![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
সাম্যবাদ
কিছু শামুক সম্ভুক গতিতে চলছে,
কিছু পিঁপড়া শামুকের উপর উপবিষ্ট;
শত গুন বৃহৎ আকৃতির শামুক
এতটাই নিরুপায় যে
মৃত্যুর আগেও তাকে
পিঁপড়ার দংশন মেনে নিয়ে
নিজের পিঠেই তাকে বয়ে বেড়াতে হয়।
কিছু মানুষ পিঁপড়ার মতো,
কিছু মানুষ মাটি কিংবা শামুকের মত;
কিন্তু এই কিছু পিঁপড়া মানুষ জানে না
এই সমস্ত মাটি কিংবা শামুক মানুষ
চাইলেই বৃষ্টির জলে
ধুয়ে কিংবা ডুবে যেতে পারে;
তখন পিঁপড়া মানুষদের
কান্নার ফরিয়াদ শোনার জন্য
কোন মাটি কিংবা শামুক মানুষ
অবশিষ্ঠ থাকেনা।
ঐসব জলে ধুয়ে বা ডুবে যাওয়া
মাটি কিংবা শামুক মানুষেরা
জল বা বৃষ্টির প্রতিটি ছোঁয়ায়
হয়ে ওঠে এক একটি দ্বীপ,
নদীতে বহতা পলি;
আকাশে বিজলীর গান।
অতঃপর পিঁপড়ে মানুষ বিহীন
মাটি ও শামুক মানুষের
স্বপ্ন নিয়ে জেগে ওঠে আরেক পৃথিবী,
যেখানে পরাশ্রয়ী পিঁপড়ে মানুষদের
কোন অস্তিত্ব নেই।
এটা হয়ত একটি স্বাপ্নিক পৃথিবীর কথা,
কেননা এসব স্বাপ্নিক মাটি ও শামুক মানুষ থেকে
পৃথিবীতে হয়ত কালের পরিক্রমায়
আবার জন্মে পিঁপড়ে মানুষ,
নতুবা মহান বলশেভিক বিপ্লবের পরেও
গর্বাচেভে-ইয়েলেৎসিনের মত বেজন্মা
সাম্যবাদের গান গাওয়া মানুষের দেশে
কি করে জন্মায়?
৯ই জুন ২০১৭
যুক্তরাজ্য।
২| ০৯ ই জুন, ২০১৭ রাত ৯:২৪
শাকিল১২৩৪ বলেছেন: সুন্দর হয়েছে।
৩| ০৯ ই জুন, ২০১৭ রাত ৯:৫৪
কুঁড়ের_বাদশা বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৭ রাত ৯:১২
আলপনা তালুকদার বলেছেন: সুন্দর!!!!