালো মনগুলোকে সাদা করতে পারে না। সাদার মুখোশ পরে যারা ভন্ডামিপূর্ণ দেশপ্রেমের পুজারী হয়ে সযতনে দেশের সমস্ত সাদাকে কালো করছে তাদের কালো মুখচ্ছবিটাকে উন্মোচিত করতে পারে না। হায় সেলুকাস!
যাই হোক, ভন্ডামির দেশে, সবাই কে জানাই ফেয়ার এন লাভলী মাখা বাট ট্রুলি ফেয়ার বিজয় দিবসের শুভেচ্ছা।
©somewhere in net ltd.