![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থুঃ!
কি মনে করে আজ মাথায় ভূত চাপলো, ভাবলাম ছুটির দিন আছে, সিনেপ্লেক্সও বাসার কাছাকাছি আছে, যাই, একটা মুভি দেখে আসি। সঙ্গে ছিল আমার দুই বোন, ওরাও ধুয়া তুললো- আজ নাকি শুভ বিবাহ ছবিটা রিলিজ হচ্ছে, দেখলে সেটাই দেখা যাক (মনপুরার তো আর টিকেট পাওয়া যাবে না, শুধু শুধু কষ্ট করে কি লাভ !)। কে জানতো, এই মুভি আদ্ধেক দেখতে দেখতেই বমি চাপতে চাপতে হল থেকে বেরিয়ে আসতে হবে?!?
এর আগে সিনেপ্লেক্সে একটাই বাংলা মুভি দেখেছিলাম সেটা হচ্ছে 'ঘরের লক্ষ্মী'। ঠিক ভালো লাগেনি, ভেবেছিলাম সিনেপ্লেক্সে এত টাকা খরচ করে অন্ততঃ বাংলা মুভি আর দেখবো না। যেহেতু আজকে মাথায় ভুত চেপেই গেলো, কাজেই সে কথা আর মনে থাকলো না। মনে হলো, দেবাশীষ বিশ্বাসের বানানো ছবি তো নেহাত খারাপ হবার কথা না। ট্রাই করেই দেখা যাক না !
তাড়াহুড়া করে তিনজন বেরোলাম ৪ঃ১০ এর শো ধরবো বলে। গিয়ে দেখি ৪ঃ১০ এর টিকেট নেই (আমি ঠিক শিওর না প্রথ্ম শো এর টাইম কয়টায় ছিলো), নিলে ৬ঃ৩০ এর টিকেট নিতে হবে। এদিকে তখন মাত্র ৪টা বেজেছে। কি করবো এতক্ষণ? আমার বোনেরা বুদ্ধি দিলো, নো প্রব, সময় নষ্ট করা কোনো ব্যাপারই না, ঘুরে খেয়ে উইন্ডো শপিং করে ঠিক কাটিয়ে দেয়া যাবে।
অতএব কাটলাম টিকেট। তারপর বিভিন্ন রকম দোকান-পাট ঘুরে, মেয়েদের নামাযের ঘরে নামায পড়ে, ফুড কোর্টে একগাদা আজেবাজে খেয়ে যখন সিনেপ্লেক্সে ঢুকলাম তখন দেখি, শুভ বিবাহের দর্শকদের লাইনে দাঁড়িয়ে (!) হলে ঢুকতে আহবান জানানো হচ্ছে।
ছবির শুরুতে দেখি ফেরদৌসের সাথে পুর্ণিমার ব্যাপক নাচাগানা। এইটা আসলে পূর্ণিমার গেস্ট আপিয়ারেন্স, সে পুরা মুভিতে আর কোথাও নাই। আচ্ছা ভালো কথা। তারপর মুভি যতই আগায়, দেখি একে তো কাহিনী খুবই অস্বাভাবিক স্লো, এবং একটা বিশেষ হিন্দি মুভির সাথে হুবহু মিলে যায় ! নায়িকার বিয়ে ঠিক হয়ে গেছে (নায়িকা হচ্ছে অপু বিশ্বাস, হেভি সুন্দরী ) এক প্রবাসীর সাথে যাকে নাকি সে ভালোবাসে, অথচ তার পিচ্চিকালের ফ্রেন্ড হচ্ছে ফেরদৌস ! ফেরদৌস একগাট্টি মেয়ের সাথে প্রেম করে ছ্যাঁকামাইসিন খেয়ে অবশেষে বুঝতে পারে যে হি ইজ ইন লাভ উইথ অপু, অথচ তদ্দিনে নায়িকার বিয়ে ঠিকঠাক। কাজেই নায়ক নায়িকার বাড়িতে গিয়ে হাজির হয় এই বিয়ে ভাঙার জন্য, যেহেতু ছোটবেলা থেকেই সে এই বাড়িতে মানুষ হয়েছে, কাজেই সর্বত্র তার অবারিত দ্বার। তারপরে হবু বরের (রিয়াজ) সাথে পাল্লা দিতে থাকে নায়িকাকে বগলদাবা করার জন্য, এবং অবশেষে সফল হয়।
পাঠক এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এটা কোন মুভির নকল। জ্বি হ্যাঁ, এটা হলো 'মেরে ইয়ার কি শাদি হ্যায়' এর একেবারে হুবহু নকল। বিশ্বাস করবেন কিনা জানি না, এই ছবির কাহিনী তো বটেই, এমনকি সংলাপগুলো পর্যন্ত আগাগোড়া নকল করা হয়েছে। অনেকক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিকও নকল করা হয়েছে, অথচ এই ছবির সংগীত পরিচালক হলেন বাপ্পা মজুমদার, ইমন সাহা এবং শওকত আলী ইমন এর মত বড় বড় সঙ্গীতজ্ঞ ! এত খারাপ লাগছিলো দেখতে, কি আর বলবো। অবশেষে সুড়সুড়ি দেয়া কানিজ সুবর্ণার গান (শারারা শারারা গানটার জায়গায় এখানে কানিজের নাচানাচি যুক্ত গান দেয়া হয়েছে) এর পর যখন ইন্টারমিশন দিলো, তখন আর সহ্য করা গেলো না, "লাথি মারি এই মুভির মুখে", "গুষ্টি কিলাই"... ইত্যাদি বলতে বলতে বেরিয়ে চলে এলাম।
ছবির বাকিটুকু সৌভাগ্যবশতঃ আমার দেখা হয়নি। আমার বোনেরা তখনো ছিলো, দেখেছে শেষ পর্যন্ত। ওরা আমাকে খুব অনুরোধ করেছিলো পুরোটা দেখে যেতে, পয়সাটা উসুল করতে। বলা বাহুল্য, সে কথা আমি শুনিনি, ঘরে ফিরে এসেছিলাম। পরে ওরা ফিরলে ওদের কাছ থেকে শুনলাম, দেবাশীষ বাবু ওই একটা মুভি থেকেই শুধু নকল করে ক্ষান্ত হননি, শেষ দৃশ্যে এক নায়ক যখন নায়িকাকে আরেক নায়কের হাতে হ্যান্ডওভার করে, সেই দৃশ্যটি আবার 'কুছ কুছ হোতা হ্যায়' এর শেষ দৃশ্য থেকে নকল করেছেন !
অধিক আর কি বলিবো ?! আমাদের মুভিমেকার দের কাছে যে আমার অনেক প্রত্যাশা তা কখনই বলি না, কিন্তু দেবাশীষের মত লোক, যিনি একটা ভালো মুভিমেকিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন (স্বর্গীয় দিলীপ বিশ্বাসের সন্তান, আমার যদি ভুল না হয়ে থাকে তবে বলবো, দিলীপ বিশ্বাস নিশ্চয়ই সন্তানকে হুবহু হিন্দি মুভির নকল বানানো শেখাননি), তার কাছ থেকে এটা শুধু আমি কেন, কেউই অন্ততঃ এমন জিনিস আশা করবে না। আমার কথা হচ্ছে, আজকাল পুরোপুরি মৌলিক মুভি পাওয়া সম্ভব না, কাজেই টুকটাক দু'একটা ব্যাপার নকল হলে দোষ দেয়া যায় না, কিন্তু তাই বলে এমন নির্লজ্জ নকল ! এরকম পরিচালকরা দর্শকদের কি ভাবেন? গাধা, না উজবুক? যদি তাই ভেবে থাকেন তবে আবারো বলতে বাধ্য হব, ছিঃ ! এমন মুভি মানুষ দেখে !
১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৯
ভেবে ভেবে বলি বলেছেন: কেন ভাই, আপনার ওকে সুন্দর লাগে না?
আমার তো ব্যাপক লাগে !
২| ১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৫০
সুমন অহেমদ বলেছেন: দেবাশিষের মাথায় কি বিয়ে ছাড়া আর কিছুই নাই!
ছবিকে তো বানিজ্যিক উপকরণ বানিয়ে ফেলা হয়েছে!!
বানিজ্য করবেই, তবে নকল করে বানিজ্য করার কোনো মানে হয় না!
সবই আফসোস্! টাকার কাছে আজ সবকিছুই যেনো পণ্য! পণ্যের দরে ওলিতে গলিতে মেধা বিক্রি হয়!
১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৫
ভেবে ভেবে বলি বলেছেন: ভালো কথা বলেছেন। একথা সত্য যে এখন কনজিউমারিজম এর যুগ, সবকিছুরই পণ্যকরণ হবে, কিন্তু তাই বলে এভাবে? একটা লজ্জা-শরমের বালাই বলেও কি কিছু থাকতে নেই?
