![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃষ্টিকর্তার সামনে নিজের নিঃস্বতার শুদ্ধতর উপলব্ধি করতে পারাটাই নিজেকে ধনাঢ্য অনুভব করতে পারার সবচেয়ে সহজ ও নিশ্চিত উপায়। ওয়ারেন বাফেট, বিল গেটসদের অনেক অর্থকড়ি থাকতে পারে, কিন্তু উল্লিখিত উপলব্ধিওয়ালাদের সামনে তাদের ধন-দৌলত নস্যি। আর আমার মনে হয়, একজন রোজাদার আনুগত্য আর আন্তরিকতার দ্বারা সহজেই এই অনুভূতিটা অর্জন করতে পারেন; এখানে কোন রিস্ক বা অনিশ্চয়তারও কোন অবকাশ নেই। তাই রোজাদার ব্যক্তিরাই পৃথিবীর তাবত ধনীকুলের চেয়ে বহুগুণে ধনী। তাদের অভিনন্দন।
©somewhere in net ltd.