নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

FB: তানিম শাহরিয়ার

তানিম শাহরিয়ার

প্রজাপতি পাখা মেলে উড়ে উড়ে যাও মাঠ পেরিয়ে বন পেরিয়ে পেরিয়ে নগরগাও

তানিম শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

কুয়াশা

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১১

গত শীতেও যে মানুষটা অনেক রাত পর্যন্ত বাইরে থাকায় ফোনে আপনার সাথে ঘনঘন ঝগড়া করত এই শীতে সেই মানুষটা আপনার কাছে অতীত হয়ে গেছে। অতিথি শীতের মতই মানুষটা হয়ত হারিয়ে গেছে। কিন্তু ভালবাসা নামক কুয়াশায় আপনার জীবনটাকে ঝাপসা করে দিয়ে গেছে।
,
গত শীতেও যে মানুষটা উষ্ণতার চাদরে আপনাকে জড়াতে চেয়েছিল এই শীতে সেই মানুষটার চাদর হয়তো অন্য কাউকে উষ্ণতায় জড়িয়ে নিচ্ছে। অথচ চাদরটা আপনার ছিল!!
সেই চাদরে হয়ত আপনার জায়গা হয়নি কিন্তু কষ্টের চাদরে আপনার নামটি জড়িয়ে গেছে অনির্দিষ্ট সময়ের জন্য।
,
গত শীতেই মানুষটার হাজার অনুরোধে তার বাড়ির নীচে আপনি হাজির হতেন। আর মানুষটা আপনাকে দেখে মিষ্টি একটা হাসি দিত। সেই হাসিতে আপনার সব কষ্ট হারিয়ে যেত!
এই শীতে আর কেউ অনুরোধ করেনা। তবুও গভীর রাতে আপনি মানুষটার বাড়ির নিচে এসে দাঁড়িয়ে থাকেন। তাকে একবার দেখবেন বলে! কিন্তু মানুষ টা আর আসেনা!
,
সেই মানুষটা হয়ত আজ আপনাকে চিনে না। সেই মানুষটা হয়ত তার মন থেকে আপনার অস্তিত্ব মুছে ফেলে অন্য কাউকে জায়গা করে দিয়েছে। কিন্তু আজো আপনি তার অস্তিত্বকে আপনার মনের মাঝে বাচিয়ে রেখেছেন।
কেন?
,
কারণ ভালবাসার মানুষটা হয়ত হারিয়ে গেছে, ভালবাসা হারায় নি। আপনাকে তিলে তিলে শেষ করতে ভালবাসা আজো বেচে আছে। আপনিও তাকে স্বযত্নে বাঁচিয়ে রেখেছেন।
,
তাই আপনি আজো সেখানে গিয়ে দাঁড়ান। ভোরের শিশিরে যেমন রাতের কুয়াশা জমে, সেভাবেই আপনার কষ্টগুলো চোখের পাতায় অশ্রুকণা হয়ে জমা হয়।
একসময় কষ্টের আগুনে শিশিরের মতোই অশ্রুকণা চোখের নিচে শুকিয়ে যায়।
,
তবুও আপনি সেখানে দাঁড়ান। অপেক্ষা করেন সেই মানুষটার।

রাত বাড়ে, শীত বাড়ে,
সাথে বাড়ে কষ্ট নামক কুয়াশাও........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.