৩| ১৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:০৪
নাফিস ইফতেখার বলেছেন: "সুস্থ্য ধারা" নামক কোন শব্দ পৃথিবীর আর কোনো দেশের মূলধারার চলচিত্রের সাথে সংশ্লিষ্ট আছে কি? আমার জানা মতে নেই। অশ্লীলতা আর কুরুচিপূর্ণতা কে চলচ্চিত্রে ডাল-ভাত বানানো আধুনিক (!) যুগের রিকশাওয়ালাশ্রেণীকে টার্গেট করে ছবি বানানো বাংলা সিনেমার পরিচালকদের কারনেই ঐ শব্দটির উদ্ভব ঘটেছে।
রোড শোতে কয়েকটা চ্যাটাং চ্যাটাং কথা বললে আর লাই শোতে কনফিডেন্স দেখালেই কেউ পরিচালক হয়ে যায় না। আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হলো কেউ কিছু একটা করে সামান্য খ্যাতি পেলেই তাকে সবার ব্যতিব্যস্ত প্রশ্ন - "সিনেমায় আসার পরিকল্পনা আছে কি?" এদেরকে থাপড়াইলে কম করা হবে। আমাদের চাইতে গর্ব করে নকল ছবি আর কোন ফিল্ম ইন্ডাস্ট্রি বানায় কিনা আমার জানা নেই। কারন অন্যান্য জায়গায় তাও একটু পরিবর্তন করে রাখঢাকের চেষ্টা চলে.....আরা আমাদের এখানে হয় ফটোকপির মতো নকল।
জহির রায়হানের আত্মা হয়তো কোথাও বসে ঠিকই মাতম করছে।
১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩১
ভেবে ভেবে বলি বলেছেন: মনটা বড়ই ছোট হয়ে গেলো ভাই। আমি দেবাশীষের মুভি বলে ভালো ধারনা করেছিলাম...আর এটাই ছিলো আমার সবচেয়ে বড় ভুল। এখন ওর মুভি তো দূরের কথা, ওর কোন টিভি শো দেখতেও আমার ঘেন্না হবে।
৪| ১৮ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:২২
রিসাত বলেছেন: এরকম পরিচালকরা দর্শকদের কি ভাবেন? গাধা, না উজবুক?
গাধা, না উজবুক?
গাধা, না উজবুক?
গাধা, না উজবুক?
১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩২
ভেবে ভেবে বলি বলেছেন: আপনিই বলুন।
৫| ১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:০৮
মন মানে না বলেছেন: দেবাশীষ রে দেখলেই মেজাজ টা ঠান্ডা হয় ।
আপনি আবার তার ছবি দেখতে গেছেন ?
আপনারা মেয়েরা মাথায় কিছু চাপলে আর স্বাভঅবিক চিন্তা করতে পারেন না !!!!!!!!!!!
দেবাশীষ হইলো একটা উজবুক !!!
তওবা করেন আর ঐ ছেমরার কোন কিছু দেখবেন না ।
আপনার প্রোফাইলের এই লাইন টা ভাল লেগেছে
বিশ্বাস করি, সুখের চেয়ে স্বস্তি অনেক ভালো।
বিশ্বাস টা যে আমারও !
১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৮
ভেবে ভেবে বলি বলেছেন: আপনি বলেছেন "আপনারা মেয়েরা মাথায় কিছু চাপলে আর স্বাভঅবিক চিন্তা করতে পারেন না "। আমার মনে হয় এরকম ঢালাওভাবে জাত তুলে গালি দেয়াটা শোভন নয়। মেয়ে ও ছেলে উভয় গোত্রেরই যেমন অনেক দোষ আছে, তেমনি অনেক গুণও আছে। সেটা মেনে নিয়েই আমাদের চলা উচিত, তাই নয় কি?
ধন্যবাদ।
৬| ১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:২৬
নীল_১৭ বলেছেন: এতই দুঃখ আপনার যে পয়সা খরচ করে লোকাল বাংলা ছবি দেখতে হল?
১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪১
ভেবে ভেবে বলি বলেছেন: আসলে মনের ভেতর কোথাও না কোথাও এখনো বোধহয় বাংলা ছবির ব্যাপারে কিছু ভালোবাসা বা প্রত্যাশা রয়ে গেছে ...
৭| ১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:৪৩
আলী আরাফাত শান্ত বলেছেন: আহারে.............
১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৩
ভেবে ভেবে বলি বলেছেন: মনে বড় জ্বালা রে ভাই...
৮| ১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৫৮
এস রহমান বলেছেন: "এত বাজে মুভি মানুষ দেখে" . গতকাল দেখেছে কারা?
আপনার মত অনেকে এই ভাবে দেখে. তাই মুভি গুলো চলে
১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৭
ভেবে ভেবে বলি বলেছেন: বোধহয় ঠিকই বলেছেন। তবে আমার মত ভুল যেন আর কেউ না করেন, তাই এই পোস্ট দিলাম। এই ছবিগুলোকে আমরাই যদি চলতে দিতে না পারি, আমার মনে হয় দ্যাট উইল বি আ গুড লেসন ফর মিঃ দেবাশীষ।
৯| ১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৪
জেরী বলেছেন: ছবি দেখার যে পাপ করেছেন তার শাস্তি তো পেতেই হবে। খিক
১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৮
ভেবে ভেবে বলি বলেছেন: আফা গো, আর কান্দাইয়েন না গো...ও ও ও...
১০| ১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৫
মুকুট বলেছেন: অথচ কি না কি মুভি ভাবছিলাম, পেপার পড়ে, ধন্যবাদ, অনলাইনে দেখার সখ ছিলো, আপনার পোষ্ট পড়ে সেটাও উধাও!
১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫১
ভেবে ভেবে বলি বলেছেন: ভাই গো, আপনের কথা পইড়া মনডা একটু শান্তি পাইলো। আপনে নিজে তো দেইখেনই না, আপনার ভাই-বেরাদর বন্ধু-বান্ধবগোরেও একটু সাবধান কইরা দিয়েন। নাইলে আমার মতন হেরাও পরে পস্তাইবো।
১১| ১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:২৫
কৌশিক বলেছেন: দেবাশীষের পাছায় দুইটা কইষা লাথি মারলাম
১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৩
ভেবে ভেবে বলি বলেছেন: আমিও !!!!!!!!
১২| ১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪২
সবাক বলেছেন: ===>> আগের কমেন্ট মুছে দিয়েন
আপনার জন্য সমবেদনা। এতোটা দু:সহ সময় কাটিয়ে এলেন! না জানি আপনার কতো কষ্ট হয়েছে! আহারে....!!! বাংলা ছি:নেমা ক্যান দেখতে গেলেন, আশেপাশে কোথাও সিনেমা কি চলছিলো না?
দেবাশিষরে কইষা মাইনাস।
১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৭
ভেবে ভেবে বলি বলেছেন: আসলে অন্য ছবি চললেও ওটাকেই টার্গেট করেছিলাম, তাই কপালে পড়লো ছাই !!
দেবাশীষরে পারলে মাইনাসের চাইতেও আরো অনেক বেশি কিছু দিতাম !
১৩| ১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪৬
মুহিব বলেছেন: দেবাশীষ এত ঠাকঢোল বাজিয়ে এই বানাল?
১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০১
ভেবে ভেবে বলি বলেছেন: এটা ভাবলেই আমার সবচেয়ে খারাপ লাগছে। এত ঢাকঢোল বাজিয়ে সে যা বানিয়েছে তা শুধু যে বিরক্তিকর তাই নয়, খুব অপমানজনকও বটে, কারণ এই মুভি বানানোর মধ্য দিয়ে সে প্রমাণ করে দিয়েছে যে দর্শকদের সে উজবুক মনে করে।
১৪| ১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪৯
রোহান বলেছেন: বাংলা ছি:নেমা মানেই হইলো ফটোকপি। ইহা আবার নতুন কি?!? আর দেবাশিষ বেচারার চুল পইড়া যাইতাছে বিয়ার চিন্তায় মাগার বিয়া আর হয়না। সেই দুস্কে চউক্ষের পানিতে ভিজে বিয়া নিয়া একের পর এক অখাদ্য ফিলিম (!!??!!) বানাইতাছে।
১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৩
ভেবে ভেবে বলি বলেছেন: হালার এমুন মাইয়ার লগে বিয়া হওন দরকার যে ওর বানানি ফিলিম দেইখা অরে ঝ্যাঁটা পিটা করবো, ওর মুখে আগুন দিবো !
১৫| ১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫৬
বুলবুল আহমেদ পান্না বলেছেন: দেবাশীষ রে দেখলেই আমার কিরম জানি মিজাজ খারাপ হৈ যায়.....
১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৬
ভেবে ভেবে বলি বলেছেন: এহন থেইকা আমারো হইবো ভাইজান...আ আ আ...
