![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"from boys to men", said Aamir Sohail and I say to him, 'well said Aamir Sohail.'
গত ৪-৫ বছর আগেও তামিম, মুশফিক, সাকিবরাই ছিল দলের প্রাণ ভোমরা কিন্তু তাদের দায়িত্বজ্ঞানহীন বালসুলভ খেলা অনেক ম্যাচে বাংলাদেশের পরাজয়ের কারণ হয়েছে। তারাই আজ পরিণত। Determined, Proactive, Decisive and Mature- have been acting like men. দীর্ঘকালীন একজন বাংলাদেশী সমর্থক হিসেবে আমি বা আমরা আজ ভেতর থেকে তৃপ্তি অনুভব করছি যেন। অভিনন্দন বাংলাদেশ।
কিন্তু এত ট্রান্সিসনের ভেতরেও আক্ষেপ করতে হচ্ছে ওই কমেন্টেটরদের জন্য-যারা ক্রিকেটবিশ্বে আমাদের স্পোকসমেন বলা চলে। জাফরুল্লাহ, মৃধাদের যুগ পেরিয়ে আসা আমাদের ক্রিকেটকে ইংরেজিতে ধারা বর্ণনা করেন বলতে গেলে মাত্র দুজন। একজন ক্রিকেট ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি আতহার আলী। সত্যিকার অর্থে যার ধারা বর্ণনা যথেষ্ট খারাপ। কারণ, তিনি প্রায়ই প্রচুর তোতলামি করেন। ফলে তিনি যতক্ষণে বলা শেষ করেন, ক্রিকেটিং একশন ততক্ষণে প্রায়ই শেষ হয়ে যায়। আর আরেকজন শামীম চৌধুরী, খুব সুন্দর ইংরেজী বলেন কিন্তু তিনি সম্ভবত ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি। ফলে তিনি শুধু ধারাবর্ণনাটাই দেন; অন্যান্য দেশের ভাষ্যকারদের মত ক্রিকেটিং রিসনিং এবং স্ট্যান্ডার্ড তার কাছ থেকে পাওয়া যায় না। প্রকৃতপক্ষে ঘটনা একটা ঘটলে তিনি প্রায়ই বলেন অন্যকিছু বা তার মনগড়া কিছু। ফলাফল- বাংলাদেশ জিতলেও খেলার একটা বড় মজা- যৌক্তিক বিশ্লেষণ এবং শ্রুতিমাধুর্য থেকে আমাদের বঞ্চিত হতে হয়।
তাই নতুন রূপে উদ্ভাসিত নতুন বাংলাদেশের অসাধারণ খেলাকে অসাধারণভাবে উপভোগ করার জন্য নতুন যোগ্য ভাষ্যকার দেখতে চাই।
২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৩
সহজ কথন বলেছেন: ঐকমত্যের জন্য ধন্যবাদ।
২| ২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৩
ঘুম হ্যাপি বলেছেন: একমত !!
০২ রা মে, ২০১৫ বিকাল ৪:২৮
সহজ কথন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩২
মুদ্দাকির বলেছেন:
একমত !!