![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কী আছে তোমার আঁখিতে?
কাজল কালো দিগন্তের দর্পণে
কেন দেখতে চাই নিজের বিম্বকে?
কী আছে তোমার অধরে প্রিয়া,
কী হাসিতে ছলকিয়া ওঠে
নব-নবীন প্রাণের আকুতি!
এত সুন্দর কেন হাসি তোমার?
তোমার কাজল চোখে যে গভির ছায়া কেঁপে ওঠে ওই,
তোমার ওধরে যে হাসির মধুমায়া ফোঁটে ওই।
তারা কি শুধুই অপেক্ষায় আছে আমার?
তোমার দীঘল মেঘের কুন্তল প্রান্তে,
আছি প্রতীক্ষায়, হয়ত নিজেরই অজান্তে!
তবে এবার বল, আসবে কী আমার পথের প্রান্তে?
যদি না আস...................
তাহলে আর কী করা? তুমি এবার মুড়ি ভিজায়ে চিনি দিয়ে খাও। তাতে আমার কী?
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২১
সহজ কথন বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২০
মাহবুবুল আজাদ বলেছেন: যদি না আস...................

তাহলে আর কী করা? তুমি এবার মুড়ি ভিজায়ে চিনি দিয়ে খাও। তাতে আমার কী?
ব্যাপক লাগল হা হা হা