১৬| ১৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৭
কেএসরথি বলেছেন:
My best friend's wedding কে নকল করে বানানো হয়েছে "মেরে ইয়ার কি শাদী হ্যায়"
'মেরে ইয়ার কি শাদী হ্যায়' থেকে নকল করে বানানো হয়েছে "শুভ বিবাহ"
আর এই নকলের চক্করে পড়ে কোরবানীর খাসি হই আমরা সাধারন পাবলিক।
১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৯
ভেবে ভেবে বলি বলেছেন: হ্যাঁ রে ভাই, একখান খাঁটি কথা বলেছেন। আর আমাদের মত এইসব খাসিদের পুঁজি করেই টিকে আছে দেবাশীষের মত কিছু নির্লজ্জ পরিচালক।
১৭| ১৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৭
নুসরাত জাহান যুথি বলেছেন: হাতে গোনা কয়েকজন ছবিমেকার ছাড়া বাকি সবগুলারই এক হাল। কি আর করবেন?
১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৬
ভেবে ভেবে বলি বলেছেন: সমস্যা কখন হয় জানেন আপা? যখন দেবাশীষের মত মেকার দেরকে ঐ 'হাতেগোনা কয়েকজন' এর একজন বলে ভ্রম হয়। কারণ সে তো ঐ 'হাতেগোনা কয়েকজন'এর মতন না, সে হচ্ছে অন্য আর সবার মতন। এই ভ্রম আমারও হয়েছিলো, আর তাইতো আমার এই দশা... ঃ(
১৮| ১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৭
তায়েফ আহমাদ বলেছেন: আমি কিন্তু বাংলা ছিঃনেমা ভালা পাই!
আমাদের গরীব-গুর্বা জনগণ বিশ্ব দরবারের যে সমস্ত উন্নতমানের (!) চলচ্চিত্র দেখার সৌভাগ্য হতে বঞ্চিত, তারা এসব শিক্ষনীয় ছিঃনেমা হতে দুহদের স্বাদ ঘোলে মেটাতে পারেন।
মাঝে মাঝে যখন দুনিয়াদারির উপর মেজাজ খারাপ হয়ে যায়, তখন বাংলা ছিঃনেমা দেখতে বসি। মন ভালো হয়ে যায়; ভাবি, এর চেয়ে খারাপ আর কী হতে পারে!
ধন্য বাংলা ছিঃনেমা!
১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৭
ভেবে ভেবে বলি বলেছেন: আপনি স্যাটায়ার ভালো জানেন...হে হে...
১৯| ১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩১
আউলা বলেছেন: দেবাশিষের কথাবার্তাই বেয়াদবটাইপ, উজকুম্বা, মাথায় কিছু নাই এমন কি চুলও না! ওর সিনেমা যে আপনি হলে যেয়ে দেখতে গেছেন সেল্যুট আপনাকে।
১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২০
ভেবে ভেবে বলি বলেছেন: ভাইরে, এই স্যালুট আপনি আর কারো থেকে পাইতে যাইয়েন না, সময়-টাকা-মন মেজাজ সব একসাথে নষ্ট হবে। দেবাশীষ যে আসলেই একটা ডিগ্রীপ্রাপ্ত বেয়াদব, তা আমি বোধহয় এই মুভি না দেখলে বুঝতাম না।
২০| ১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৩
মন মানে না বলেছেন: এটি আপনি কি বললেন? আমি কি গালি দিয়েছে মেয়েদের কে ?
আপনি লিখেছেন-
"আমার মনে হয় এরকম ঢালাওভাবে জাত তুলে গালি দেয়াটা শোভন নয়। "
হায় খোদা !
ওরে তোরা কে কোথায় আসিস আমাকে নিয়ে চল .........
নিয়ে চল মোরে......
২১| ১৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
মামুন (শ।কিল) বলেছেন: দেবাশীষ সবসময় নকলে উস্তাদ, এর আগে ETV তে হুবহু ভারতীয় Program এর নকল একটি Program (পথের প্যাচাঁলী) করত।
১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:১৪
ভেবে ভেবে বলি বলেছেন: বলেন কি !! ঐ পথের প্যাঁচালী প্রোগ্রামটাও নকল নাকি ?? জানতাম না তো !!!
ও মা গো...এ কোনদেশী নকলবাজের পাল্লায় পড়লাম গো...!!!
২২| ১৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯
নুসরাত জাহান যুথি বলেছেন: ঠিক বলেছেন, দেবাশীষের মত কয়েকজন আছে, যাদেরকে মিডিয়া উপরে তুলে দিয়েছে। যাদেরকে আমরা ঠকে গিয়ে তারপর চিনতে পারি।
১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:০৩
ভেবে ভেবে বলি বলেছেন: আর সেই ঠকার প্রকৃষ্ট উদাহরণ হলাম আমি...ওঁয়া ওয়াঁ ওঁয়া...
২৩| ১৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
রিফাত হোসেন বলেছেন: @লেখক ---দেবাশীষ বিশ্বাস এর পিতা স্বর্গবাসী না নরকবাসী আপনি বুঝলেন কিভাবে ?
যাই হোক ।
দেবাশীষ বিশ্বাস নকল করুক আর যাই করুক, আমাদের দেখতে হবে নকল কি রকম হয়েছে । নকলটা যদি নকল টা নকলের মত না হয় তাহলে খারাপ।
হুবহু যদি করতে পারে তাহলেও তার মধ্যে একটা গুন আছে যা ভাল চোখে দেখা উচিত । আমরা এমনিতেই বাংলা থেকে বিদেশী ছবির প্রতি আকৃষ্ট, তাই নয় কি ? !!!! যতই ছবি ভাল হোক ।
বাংলাদেশ বেশী হলে কুছ কুছ হোতা হে নকল করতে পারবে, টাইটানিক পারবে না !!! (খেয়াল করে)
কিন্তু ভারত যখন নতুন ছবি ব্লু তৈরি করতে যাচ্ছে তার আগে ভাগেই বলে রেখেছে তারা বিভিন্ন হলিউড ছবির অনুকরণ করতে যাচ্ছে, যার বাজেট অনেক বড় । সুতরাং ভারতে যখন নকল ছবি নিয়ে কথা হচ্ছে না, সুতরাং আমাদের দেশে সামান্য নকল নিয়ে কি লাফালাফি !!!
দেখতে হবে ছবির মান নিয়ে । ভগত সিং ভারতীয় ছবির দুইটা রিলিজ আছে, এ বলে কি তাদের ছবি খারাপ হয়েছিল ??????
ধন্যবাদ
১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৩৬
ভেবে ভেবে বলি বলেছেন: আপনি বোধহয় জানেন না, মৃত মানুষদের নামের আগে সম্মান প্রদর্শনপুর্বক মরহুম/স্বর্গীয় (যথাক্রমে মুসলিম ও হিন্দু রীতি) লেখা ও বলা হয়। দিলীপবাবু স্বর্গে গেছেন না নরকে গেছেন তা আমার মাথা ব্যথার বিষয় নয়। আমি কেবল শ্রদ্ধাজ্ঞাপন করতে চেয়েছি।
নকল ছবির ব্যাপারে আপনার সাফাই দেয়া দেখে মজাই লাগলো। আপনি ছবির মান দেখতে বলেছেন। ভেরি গুড, তাহলে আসুন শুভ বিবাহ ছবির মান বিশ্লেষণ করে দেখি কি পাওয়া যায়ঃ
* ছবির সেট অত্যন্ত নিম্ন মানের, প্রায় সব জায়গা এক সেট দিয়েই চালিয়ে দেয়া হয়েছে।
* ডাবিং এর অবস্থাও তথৈবচ (প্রায়ই পাত্র-পাত্রীদের মুখ মিলছিলো না)।
* সংলাপ এবং দৃশ্যায়নও খুবই দুর্বল ও ভাঁড়ামীযুক্ত।
* ব্যাকগ্রাউন্ড মিউজিক অসামঞ্জস্যপূর্ণ এবং অগণিত হিন্দি ও ইংরেজি মুভি থেকে মারা।
আরও জানতে চান? তাহলে আর দেরী না করে নিজেই মুভিটি একবার দেখে নিন! সাধ মিটে যাবার কথা।
২৪| ১৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
নুসরাত জাহান যুথি বলেছেন: @রিফাতঃ ছবি নকল করা হলে আগে থেকেই রেফারেন্স বলে দেয়া উচিত। মুভি দেখতে গিয়ে একই কাহিনি দেখতে কার ভাল লাগে। তাও হিন্দির অনুকরন হলে। ইংলিশের অনুকরন হলে অতটা খারাপ লাগে না। কারন ইংলিশ মুভি অনেক বেশি। কমন পড়ে কম। আর পড়লেও পটভূমি স্বাভাবিক কারনেই অনেক অমিল থাকে। কিন্তু হিন্দি আর বাংলাতে সেটা হয় না।
২৫| ১৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
নুসরাত জাহান যুথি বলেছেন: @রিফাতঃ আবারও একটা ঝগড়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ১০ নম্বর বিপদ সংকেত।
২৬| ১৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৬
রিফাত হোসেন বলেছেন: নুসরাত জাহান যুথি বিবি কে বলল যে ইংরেজী মুভি ধরা যায় না, যারা দেখে কম তারা ধরতে পারে না । কিন্তু যারা দেখে তারা ধরতে পারে ।
আর পৃথিবীতে সবচেয়ে বেশী জনপ্রিয় আর দেখা ছবি গুলো হচ্ছে ইংরেজী সে তুলনায় হিন্দী কিংবা বাংলা কিছুই না ।
একদমই না পটভূমি তো খুব সুন্দর করেই ভারতীয়রা অনুকরন করে যা দেখতে মনে চায়, যদি পটভূমি না মিলে তাহলে ছবি নকল হল কিভাবে?
