নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

চেহারার মধ্যে কি মানুষের আচরণ ফুটে উঠে?

২৭ শে মার্চ, ২০১৭ সকাল ৭:১০



মানুষ সুন্দর না হলেও চেহারায় একটা মাধুর্য্য থাকে এই কথাটা আমার এক বান্ধবী বলল অন্য এক বান্ধবীর জামাইকে দেখে।
আমি বললাম এমন করে বলছ কেন? নিশ্চয় যোগ্যতা আছে।

তারপরে সে বলল কদাকার বা কুৎসিতের বিয়ে করতে সমস্যা নেই কিন্তু শুধুমাত্র যোগ্যতা আছে বলেই একটা মায়াবতী মেয়েকে কামলা টাইপের চেহারার লোকের কাছে বিয়ে দেয়া অন্যায়।

আমি বললাম কামলা মানে শ্রমজীবি, খেটে খাওয়া মানুষ, তুমি এদের তুচ্ছ কর?

সে বলল না না, মোটেই তা নয় আমি আসলে ওটা দিয়ে চাহারায় যে সব মানুষের হিংস্রভাব ফুটে উঠে তাদের বুঝাতে চেয়েছি।

ইউনিভার্সিটিতে ২য় বর্ষে অপরাধ বিজ্ঞান পড়তে যেয়ে চেহারা বেশ-ভূষা কিভাবে মানুষের আচরণকে প্রভাবিত করে সে সম্পর্কে লমব্রোসোর তত্ত্ব পড়েছিলাম। আমার বান্ধবীর কথা শুনে সেই অপরাধ বিজ্ঞানীর কথা মনে পড়ে গেল।

আমি ভাবতে বসে গেলাম মায়াবতী মেয়েদের কি আসলেই কুৎসিত পুরুষকে বিয়ে করতে নেই?

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ৮:১৫

সাদা মনের মানুষ বলেছেন: ভাবার পর কি রেজাল্ট পেলেন?

২৭ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৫

মোহাম্মদ বাসার বলেছেন: নিশ্চয় রূপবতী বা মায়াবতীরা কালা, ধলা কুৎসিত, সুন্দর যাকে ইচ্ছে তাকে বিয়ে করবে। যদি তা না করে তাহলে আমরা কাঁটাওয়ালা কাঠালোর মধ্যে মিষ্টি-মধুর রসের সন্ধান কিভাবে পাব?

আসুন গান করি--
রসই জীবন রসই মরণ
রসের দুনিয়ায়,
রসের লোভে কাটলো জীবন
সকাল-দুপুর তোমায় স্মরণ
আমি এক অভাজন
খুঁজি নিরালা।

২| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ৮:১৬

প্রাইমারি স্কুল বলেছেন: ভেবে আমাদের জানাবেন প্লিজ

২৭ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৭

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই সাহেব, উপরের মন্তব্যে জানিয়েছি।

৩| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৩৭

জুন বলেছেন: আর মায়াবতী ? চেহারা দেখে মায়াবতী বুঝবো কি করে মো: বাসার ? আমার ধারনা ছিল মায়াবতী কোনো মানুষের চারিত্রিক বৈশিষ্ট । কত কম জানি :(

২৭ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৮

মোহাম্মদ বাসার বলেছেন: হুম হুম , দাদা ভাই, আপনার বিনয় দেখে গুম হয়ে গেলুম। হেহে!

৪| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩০

বর্ষন হোমস বলেছেন:
অপরাধ বিজ্ঞান তো আপনার বান্ধবীর সাথে আপনিও পড়াশোনা করতেন।তাহলে আপনার মনে ব্যাপার টা আসলো না কেন?আর আসলেও এত ভাবার তো প্রয়োজন নেই।যাহোক প্রথম মন্তব্যের করা প্রশ্নের উত্তর চাইছি।রেজাল্ট কি বেরিয়েছে?

৫| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০০

মোহাম্মদ বাসার বলেছেন: আমার বান্ধবী আইনের ছাত্রী না। যাইহোক আপনার মন্তব্যের উওত্তর উপরে দেয়া হয়েছে। ধন্যবাদ।

৬| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কঠিন সাইকোলজি। আমি অর্থনীতির ছাত্র। কিছুই বুঝলাম না। হে হে হে। =p~

২৮ শে মার্চ, ২০১৭ ভোর ৫:০৩

মোহাম্মদ বাসার বলেছেন: আমিই কি বুঝেছি ভাই সাহেব। মাঝে মাঝে না বুঝেই একটু ইয়ে করি, এই আরকি!!

৭| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: মন্তব্যের জবাবে বেশ ভাইটামিন পেলাম, যেন রস চুইয়ে চুইয়ে পড়ছে :D

২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১৯

মোহাম্মদ বাসার বলেছেন: রস পড়তে দেন যেন বুড়িগঙ্গার জল প্রবাহে যেয়ে মিশে। এমনিতেই বিভিন্ন বর্জে এ নদীর নাব্যতা হ্রাস পেয়ে নৌ চলাচলের বাড়োটা! এই রসের কারণে যদি রাত বারোটার ভরা পূর্ণিমার জোয়ার হয় তাইলেই রক্ষে।

৮| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০২

সুমন কর বলেছেন: না, ব্যবহারের মধ্যে মানুষের আচরণ ফুটে উঠে........

২৮ শে মার্চ, ২০১৭ ভোর ৫:০৬

মোহাম্মদ বাসার বলেছেন: আপনার কথা অনেকাংশেই সত্যি। তবে মানুষের চরিত্র বিশ্লেষণে চেহারা বা শারীরিক আকৃতির বিশ্লেষণ মনোবিজ্ঞানী ও অপরাধ বিজ্ঞানীরা খুবই গুরুত্বের সাথে নিয়েছেন।

৯| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৭

সাদা মনের মানুষ বলেছেন:

২৮ শে মার্চ, ২০১৭ ভোর ৫:০৮

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ ভাই, এই হৃদ্যতা বেঁচে থাক অন্তরে মম চির অমলিন।

১০| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৯

প্রশ্নবোধক (?) বলেছেন: অনেক দিন আগে ফেইস রিডিং নামের একটা বই পড়েছিলাম।

২৮ শে মার্চ, ২০১৭ ভোর ৫:১০

মোহাম্মদ বাসার বলেছেন: জ্বী মুখ চোখ অনেক ক্ষেত্রেই মনের কথা বলে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.