নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

FB: তানিম শাহরিয়ার

তানিম শাহরিয়ার

প্রজাপতি পাখা মেলে উড়ে উড়ে যাও মাঠ পেরিয়ে বন পেরিয়ে পেরিয়ে নগরগাও

তানিম শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

রাতজাগা পাখি

১২ ই নভেম্বর, ২০১৬ রাত ২:০৩

রাতজাগা মানুষগুলো একটু অদ্ভুত হয়। সারারাত জেগে নিজের অতীতকে স্বরণ করে। কিছু মানুষ সেই অতীতের কারণে রাত কাটায় বেলকনিতে। আর কারো রাত কাটে চোখের জ্বলে বালিশ ভিজিয়ে!
,
এ মানুষগুলোর ভালবাসার রংধনুতে হয়ত সাতরঙের মিলন হয়নি। এদের ভালবাসার বাগানে হয়ত ফুল ফোটেনি।
অবিশ্বাসের ঝড়ে হয়ত সেই রংধনু মিলিয়ে গেছে। অবিশ্বাসী কেউ একজন হয়ত সেই ভালবাসার বাগানে বিষ ঢেলে দিয়েছে।
,
এক সময় যে ছেলেটির হাতে থাকত প্রিয়তমার ছবি, তার হাতেই আজ শোভা পায় মদের বোতল! তার রাত কাটে মদের প্যাগে কিংবা বেনসনের সর্বনাশী ধোয়ায়। যে ধোয়ায় ছেলেটি তার স্বপ্নকে উড়িয়ে দেয়। ধোয়ার মতই বাতাসে মিলিয়ে যায় তার অনুভূতিগুলো!
,
সে মেয়েটি তার টানা টানা দুটি চোখে আজ আর কাউকে নিয়ে স্বপ্ন দেখে না। তার স্বপ্নকে গুম করে সেই চোখে আজ জায়গা করে নিয়েছে অশ্রুর সাগর। সেই সাগরে ডুব দিয়ে মেয়েটি আজো তার দুঃখ ভোলার ব্যার্থ চেষ্টা করে। তার রাত কাটে চোখের জ্বলে বালিশ ভিজিয়ে।
,
এরা দিনের বেলায় সবার সামনে নিজেকে স্বাভাবিক রাখে। দেখাতে চায় সে ভাল আছে, সুখে আছে। রাত এলেই তাদের আসল রুপ বেরিয়ে আসে।
মুখ যতই বলুক "ভাল আছি",
মন ততই বলে "আজো বেচে আছি"
,
খুশিতে কেউ রাত জাগেনা।
আনন্দে কেউ চোখের নীচে কালির পাহাড়া বসায় না।
ওদেরও কিছু ব্যার্থতার গল্প আছে। ব্যার্থতার সেই গল্পগুলো কখনো শোনা হয় না।
,
ওদের কষ্টগুলো কেন জানি রাতেই ফিরে আসে! সারা রাত যন্ত্রণা দিয়ে আবার ভোরের আলোয় মিলিয়ে যায়!!
,
এভাবেই শুরু হয় প্রতিটি রাত।
ব্যার্থতার রাত..........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.