ঝগড়া: হুম ঠিকই আমাদের কথা কাটাকাটি মুহূর্মুহু আক্রমনে চলছে, তাই ১০+০.৫ বিপদ সংকেতে আছে ।
২৭| ১৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
নুসরাত জাহান যুথি বলেছেন: @রিফাতঃ আমি কিছু মুভি দেখেছি যার ইংলিশ আর হিন্দি দুই ভার্সনই আছে। অনেক ক্ষেত্রে হিন্দি ভাল লেগেছে। যেমন বাদশাহ মুভি। ইংলিশের চেয়ে অনেক ভাল। যদিও ইংলিশের নকল। ... এক কমেন্ট একবার দিলেই চলে। দুইবার না দিলেও চলে। ... ১১ নম্বর বিপদ সংকেত সামনে।
২৮| ১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:২৭
নাহিন বলেছেন: থ্যাংকস আপু... দেবাশীষ বলে হয়তো দেখতাম, এখন বাঁচায়া দিলেন।
আপনার জন্য ধইন্যা দেয়া আইসক্রিম
১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৪৩
ভেবে ভেবে বলি বলেছেন: ভাইরে, পারলে এই পোস্ট আমি বাংলার ঘরে ঘরে ছড়ায়া দিতাম, কিন্তু পারতাসি না...আপ্সুস... কি আর করুম কন...ছাপোষা মানুষ আমি...যাউকগা, আপনারেও ধইন্যা !
২৯| ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:২২
আবুল'স বাহার বলেছেন: ....আজকাল পুরোপুরি মৌলিক মুভি পাওয়া সম্ভব না...
এমন ধারণা কেন?
দেবাশিষের ২-১ টা ভালো মুভির নাম দেন।
১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৫৪
ভেবে ভেবে বলি বলেছেন: আজকাল পুরোপুরি মৌলিক বাংলা মুভি পাওয়া সম্ভব না এই ধারণা আমার হয়েছে কারণ আমি এরকম দেখেছি। না দেখে কিছুই বলছি না। যা বলছি দেখেই বলছি।
আর দেবাশীষের ভালো মুভির নাম আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ ওর অন্য কোনো মুভি আমি দেখেছি বলে আমার মনে পড়ে না। এর আগে সে একটা মুভি বানিয়েছিলো, 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' নামে, সেটা আমি দেখিনি। যারা দেখেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন।
৩০| ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:০৯
আবুল'স বাহার বলেছেন: বাংলা মুভির কথা বলেন নাই, তাই জানতে চাইলাম।
দেবিশিষের মুভি বলে যখন আগ্রহ নিয়ে দেখতে গেছেন ভাবলাম নিশ্চয়ই তার আগের তৈরি মুভি দেখেছেন।
শ্বশুর বাড়ি জিন্দাবাদও একটা চরম ভাড়ামিপূর্ণ ফালতু ছবি
৩১| ১৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:৫১
রিফাত হোসেন বলেছেন: (অশুদ্ধ ভাষায়)
@যুথি বিবি হুম বুঝলাম । আফনি তো ভারতের প্রতিবেশী অথার্ত বাংলাদেশী অর্থাত এশিয়ান কালচারে বড় হইছেন তাই অই শাহরুখ এর বাদশাহই ভাল্ল লাগবো, বিদেশী ইংরেজী লাগবো না ।
বিদেশে জন্ম গ্রহণ করলে ওই বিদেশীটাই ভালা লাগত, তখন ইংরেজীটারে আপন আপন লাগত ।
হাছা কইছি না , মিছা কইছি আইনাতে দাড়াইয়া জিগায়েন । না হইলে মাইনষেরে জিগান ।
ঝইগড়া_: আপনের ভেটকা মাছের হাসি আর সইজ্জ হইতাছে না । হেহেহেহেহেহ
(মজা করলাম)
৩২| ১৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫৪
সব্যসাচী প্রসূন বলেছেন: খাইছে... লাস্ট কবে বাংলা (কমার্শিয়াল) সিনেমা হলে দেখেছি ভুলে গেছি গা...
মন খারাপ করেন কেন??... 'মেরে ইয়ার কে শাদি' মুভিটাও নকল জুলিয়া রবার্টসের 'মাই বেস্ট ফ্রেন্ড ওয়েডিং' মুভির... ধরে নিন আমাদের পরিচালক বাবু ঐ হলিউডি মুভিটাকে নকল করেছে... তাহলে দু:খ কিছুটা লাঘব হয়ে যেতে পারে... ঢালিউড এখন হলিউডকে নকল করছে!!! ভাবতে ভালই লাগে
১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:১৭
ভেবে ভেবে বলি বলেছেন: আসলে ঢালিউড তো অনেক আগে থেকেই বলিউড কে নকল করে...কিন্তু এমন আগাপাশতলা নির্লজ্জ নকল ! আচ্ছা বাবা নকল করবি কর, কিন্তু অন্ততঃ ডায়ালগ গুলো একটু ভালো কর, সেট, নেপথ্য/আবহ সঙ্গীত, পরিচালনা এগুলোর দিকে একটু নজর দে। তা না, উলটা পালটা...
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। হাজার হলেও আপনি আমার কলিগ...কলিগদের কাছ থেকে সাপোর্ট পেলে বড় ভালো লাগে।
৩৩| ১৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫৪
নুসরাত জাহান যুথি বলেছেন: @রিফাতঃ এটা তো খুবই স্বাভাবিক। পৃথিবীর যেকোন জায়গায় প্রতিবাশি দেশগুলোর মধ্যে কালচারে মিল থাকে। স্বাভাবিক কারনেই ইংলিশের চেয়ে আমাদের কাছে হিন্দি বেশি আপন লাগে। তবে যাদের ইংলিশ মুভি দেখবার অভ্যাস অনেক বেশি, তাদের কথা আলাদা। বাদশাহ আর তার ইংলিশ ভার্সন দেখবার আমন্ত্রন রইল। ইংলিশটা অনেক বোরিং। কিন্তু বাদশাহ অনেক মজার। শাহরুখ খানের অভিনয়ও হয়েছে জাস্তা।
৩৪| ১৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৩
ভুতের আড্ডা বলেছেন: চ্যানেল টিপতে টিপতে আকষ্মিকভাবে সামনে পড়ে গিয়েছিলো বলে একদিন এই পরিচালকের শ্বশুরবাড়ী জিন্দাবাদ ছবিটি দেখতে শুরু করেছিলাম। দশ মিনিটের মাথায় বুঝতে পারি, এটি ফারুখ শেখ ও রেখা অভিনিত বহুল প্রশংসিত বিবি হো তো অ্যাসি ছবির হুবুহু নকল। তার পরও কৌতুহল নিয়ে বসে ছিলাম, নকলটা কী মানের হলো তা দেখার জন্য। কিন্তু মোটা দাগের ভাঁড়ামো আর কাঁচা সংলাপে ঠাসা ছবিটি ১৫ মিনিটের বেশি দেখতে পারিনি। এই দেবাশীষ বিশ্বাসের কাছ থেকে আমরা বছর বছর নিম্ন মানের নকল ছবি ছাড়া আর কীই বা পেতে পারি??
১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:২১
ভেবে ভেবে বলি বলেছেন: আমার এইটাই দোষ হইছে ভাইডি। আমি তো আর অই ছিঃনেমাখান দেহি নাই...তাই দেবাশীষ যে আসলে কিমুন চিজ হেইডাই ঝান্তে পারি নাইক্কা...আগে জানলে এমুন গলতি কর্তাম না ভাইডি...ই ই ই ...
৩৫| ১৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৮
তায়েফ আহমাদ বলেছেন: রিফাত-যুথি, প্লিজ চালিয়ে এ যান।
আমরা অনেক কিছু শিখছি!
হি...........হি...........হি...........
৩৬| ১৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৩
নুসরাত জাহান যুথি বলেছেন: @তায়েফঃ কি শিখছেন?
