![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুদিন বাদে মেঘবালিকার দর্শনে যদি বিজয় মিছিল বের করি তবে মেঘবালিকা কি যোগ দেবে তাতে? যদি বাতায়ন পাশে নিয়ে যাই তারে দিতে বর্ষার কদম ফুল, নেবে কি সে? জানি না। থাক না তা অজানাই। বাড়ুক প্রতীক্ষা। থাকুক পড়ে মাঝে গলি এক অপেক্ষার, আলোকমেরুতে আমি আর সে, মাঝে থাকুক অন্ধকার; একদিন দেখা হোক পরে বিজয়মিছিলে; আমার আর মেঘবালিকার।
©somewhere in net ltd.