নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

আমি, তাপসী ও যদুনাথ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২০


যদুনাথ সুখী মানুষ ছিলেন,
অথচ জানেন তার গায় দেয়ার অনেকগুলো জামাও ছিল;
যেদিন তার মেয়ে তাপসী আমার হাত ধরল
সেদিন থেকে তিনি আর জামা পরলেন না;
অথচ আমি জেনে আসছি
একমাত্র সুখী মানুষদেরই গায়ে কোন জামা থাকে না।

যদুনাথ যেদিন মারা গেলেন
তার চিতায় কেউ আগুণ জ্বালাতে আসেনি;
আমি আর তাপসী যদুনাথ ঠাকুরকে দূরের বনে
এক জারুল গাছের নীচে মাটি চাপা দিয়ে এসছিলাম।
সেই থেকে প্রতি ফাগুনে জারুল গাছটায় যখন ফুল ফোটে
তাপসী আর আমি বনের মাঝ দিয়ে হেঁটে হেঁটে সেই জারুল গাছটির কাছে যাই,
জারুল গাছটির এক একটি ফুল যেন একেকজন যদুনাথ হয়ে ওঠে,
আমি তাপসীর খোঁপায় জারুল গাছের একগুচ্ছ জারুল ফুল গুঁজে দেই,
যদুনাথের কবরেও কয়েক গুচ্ছ ফুল রেখে রেখে আসি;
আর আমার আর তাপসীর চোখের সামনে
ক্রমশঃই জারুল ফুলের মত সুরভি বিলাতে বিলাতে বেড়ে ওঠে
আমার আর তাপসীর একান্ত আত্মজ
যদুনাথের আদলে আরেক যদুনাথ।

২রা ফেব্রুয়ারী
যুক্তরাজ্য।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:



যুক্তরাজ্যে জারুল গাছ? কবিতা নয়, কোন এক লুকিয়ে রাখা কাহিনী বললেন, গলা পরিস্কার করেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৯

মোহাম্মদ বাসার বলেছেন: চাঁদগাজী ভাই আপনি উপর থেকে সব দেখেন, আপনি সর্বজান্তা।জেনেই যখন বসে আছেন, গলা পরিস্কার করে লাভ কি? হাহাহা! অনেক ধন্যবাদ।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৯

ধ্রুবক আলো বলেছেন: লেখাটা ভালো লাগলো, কিন্তু যদুনাথ কে??

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৮

মোহাম্মদ বাসার বলেছেন: তাপসীর বাবা মানে আমার শ্বশুর! যিনি তার মেয়ের অন্য ধর্মানুসারীকে বিয়ে করাটা মেনে নিতে পারেনি। ভাল লাগার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.