৩৭| ১৯ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৭
শ।মসীর বলেছেন: টিভিতে দেখেছিলাম এই মুভি নিয়ে দেবা বেশ লাফাচ্ছে। পরক্ষনেই যখন একটা গান দেখাল তখনি বুঝলাম মামু কপি মারছে। এত নির্লজ্জ যে এরা সেটা স্বীকার ও করেনা।
আগামী সপ্তাহে প্আলোর আনন্দে দেখবেন ওর গুনাগুন নিয়া মুভি নিয়া ফিচার করছে।
মাই বেষ্ট ফ্রেন্ড ওয়েডিং---মেরে ইয়ার কি শাদী---শুভ বিবাহ।
শালার কপিতেও সেকেন্ড হ্যান্ড।
১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৩১
ভেবে ভেবে বলি বলেছেন: আমার সত্যিই খুব জানতে ইচ্ছে করছে, এই ছবি দেখে পাবলিকের Reaction কেমন হবে? তারা কি আসলেই ফিল করতে পারবে যে দেবাশীষের এই প্রয়াস কি পরিমাণ ছ্যাঁচড়ামীর প্রমাণ দেয়?... নাকি সবাই ওর তালে তাল মিলিয়ে এই মুভি নিয়ে লাফালাফি শুরু করবে?
৩৮| ১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০১
তায়েফ আহমাদ বলেছেন: @ যুথিঃ
ঝগড়া করার উত্তম তরীকা শিখছি !
বুঝলেন?
১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:২৩
ভেবে ভেবে বলি বলেছেন: বাবা তায়েফ, কেন শুধু যুথি আপাকে দোষ দিচ্ছ? ওদিকে রিফাত ভাইসাহেব যে মুখে ফেনা তুলে ফেললেন, উনাকেও কিছু বলো !!
৩৯| ১৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৭
নীল_১৭ বলেছেন: প্রত্যাশা আমারও আছে , এখন কিছু কিছু ছবি সেই প্রত্যাশার কিছু হলেও পুরোতে পারছে ।
১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:২৮
ভেবে ভেবে বলি বলেছেন: হ্যাঁ, মাটির ময়না কিংবা মুক্তির গানের মত মুভি গুলো এখনো আমাদের প্রবলভাবে আন্দোলিত করে, এবং আমরা ওরকম মুভির জন্য পথ চেয়ে থাকি। আসলে আমার মনে হয়েছে, একটা মুভি নাহয় খুব ভালো হলো না, তাই বলে এত খারাপ হবে?
এত ভয়াবহ খারাপ !
৪০| ২০ শে এপ্রিল, ২০০৯ রাত ২:১৩
রিফাত হোসেন বলেছেন: @যুথি বিবি, আপনার সাধের লাউ, শাহরুখ খান তো অনেকটা কমেডিয়ান স্টাইলে করেছে, তাই অনেকটা মজা লেগেছে । ইংরেজিতে তেমনটা হয় নি, বুঝেছেন । আর বলেছিই তো ভাষা আপন না হলে মজা লাগে না , ছবি দেখে । যেমন আমি ফ্রেঞ্চ মুভি দেখি অনেক অর্থ বুঝি না , তখন তার ইংরেজী মজা লাগে, আবার তার থেকে হিন্দী মজা লাগে তখন তাও না বুঝলে জার্মান মজা লাগে, তাও না বুঝলে বাংলায়ই মজা পাই । আহা মাতৃভাষা আ..মরি. বাংলা ভাষা ।
এই হল কথা ।
ঝগড়া: আচ্ছা আপনার এই বিখ্যাত ফোটকা মাছের হাসি, কোন পন্ডিত ক্যামেরা বন্দী করল? তার দেখা পাব কি, কি ছবি তুলল !যা দেখলে আর দেখতে ইচ্ছে করবেই না ! /এখন ঝড় একটু কমতির দিকে (বিপদ সংকেত ৩)
৪১| ২০ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৩১
ফারহান দাউদ বলেছেন: অমাবশ্যার চাঁদ বলেছেন: অপু বিশ্বাস, হেভি সুন্দরী!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
হাসব নাকি কাঁদব বুঝতে পারছি না।
দেবাশীষের মুভি পয়সা খরচ কইরা দেখতে গিয়া ঠক খাইলে সহানুভূতি দেখাইতে পারলাম না
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫২
ভেবে ভেবে বলি বলেছেন: নাহ...সহানুভূতি আর আশা করি না। আমার মত ভূল যেন আর কেউ না করে সেটাই আশা করি।
৪২| ২০ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৩৭
অগ্নির বলেছেন: দেবাশীষ বিশ্বাসের প্রতিটা কাজই কোন না কোন ভারতীয় কাজের নকল, এবং জঘন্য নকল । ঈদের জন্য টেলিফিল্ম বানিয়েছিল, সেটা পর্যন্ত নকল। হয়তো তার ধারনা, এগুলি কেউ টের পায়না । বাংলাদেশের কেউ বিদেশী ছবি সম্বন্ধে কোন জ্ঞান রাখেনা, সে ছাড়া।
তবে এই প্রতিক্রিয়াগুলো অবশ্যই তাকে জানানো দরকার। অন্তত একটি মৌলিক কাজ ইহজীবনে তার করাই উচিত ।
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৭
ভেবে ভেবে বলি বলেছেন: আপনি ঠিকই বলেছেন। এই মেসেজটা দেবাশীষ পর্যন্ত পৌছানো আসলেই দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি উপায়ে? এখন যদি মিডিয়া এ ব্যাপারে কিছু বলে তাহলে অবশ্য সম্ভব, এবং এমন হলে খুবই ভালো হয়। কিন্তু আমাদের মত সাধারণ দর্শকদের জন্য কোনো পথ আছে কি?
৪৩| ২০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২৮
তায়েফ আহমাদ বলেছেন: যুথিকে দোষ দিচ্ছি কই?
আসলে রিফাতের তো 'আলুর দোষ'!
কী আর করা?
৪৪| ২০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪১
নুসরাত জাহান যুথি বলেছেন: ঝগড়া না করলে জমে না। তাই ঝগড়া করছি।
৪৫| ২০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৩
রিফাত হোসেন বলেছেন: @যুথি বিবি দেখেছেন কি তায়েফ সাহেব কিভাবে আমার উপর দোষ চাপাচ্ছে, সব যেন আমারই দোষ । আপনি পানিতে ভাষা পদ্ম,, না না ,, দুধে ভাষা পদ্ম ।
কোন দুনিয়াই আছি !
যত দোষ শুধু আমার উপরেই,মনে হয় । এক হাতে মনে হয় তালি আমিই বাজাই ।
পৃথিবীতে সব ইনসাফ উঠে গেল আর কি ।
৪৬| ২০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৬
নুসরাত জাহান যুথি বলেছেন: @রিফাতঃ ব্লগার লিস্টে আপনার নাম সবার উপরে থাকে কেন? সামুতে আপনার মামা-চাচা আছে নাকি? বা অন্য কোনভাবে হাত করেছেন?
৪৭| ২০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৯
রিফাত হোসেন বলেছেন: @যুথি বিবি আমি তো ছোট্ট মানুষতো তাই আমাকে সবাই আদর করে ।
বুঝেছেন।
সমস্যা নাই, যদি আপনার অসুবিধা হয় তাহলে র্কতৃপক্ষকে বলব, আপনাকে সবার মধ্যমণি করে রাখে । আমার ছবি না ঝুলালেও চলবে । এইবার কি খুশি
৪৮| ২০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩১
নুসরাত জাহান যুথি বলেছেন: @রিফাতঃ আপনি বাঘ তো, এই জন্য মনে হয় ভয়ে আপনাকে এক-এ দিয়েছে।
৪৯| ২০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪২
আরিফ থেকে আনা বলেছেন: বাংলা সিনেমা দেখতে যাওয়ায় মাইনাস দিলাম
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৮
ভেবে ভেবে বলি বলেছেন: মনে বড় দুঃখু পাইলাম
৫০| ১০ ই মে, ২০০৯ রাত ১২:২৭
তায়েফ আহমাদ বলেছেন: কী ব্যাপার?
নতুন পোষ্টও নাই!
মন্তব্য করা ও কমিয়ে দিয়েছো।
ডায়েটিং করছো বুঝি!
১১ ই মে, ২০০৯ রাত ১২:১৯
ভেবে ভেবে বলি বলেছেন: মন্তব্য করা কমাইনি... তবে এত লেখা আমার বেরোয় না।
তোমার মত উর্বর মস্তিষ্ক তো আর নয়...
৫১| ১০ ই মে, ২০০৯ রাত ১২:৩৩
শাহারিয়ার আহমেদ বলেছেন: দেবাশীষের একটা নাটক দেখেছিলাম। নামটা মনে হয় "ভূত"। হুবহু "ডারনা মানা হ্যায়" থেকে নকল করা।
১১ ই মে, ২০০৯ রাত ১২:২৩
ভেবে ভেবে বলি বলেছেন: ইশ... আমার যদি আগে জানা থাকতো...
