নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

FB: তানিম শাহরিয়ার

তানিম শাহরিয়ার

প্রজাপতি পাখা মেলে উড়ে উড়ে যাও মাঠ পেরিয়ে বন পেরিয়ে পেরিয়ে নগরগাও

তানিম শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

সময়ের প্রোয়জনে

১২ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৪২

ছেলেটি পাগলের মত দৌড়াচ্ছে।
ঘামে ভেজা শার্টে লেপ্টে আছে তার শরীর। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। তবুও হাতে ডাক্তারের ধরিয়ে দেওয়া কাগজটি নিয়ে দৌড়াচ্ছে সে। এতগুলো মানুষের সামনেই পাগলের মত কাঁদতে কাঁদতে ছুটে চলেছে!
আজকের মধ্যেই রক্ত যোগাড় করতে না পারলে বাবাকে যে বাচানো যাবে না!!
একটু সময়ের আজ ছেলেটির খুবি প্রোয়জন....
,
মেয়েটির আজ বিয়ে। ছেলেটিও সেই বিয়েতে আমন্ত্রিত। ছেলেটি দর্শক সারিতে বসেছে। অথচ মেয়েটি তাকে নিজের সাথে বসাতে চেয়েছিল। স্বপ্ন দেখেছিল একসাথে ঘর বাধার। পালিয়ে যাওয়ার জন্য রাতের আধারে ছুটে গিয়েছিল ছেলেটির কাছে!
_
তবুও বেকার ছেলেটি পারেনি। ফিরিয়ে দিয়েছে মেয়েটিকে। ভোরের আলোয় যে ভালবাসার শুরু হয়েছিল রাতের আধারেই সে ভালবাসাকে ছেলেটি কবর দিয়ে দিয়েছে।
সেদিন মেয়েটির কান্না প্রকাশ পেলেও ছেলেটির হ্রদয়ে রক্তক্ষরণ ছিল অপ্রকাশিত!
সময় তাকে প্রকাশের ক্ষমতা দেয় নি......
,
গ্রাম থেকে শহরে আসা ছেলেটি আজ দিনরাত কাজ করে। ৬ ঘন্টার জায়গায় সে ৯ ঘন্টা কাজ করে। এক মাস পরই ছোট বোনের বিয়ে। ছেলেপক্ষের আবদার, বিয়ের খরচসহ আরো অনেক টাকা পয়সার ব্যাপার। অথচ এখনো টাকা যোগাড় হয় নি।
_
মাত্র দু গ্লাস পানি খেয়ে পুরো দিন আর পুরো রাত কাটিয়ে দেওয়া ছেলেটির চোখে চিন্তায় ঘুম আসেনা। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর রাতের নিরবতায় ছেলেটির প্রতিটি দ্বীর্ঘ নিঃশ্বাস একটা আক্ষেপের গল্পই বলে যায়।
"ইশ! যদি আরো কিছু দিন পাওয়া যেত!
আর একটু সময়......."
,
আর আধা ঘন্টা পরই ছেলেটির মায়ের অপারেশন। ১,৮০,০০০ টাকা যোগাড় হয়েছে। আরো ২০০০০ টাকার দরকার। এই সামান্য সময়ে ছেলেটি টাকার জন্য বাড়ি গিয়ে আবার ফিরে আসতে পারবেনা। হাসপাতালে থাকা বড় বড় অফিসার থেকে শুরু করে মেথর পর্যন্ত সবার পায়ে ধরল ছেলেটি। সময় পেড়িয়ে যায় কিন্তু ২০০০০ টাকা আর যোগাড় হয়না।
_
দিনশেষে তার মা আর বাড়ি ফিরে না। ফিরে আসে তার মায়ের লাশ!
আত্বীয় স্বজনের কান্নার রোলের মাঝে ছেলে হয়ে যায় জীবন্ত কোন পাথরের মূর্তি।
জীবন্ত এক লাশ.......
,
সময় হয়ত এমনি। প্রোয়জনের সময় তাকে পাওয়া যায় না। সে ছুটে চলে তার মত করে। সময়ের স্রোতে যারা গা ভাসিয়ে দেয় তারা হয়ত সময়ের মূল্য বোঝে না।
বোঝে সেদিন, যেদিন সেই স্রোতে ভাটা লাগে!
,
একটু সময়ের যে বড্ড প্রোয়জন.......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.