নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রথম লেখা

সহজ কথন

ভাল মানুষ

সহজ কথন › বিস্তারিত পোস্টঃ

মুক্তো

০৯ ই জুলাই, ২০১৫ রাত ৩:২৬

তোমার টুথপেস্টে কোন লবণ আছে হে মেয়ে!
হাসিতে এত মুক্তো ঝরে কেন?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৫ সকাল ৭:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে বাহ, কিয়া ডায়লগ হায়

১০ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৮

সহজ কথন বলেছেন: ধন্যবাদ ভাই। তবে বাংলায় হিন্দি ঢুকিয়ে দেয়া দুষনীয়।

২| ১০ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনি যেমন ইংরেজী শব্দ হান্দাইলেন ''টুথপেস্ট''
হালকা ফলো করলাম আরকি

১০ ই জুলাই, ২০১৫ সকাল ৮:০১

সহজ কথন বলেছেন: হা হা হা। মজা পেলাম। বলেনতো দেখি ' টুথপেস্টে'র বাংলা কি দেওয়া যায়?

৩| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ৯:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আবার কি?
দাঁতের মাজন

১০ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৮

সহজ কথন বলেছেন: তোমার দাঁতের মাজনে কোন লবণ আছে হে মেয়ে। বেশ, লাইনটার বারোটা বাজল আরকি!

৪| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাষার শ্রুতিমধূরতায় অন্য ভাষার মিশ্রন যদি এতই জরুরী হয় তবে কেনো আমায় উপদেশ দিলেন বাপু অন্য ভাষার মিশ্রন দূষণীয়।
অন সেকেন্ড থট দন্তরোগারি শব্দটি ব্যবহার করে দেখতে পারেন,
হে ছলনাময়ী ললনা
তোমার দন্তরোগারিতে কোন সে নুন বলনা :প

৫| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:৩৩

সহজ কথন বলেছেন: লেকচার দিতে বাধ্য করছেন দেখছি। দাঁতের মাজন কখনই টুথপেস্ট এর সঠিক প্রতিশব্দ নয়। চেয়ার, টেবিল, মোবাইল, পাউডার ইত্যাদির মত টুথপেস্টও এখন ইংরেজী বা বিদেশী ভাষা থেকে আগত বাংলাভাষার শব্দ। এদের বাংলা খুঁজতে যাওয়া বোকামী। আপনি এপ্রিসিয়েট করতে গিয়ে যেটা বলেছেন সেটা বাংলা শব্দাবলী ব্যবহার করে বলা যেত না কি? দন্তরোগারি শব্দটির সাথে আমি পরিচিত নই। তবে এ ধরনের শব্দ আধুনিক যুগে মনে হয় প্রযোজ্য নয়।

তবে যাইহোক। আপনার লেখা লাইন দুটো আমার দুটোর চেয়ে অনেক বেশী সুন্দর হয়েছে।


* জ্ঞানদান করা আমার উদ্দেশ্য নয়।

৬| ১৩ ই জুলাই, ২০১৫ ভোর ৬:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে বাহ,কি দারুণ সংলাপ
এবার খুশী?
আমি কি করুম ডিকশনারী থুক্কু অভিধানে তো তাই লিখা(খুব সম্ভব ছাপার ভুল)
আর দন্তরোগারি কিন্তুক ডাক্তারি শব্দ,মেডিকেল ডিকশনারীতে পাইবেন
আয়ূর্বেদিক কলেজগুলাতে অহনো পড়ায়
* জ্ঞানদান করা আমারও উদ্দেশ্য নয়।আমি অতিমাত্রায় কম জানি.কম
ইট্টু রসারসি কল্লাম আর্কি

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৭

সহজ কথন বলেছেন: ডিকশনারিই শেষ কথা নয়। ভাল থাকবেন।।।।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.