৫২| ১০ ই মে, ২০০৯ রাত ১২:৩৬
আমড়া কাঠের ঢেকি বলেছেন: প্লাস লন.....
দেবাশিষ সহ সব ভণ্ডরে ধিক.....।
এইরকম রিভিউ আরো চাই কিন্তু
১১ ই মে, ২০০৯ রাত ১২:৩২
ভেবে ভেবে বলি বলেছেন: ভাই এইরকম রিভিউ আরো দিতে গেলে তো আমি আলুসিদ্ধ হয়ে যাবো...
প্লাস এবং ধিকের জন্য ধন্যবাদ
(ভাই যদি কিছু মনে না করেন... আপনি সত্যি প্লাস দিসিলেন তো? মানে আগে প্লাসের সংখ্যা যা ছিলো এখনো তাই আছে তো...তাই বলছিলাম আর কি... হে হে হে )
৫৩| ১০ ই মে, ২০০৯ রাত ১২:৪০
শাহারিয়ার আহমেদ বলেছেন: এরা কি "The fast and the furious" থেকে নকল করতে পারেনা?
১১ ই মে, ২০০৯ রাত ১২:২৮
ভেবে ভেবে বলি বলেছেন: ইহা কি মুভি?
ইহাতে কি বস্তু রহিয়াছে ভাই সাহেব?
৫৪| ২৪ শে মে, ২০০৯ রাত ৯:২৮
গৌতম রায় বলেছেন: অনেক আগে বিশ্বসাহিত্য কেন্দ্রে চলচ্চিত্র কোর্সে ভর্তি হয়েছিলাম। ক্লাস নিতে মানজারে হাসীন মুরাদ। বিশ্বের বড় বড় সব চলচ্চিত্র দেখিয়ে সেগুলোর উপর প্রবল আলোচনা করতেন, আমরাও করতাম। একপর্যায়ে বাংলাদেশের চলচ্চিত্রের প্রসঙ্গ আসলো। প্রত্যেককে জিজ্ঞেস করলেন কার কোন বাংলা সিনেমাটা ভালো লাগে। মোটামুটি সবাই জহির রায়হান, খান আতা এদের সিনেমার নাম বললো। আমি বললাম 'বিয়ের ফুল'।
উনি বললেন, এটা সিনেমা? কার?
আমি বললাম, আপনি শাবনূরের 'বিয়ের ফুল' সিনেমা দেখেন নি?
উনি বললেন, না।
আমি বললাম, আপনার সিনেমা জীবন ষোল আনাই ব্যর্থ।
পরদিন নাকি উনি সিনেমাটা দেখে এসেছিলেন। আর যাই হোক, এতো বড় চলচ্চিত্র ব্যক্তিত্বের তো সিনেমা জীবন ষোল আনাই ব্যর্থ হলে চলে না।
২৫ শে মে, ২০০৯ রাত ২:০৬
ভেবে ভেবে বলি বলেছেন: শাবনুরের 'বিয়ের ফুল' দেখেছি কিনা মনে পড়ছে না, তবে রাণী মুখার্জির 'বিয়ের ফুল' দেখেছি। কেন জানি না এখন মনে হয়, They were far better than this bullshit !
৫৫| ২৫ শে মে, ২০০৯ রাত ২:২০
সাঈফ শেরিফ বলেছেন: বাহ্! সিনাপ্লেক্সে বাংলা ছিঃ নামারও ডিজিটালীকরণ! উন্নতির সীমা নেই দেখি দেশে! এসব ছবি হাই ওয়েতে অবস্থিত সিনেমা হল গুলোতেই থাকুক, ট্রাক ড্রাইভার ভাইদের জন্য উত্তম, আদর্শ বিনোদন।
২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:৪২
ভেবে ভেবে বলি বলেছেন: এটা দেখেই আমি আরো বেশি অবাক হয়েছিলাম। বাপ, তুই এমন ফালতু 'ফিলিম' বানালিই বা কেন আর বানালিই যদি তো সিনেপ্লেক্স এর মত জায়গায় রিলিজ দিতে গেলি কেন?
নিজের ভালো তো পাগলও বোঝে।
৫৬| ২৫ শে মে, ২০০৯ রাত ২:৩৮
অচেনা সৈকত বলেছেন: দেবাশীষ যে প্যাঁচালী মদন বানাইতো ঐটা তো এমটিভি বাকরা থেকে কপি-পেস্ট। মনে নাই?
২৫ শে মে, ২০০৯ দুপুর ১২:৪৫
ভেবে ভেবে বলি বলেছেন: নাহ, এটাও আমি জানতাম না। আমার কপাল...
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শুভ বিবাহ স্টার সিনেপ্লেক্সে এক সপ্তাহও চলেনি, এটা জেনে ভালো লাগলো।
৫৭| ৩০ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
শাফ্ক্বাত বলেছেন: পোস্ট টাতে প্লাস, দেবাশীষকে সবসময়ই অতি-অসহ্য লাগে, হানিফ সংকেতকে নকল করতে চাইলেই তো আর হানিফ-সংকেতঝওয়া যায়না, সেটা তার বোঝা দরকার। তেমনি ভালো সিনেমা নকল করতে চাইলেই সেটা ভালো হয়না, তার জন্য মাথায় জায়গামত বিশেষধরণের গোবর লাগে।
সেইসাথে রিফাত-যুথীকেও জোড়া প্লাস।
উস্কানিমূলক কমেন্টের জন্য তায়েফকেও হাল্কা-পাতলা আরেকটা প্লাস
@রিফাত/যুথী...ঝড় কি থেমে গেছে??
৩০ শে মে, ২০০৯ রাত ১১:২৬
ভেবে ভেবে বলি বলেছেন: হে হে... রিফাত-যুথি ঝড় তো আসলে থামতো না, আমিই ত্যক্ত-বিরক্ত হয়ে ওদের অনেকগুলো কমেন্ট মুছে দিয়েছি, তাই বাধ্য হয়ে ওরা থেমে গেছে (থেমে যাওয়ার আগে আমাকে মাইনাস দিয়ে গেছে, মনে মনে শাপ-শাপান্তও করে গেছে নিশ্চয়ই)..... কি করবো বলুন, আমি নরম মনের মানুষ, এসব ঝগড়া-বিবাদ একদম সইতে পারি না।
প্লাস এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, আপামনি !
৫৮| ৩০ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
নাজনীন১ বলেছেন: হেডিং দেখে ভেবেছিলাম ছবিটা মনে হয় হিন্দী "শুভ্ বিবাহ্" ছবির নকল হবে, এখন দেখি অন্য ছবির নকল।
বলিউডেও নকল হয় হরহামেশাই। এই যে গজিনী ছবি - সেটা হলিউডের , তারপর মাদ্রিজের , তারপর বলিউডে... তারপরও দেখতে ভাল লেগেছে।
নকল ঠিকভাবে করতে পারাটাও একটা যোগ্যতা।
৩০ শে মে, ২০০৯ রাত ১১:৩৪
ভেবে ভেবে বলি বলেছেন: খুবই সত্যি কথা। আমি সবসময় মনে করি, শুধুমাত্র মুভির মেকিং এবং পরিচালনা ভাল হলে (অবশ্য অভিনয়টাও একটা ফ্যাক্টর) অনেক অখাদ্য মুভিও দিব্যি খেয়ে ফেলা সম্ভব। সমস্যা কি জানেন আপা? এই বেয়াদব দেবাশীষ সেটাও শেখেনি, এবং সে জানেও না যে সে শেখেনি !!
এগুলোকে সে প্রয়োজন বলেই জ্ঞান করে না। তার বোধহয় ধারণা, সে যা গেলাবে, পাবলিক তাই গিলবে। ছিঃ !
৫৯| ১৫ ই জুন, ২০০৯ রাত ৯:০০
ঝুমী বলেছেন: এসব ছবির নাম শুনলেই বিরক্ত লাগে দেখা তো দূরের কথা। +
১৫ ই জুন, ২০০৯ রাত ১১:০৪
ভেবে ভেবে বলি বলেছেন: হ্যাঁ, এখন আমারও বড় বিরক্তি লাগে।
এই জিনিসটা আগে বুঝতে পারতাম.....
৬০| ১৫ ই জুন, ২০০৯ রাত ৯:১১
ভাস্কর চৌধুরী বলেছেন:
বিরক্তকর ছবি।
১৫ ই জুন, ২০০৯ রাত ১১:০৫
ভেবে ভেবে বলি বলেছেন: আসলেই তাই ।
৬১| ১৫ ই জুন, ২০০৯ রাত ১১:১১
অ্যালন বলেছেন:
য়েম টিবি বাক্রা থিকা দেবাষীশ- পথের পাচালী নকল্কর্সিলো..হালায় য়াজন্ম নকলবাজ..
১৬ ই জুন, ২০০৯ রাত ১২:০৮
ভেবে ভেবে বলি বলেছেন: ঠিক ঠিক ঠিক খুবই ঠিক।
৬২| ২৯ শে জুন, ২০০৯ বিকাল ৪:৩৪
আউলা বলেছেন: আপনাকে আবারও সেল্যুট :
২৯ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৩
ভেবে ভেবে বলি বলেছেন: কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েন না গো আফা...........
৬৩| ৩০ শে জুন, ২০০৯ দুপুর ২:৫৮
অন্ধ দাঁড়কাক বলেছেন: "অপু বিশ্বাস, হেভি সুন্দরী" - কন কি!!!!
৩০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৩৭
ভেবে ভেবে বলি বলেছেন: সামি ইসলাম ভাই, আমরা যে সারিতে বসেছিলাম সেখানে আমাদের ঠিক পাশেই কয়েকটা ফাজিল ছেলে বসেছিলো। মুভিতে একটা দৃশ্য আছে যেখানে অপু (বৃষ্টির মধ্যে, মাথায় ওড়না দিয়ে) একটা লাল জামা পরে গোল হয়ে ঘোরে আর হাসে (যে সে হাসি নয়, একেবারে ৩২x২=৬৪ দাঁত বার করে হাসি !!), হাসিটা আসলেই অসম্ভব সুন্দর, শুধু দাঁতগুলো একটু বেশি দেখা যায়, এই যা। ছেলেগুলো এমন ফাজিল, সেই হাসি দেখে ওদেরও সে কি হাসি, বলে কিনা "দ্যাখ দ্যাখ কত বড় বড় দাঁত... হা হা হা... হো হো হো... হে হে হে... "
হায় বাঙালি, সুন্দরের মর্ম বুঝলো না !
৬৪| ৩০ শে জুন, ২০০৯ বিকাল ৩:০৭
তুষার খাঁন বলেছেন: দেবাশিষ কোনোদিন নিজের কিছু কি বানাইছে। সব ই তো নকল
৩০ শে জুন, ২০০৯ বিকাল ৫:০১
ভেবে ভেবে বলি বলেছেন: ভাইরে, আমার অবস্থা হচ্ছে 'চোর পালালে বুদ্ধি বাড়ে' টাইপ। দেবাশীষ যে কোনদিন নিজে কিছু বানায় নাই, সেইটা বোধহয় এই ছিঃনেমা না দেখলে আর এই পোস্ট না দিলে (অর্থাৎ আপনাদের কমেন্ট না পাইলে) আমার জানা হইতো না।
যাক... কি আর করা যাবে ! 'Better late than never' বলে একটা কথা আছে... আপাততঃ সেটা চিন্তা করেই সন্তুষ্ট থাকি।
৬৫| ৩০ শে জুন, ২০০৯ বিকাল ৩:৪৭
আকাশনীল বলেছেন: অপু বিশ্বাস তো আসলেই সুন্দরী
দেবাশীষ তারে বিবাহ করে না ক্যান? তারা দুইজনেই যখন "বিশ্বাস"।
৩০ শে জুন, ২০০৯ বিকাল ৫:০৬
ভেবে ভেবে বলি বলেছেন: ভাই, শুধু সুন্দর হলে আর টাইটেলে মিল থাকলে তো হবে না, দেবাশীষকে বিয়ে করতে হলে ওর মত একটা রামছাগল হতে হবে। অপু তো চাইলেই ওকে বিয়ে করতে পারে, কিন্তু এখনও ঐ পরিমাণে কাঁঠালপাতা খাওয়া শুরু করেনি তো, তাই পারছে না আর কি...
৬৬| ৩০ শে জুন, ২০০৯ বিকাল ৫:১৩
মানুষ বলেছেন: ছবিটা দেখা দরকার। এক সাথে কয়েকটা মুভি দেখা হয়ে যাবে।
৩০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৩
ভেবে ভেবে বলি বলেছেন: দ্যাখেন... তারপর যদি সিডি/ডিভিডি খান আছাড় মাইরা ভাঙতে ইচ্ছা না হয় তো আমারে কইয়েন !
৬৭| ৩০ শে জুন, ২০০৯ বিকাল ৫:১৭
অদ্রোহ বলেছেন: আকাশনীল বলেছেন: অপু বিশ্বাস তো আসলেই সুন্দরী
দেবাশীষ তারে বিবাহ করে না ক্যান? তারা দুইজনেই যখন "বিশ্বাস"।
বিশ্বাসে মিলায় বস্তু,তর্কে বহুদূর।
৩০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৭
ভেবে ভেবে বলি বলেছেন: উঁহু... ছাগলামীতে মিলায় বস্তু, কাঁঠালপাতা নিয়া চলে বহুদূর
৬৮| ০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:৫০
অন্ধ দাঁড়কাক বলেছেন: আপনার লেখা পড়ে আমিও তো অপু বিশ্বাসের ফ্যান হয়ে গেলাম। ওর হাসি দেখতে মন চায়তেছে
(তবে এখনকার নায়িকার মধ্যে আমার ফেভরিট কেয়া...আহা! )
০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১২:৫১
ভেবে ভেবে বলি বলেছেন: হ্যাঁ, কেয়াও তো বেশ সুন্দরী। কেয়া আর অপু, এই দু'জনের মধ্যে মিল হচ্ছে তারা কেউই অন্য নায়িকাদের মত আটার বস্তার মত স্বাস্থ্যের অধিকারী নয়।
৬৯| ০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১:৪২
অন্ধ দাঁড়কাক বলেছেন: এরাও বস্তার চেয়ে খুব বেশী কম না।
বাস্তবতা হচ্ছে, আমাদের দেশে যারা নিয়মিত সিনেমার দর্শক তারা আটার বস্তার মতো নায়িকাদের দেখতে চায়। কোথায় যেন শুনেছিলাম, নায়িকারা ইচ্ছা করে মোটা হয় কারণ এটাই পাবলিক ডিমান্ড!!!!
০২ রা জুলাই, ২০০৯ রাত ১:৩৪
ভেবে ভেবে বলি বলেছেন: আসলে এইক্ষেত্রে সম্ভবত 'পাবলিক' টার্ম টাই একটু মিশ্র, কারণ আমার মনে হয় আমাদের মত মধ্যবিত্ত + মোটামুটি রুচিশীল দর্শক আটার বস্তা পছন্দ করে না, আবার একেবারে নিম্নশ্রেণীর লোকজন (আর্থিক ও মানসিক দুইদিক থেকেই) আবার ঐ আটার বস্তাই পছন্দ করে ! নায়িকাদের আর কি দোষ বলেন? ওদের তো 'শ্যাম রাখি না কুল রাখি' অবস্থা।
৭০| ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:০০
অন্ধ দাঁড়কাক বলেছেন: আমাদের মত মধ্যবিত্ত + মোটামুটি রুচিশীল দর্শক তো সিনেমা হলের নিয়মিত দর্শক না, বছরে একবার হয়তো ভাবি যাই স্টারে একটা বাংলা সিনেমা দেখে আসি। এমন কি কেউ খুব ভালো সিনেমা বানালেও কইজন যায় বলুন? এসব প্রায় অনিয়মিত দর্শকের উপর ভর করেতো একটা শিল্প দাঁড়াতে পারেনা। যারা ভালো সিনেমা বানাবে তারা কিসের ভরসায় বানাবে?
আবার দেখুন, ভালো সিনেমা তৈরী হয়না দেখেই কিন্তু আমরা সিনেমা হলে যাইনা। এককালে ভালো সিনেমা দেখতে ঠিকি যেত, এখন অভ্যাস নষ্ট হয়ে গেছে। এর সাথে আবার ডিশ, ডিভিডি প্লেয়ার চলে এসেছে।
আমাদের চলচ্চিত্র একটা লুপের মধ্যে পড়ে যাচ্ছে মনে হয়।
০৩ রা জুলাই, ২০০৯ সকাল ১০:৫৭
ভেবে ভেবে বলি বলেছেন: তবু ভালো যে অশ্লীল চলচ্চিত্র তৈরীর সংখ্যা কমে এসেছে, কিছুদিন আগে যেটা এ্যালার্মিং অবস্থায় চলে গেছিলো। যে লুপটা তৈরী হয়েছে সেটা একটু একটু করে ভাংতে শুরু করেছে বলে আমার মনে হয়, কারণ 'মনপুরা'র মত মুভিগুলো মানুষকে অনেকখানি হলমুখী করে তুলেছে, দিনে দিনে আরও বাড়বে আশা করা যায়। আসলে খারাপের পরই তো ভালো আসে... দেখা যাক এই ক্ষেত্রে কি হয়।
৭১| ০৫ ই জুলাই, ২০০৯ রাত ২:৩৫
সোনালীডানা বলেছেন: হুম..
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৪৫
ভেবে ভেবে বলি বলেছেন: ???
৭২| ৩১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪০
নির্ভয় নির্ঝর বলেছেন: আমি বাংলাদেশী বাংলা মুভি দেখা অনেক আগেই(প্রায় ৬ বছর) ছেড়ে দিয়েছি, তারপরও মাঝেমাঝে হালকা-পাতলা একটু দেখি। তাও মুভির মাঝখান থেকে কিংবা শেষের থেকে। বেশির পক্ষে ১০-১৫ মিনিটের মত।
তারপর আস্তে আস্তে হিন্দিও অনেকটাই ছেড়েছি। তবে বাংলাদেশি বাংলাগুলো যেমন ৯৯.৯৯% দেখা ছেড়ে দিয়েছি, হিন্দিটার ক্ষেত্রে সেটা হবে ৪০%। তারপরও, মাঝেমাঝে দেখি।
ইন্ডিয়ান বাংলা মুভিগুলোও দেখা হয় না। ওদেরগুলোও বাংলাদেশী বাংলা মুভিগুলোর মতই হয়ে যাচ্ছে। যার জন্য খুব মেজাজ গরম হয়।
ইংলিশ মুভি হালকা-পাতলা দেখি। তবে গতরাতে "কোয়ান্টাম অব সোলেস" দেখার পর মনে হয়েছিল(গতরাতেই প্রথম দেখেছি), যে ব্যাটা বন্ডের চরিত্রে অভিনয় করছে, যে ব্যাটা মুভিটির ডিরেক্টর, আর যে দুই ফাজিল এই মুভিটির স্ক্রিপ্ট লিখেছে তাদেরকে খালি গায়ে শীতের রাতে ৬ ঘন্টা পুকুরে চুবিয়ে রাখি। জেমস বন্ডের বারোটা বাজিয়ে ছেড়েছে। এই মুভিটার ব্যাপারে অন্যদের কথা বলতে পারব না, তবে আমি বলছি, এই মুভিটাকে আমার কাছে জেমস বন্ডের কোন মুভি বলে একদমই মনে হয়নি। কোন চিহ্ন আছে বন্ডের? এই মুভিতে খালি বন্ডের নাম আর ব্রিটিশ সিক্রেট সার্ভিসকে রাখা হয়েছে। তা না হলে যে কেউ এটাকে অন্য কোন মুভি বলে ধরে নিলে তাকে দোষ দেয়া যায় না। খালি মারামারির প্রাধান্য দেয়া হয়েছে এই মুভিতে। বন্ডের অতি বিখ্যাত দুইটি ডায়ালগ(1: My name is Bond, James Bond, & 2: Vodka Martini, Shaken but not Stirred) একটিও এই মুভিতে নেই। বন্ডের ধারালো বুদ্ধির বিন্দুমাত্র চিহ্ন পেলাম না এই মুভিটাতে। খালি মারামারি আর মারামারি। আর ড্যানিয়েল ক্রেগের ব্যাপারে বলব, এই ব্যাটাকে কোন সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করলেই ভালো মানাবে। ব্যাটা বন্ডের চরিত্রের জন্য মোটেও উপযুক্ত নয়। পুরো মারমুখো চেহারা। আর ব্যাটার না আছে কোন অভিনয়ের গুণ, না আছে আর কিছু। হয়েছে, যেমন অভিনেতা, তেমন স্ক্রিপ্টরাইটার্স এবং তেমনই ডিরেক্টর।
স্যার শন কনোরি, স্যার রজার মুর এবং পিয়ার্স ব্রসন্যানের চেহারার মাঝে যেমন বুদ্ধির একটা ছাপ ছিল, এই বন্ডের মাঝে সেটার বিন্দুমাত্র নেই। আছে খালি মারমুখো একটা ভাব। ঠিক এর মতই আরেক বন্ডের(জর্জ ল্যাজেনবি) আবির্ভাব হয়েছিল ১৯৬৯ সালে(শন কনোরি বন্ডের চরিত্রে ৫টি মুভিতে অভিনয় করে বিদায় নেয়ার পর), অন হার ম্যাজেষ্ট্রিস সিক্রেট সার্ভিস মুভিটাতে। তবে তার ছিল বোকাসোকা চেহারা। যার জন্য শুধুমাত্র সে একটা মুভিতেই অভিনয় করার সুযোগ পেয়েছিল। যার জন্য শন কনোরি পুনরায় ফিরে এসেছিলেন(ফিরে আসার পর একটি মুভিতে অভিনয় করেছিলেন। মুভিটির নাম "ডায়মন্ডস আর ফরএভার")। এরপর তো এলেন রজার মুর। রজার মুর ৭টি মুভিতে অভিনয় করে বিদায় নেয়ার পর আরেক বোকা বন্ড এসে হাজির হয়েছিল। নাম তার টিমোথি ডালটন। সে এক হিসেবে ভাগ্যবান। কারণ, জর্জ ল্যাজেনবি যেমন ১টি মুভিতে অভিনয় করেই বিদায় নিতে বাধ্য হয়েছিল, টিমোথি ডালটন ২টিতে অভিনয় করে তারপর বিদায় নিয়েছে।
আমার শুধু দুঃখ হয়, স্যার ইয়ান ফ্লেমিং যদি আজ বেঁচে থাকতেন, তাহলে তাঁর অতুলনীয় সৃষ্টি এই চরিত্রটির বর্তমান অবস্থা দেখলে অনেক দুঃখ পেতেন। যদিও, বন্ডের সিরিজে একমাত্র কোয়ান্টাম অব সোলেস তাঁর লেখা নয়। নইলে বাকি সবগুলোই তাঁর লেখা।
কিন্তু, ক্যাসিনো রয়াল স্যার ফ্লেমিঙের লেখা থাকা সত্বেও ক্যাসিনো রয়ালের মূল কাহিনী থেকে ৪৫% সরে এসেছে। তাহলেই বুঝে দেখুন, কেমন লাগে।
রেডিমেড কাহিনী থেকেই যে সুন্দর মুভি বানানোর ক্ষমতা, তার ওপর আবার নিজেরা সেই কাহিনী লিখে বানাতে গিয়েছে। যত্তোসব ছাগলের দল!!
কমেন্ট লিখতে লিখতে ক্লান্ত!!
আমার ইচ্ছে ছিল, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনের রিভিউ নিয়ে একটি পোষ্ট লিখব। কিন্তু, গতরাতে কোয়ান্টাম অব সোলেস দেখার পর থেকেই মাথা থেকে ইউএস ওপেন হাওয়া হয়ে গিয়েছে। আপাততঃ তার স্থান নিয়েছে জেমস বন্ড। বুঝে দেখুন তাহলে, মেজাজটা আমার কেমন গরম হয়েছিল।
ভালো থাকবেন। জেমস বন্ডকে নিয়ে আজ রাতেই একটি পোষ্ট দিতে পারি। তারপরে ইউএস ওপেনেরটা দিব।
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৩১
ভেবে ভেবে বলি বলেছেন: হুম...
৭৩| ২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৪
হেমায়েতপুরী বলেছেন:
খুব বেশি কিছু তো চাইনি...তাই না?[/sb
Click This Link
২২ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১০
ভেবে ভেবে বলি বলেছেন: ও... বলে দেয়ার পর, তাই না???
৭৪| ১৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৯
বৃত্তবন্দী বলেছেন: শিশুকাল ছিলো ভালো যৈবন কেনো আসিলো মার্কা ফটুক লাগাইছো দেখি ছোড়দি। সৌন্দজ্জ লাগতেছে।
১৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:০০
ভেবে ভেবে বলি বলেছেন: শুইনা শরম পাইলাম দাদু... কিন্তু 'শিশুকাল ছিলো ভালো যৈবন কেনো আসিলো' এডির মানে এই গোবর্ভরা মাথাত ঢুক্লু না যে! ইট্টু বুঝায়া দিবা?
৭৫| ১৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩১
কাক ভুষুন্ডি বলেছেন: ফটুক্টা এ্যট্লিস্ট ৩-৫ বছরাগের? ঐ কালে তো শিশুই আছিলা? নাকি?
১৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৩
ভেবে ভেবে বলি বলেছেন: হাহাহা... নাহ দাদু। এইটা হপ্তা দুয়েক আগের ফটুক।
৭৬| ০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ৩:৪৮
নাফিজ মুনতাসির বলেছেন: আর বলবেন না। এই বছরের আগষ্টে আম্মুর একটা ছোট অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করাতে হয়েছিলো। আমাকেও হাসপাতালে থাকতে হয়েছিলো। ২য় দিন মনে হয় কোন একটা চ্যানেলে মুভিটা ছেড়ে বসে। আম্মু তো খুব আগ্রহ নিয়ে দেখা শুরু করলেন। রোগী মানুষ কিছু বলতেও পারি না। আপনি আবার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাই মনে করিয়ে দিলেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৫০
অমাবশ্যার চাঁদ বলেছেন: অপু বিশ্বাস, হেভি সুন্দরী!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
হাসব নাকি কাঁদব বুঝতে পারছি না।