![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
পড়ে আছি এই সবুজ দ্বীপে,
বৃক্ষশোভন উদ্যান পাশে,
পাখির কলতান বৃক্ষের শাখে,
গাঙচিল ডানা মেলে দূরের আকাশে;
মনে হয় থেমে আছে, তাড়া নেই হারাবার
কিংবা প্রস্থানের নেই কোন বাসনা।
আমি চেয়ে থাকি, দেখি প্রান্তরের সবুজ বনানী
উড়ন্ত গাঙচিল, বিকেলের রঙমাখা সোনালী ঘাস
যেন শতাব্দীর আলস্য নিয়ে মোনালিসা ঝুলে আছে
ল্যুভরের পাথর দেয়ালে।
প্রান্তরের ঘাস শিশিরের চাঁদরে ঢেকে ঢেকে
অপেক্ষমাণ আরেকটি ভোরের;
আঁধার ঘনিয়ে আসে, জাগে চাঁদোয়া রাত,
মৃদুমন্দ বাতাসেও
এই সোয়ানসি শহর ছুঁয়ে যাওয়া সমুদ্র-স্রোত
অতটা ভদ্রতার মুখোশ পড়েনি এখনও।
এই ঢেউ, প্রান্তর ছুঁয়ে থাকা মানুষের লোকালয়
সুরের মূর্ছনা তোলে রাতের বাতাসে।
ঐ দূরের আলো মাখা ঘরে
সহাস্য রমণীর সুচিকণ কোমর ছোঁয়া ভারী নিতম্বে
হাত রাখা উন্মত্ত যুবক জানে না
আমিও তার কি ভয়ানক প্রতিপক্ষ এই আলোআঁধারিতে।
বেহুলা ওখানেই থেক, নেচে যাও এই খোয়াবী রাতে
আমি এই আলোজ্বালা ঘরেও
নিঃসঙ্গতার আঁধারের নিয়েছি শপথ।
যখন কমে আসে রাতের ব্যাপ্তি
টেবিলের খালি শিশি উপহাসে মেতে ওঠে
আমি নির্বিকার হেঁটে যাই
মেঝেতে পড়ে থাকা ফোটা ফোটা রক্ত মাড়িয়ে।
২০শে জুন ২০১৭
যুক্তরাজ্য।
২০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ দাদা, ভাল থাকুন। অনেক শুভেচ্ছা।
২| ২০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
বিজন রয় বলেছেন: আপনার এর পরের পোস্টি ২০০ তম হবে।
অভিনন্দন।
২০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
মোহাম্মদ বাসার বলেছেন: আপনি দিন দিন প্রিয় ব্লোগার থেকে প্রিয় মানুষ হয়ে উঠছেন। আমি নিজেই খেয়াল করিনা কটি পোস্ট আমি দিয়েছি। সর্বশেষ দেখেছিলাম একজন ব্লোগার যিনি এখন যথেষ্ট জনপ্রিয় তার পাঁচমিশালী নৈপূন্যতার জন্য ( আল্পনা তালুকদার) তিনি আমাকে ব্লেম দিয়েছিলেন আমি আমার লেখায় হরহামেশাই নাকি আমার ছবি ব্যবহার করি। ঐ সমস্য দেখেছিলাম আমার ১৬৪টি পোস্টে আমার নিজেরই একটি আবছা প্রাসঙ্গিক ছবি ব্যবহার করেছিলাম যাতে আমার চেয়েও বেশী ছিল গোধূলি কিংবা প্রকৃতি।
আজ আপনি মনে করিয়ে দিলেন আমার ২০০ তম পোস্টের কথা।
অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা।
ভাল থাকুন।
৩| ২০ শে জুন, ২০১৭ রাত ৮:০৫
নাগরিক কবি বলেছেন: পুরোটা মোটামুটি, তবে আলাদা করে দেখলে কিছু লাইন অনেক সুন্দর। প্রথম দিকটা আরো স্ট্রং করতে পারতেন।
২১ শে জুন, ২০১৭ রাত ৮:১২
মোহাম্মদ বাসার বলেছেন: কবিতার সব কিছুই কবিতা হওয়ার কি উপসর্গ? হয়ত দু' একটা লাইন একটা কবিতাকে বিস্ময়কর মাত্রায় নিয়ে যায়। আমি এখনও তার জন্য ব্যাকুল আগ্রহে বসে থাকি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ২০ শে জুন, ২০১৭ রাত ৯:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার লিখেছেন
ভাল লাগল
২১ শে জুন, ২০১৭ রাত ৮:১৩
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ আপা। আবারও কৃতজ্ঞতা এই অধমের অনুপ্রেরণার জন্য।
৫| ২০ শে জুন, ২০১৭ রাত ১০:৩০
বাংলার ডিলান বলেছেন: ভালো লাগলো অনেক ++++
২১ শে জুন, ২০১৭ রাত ৮:১৫
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ বব ভাই। শুভকামনা জানবেন।
৬| ২০ শে জুন, ২০১৭ রাত ১০:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: গভীর প্রেম মানুষকে নিষ্ঠুরও করে দেয়
মুগ্ধতা প্রকাশে।
++++
২১ শে জুন, ২০১৭ রাত ৮:২২
মোহাম্মদ বাসার বলেছেন: আমিও আজন্ম নিষ্ঠুর মানুষ। তারপরেও নিশ্চয় নিষ্ঠুরতার উলটো পাশে কিছু একটা আছে হয়ত!! নতুবা এই ছোট্ট জীবনে এত এত ভালবাসা কিভাবে পাই!! যারা আমার ভিতরের আমাকে ভালবাসে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা।
৭| ২১ শে জুন, ২০১৭ রাত ২:০৭
ভ্রমরের ডানা বলেছেন:
বেশ সাবলীল ও স্নিগ্ধকর কবিতা!
২২ শে জুন, ২০১৭ ভোর ৬:০৩
মোহাম্মদ বাসার বলেছেন: বেশ দেরী হয়ে গেল উত্তর দিতে ডানা ভাই, যা সেই শুরু থেকেই নিয়ম হয়ে উঠেছে। দুঃখিত। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
বিজন রয় বলেছেন: তন্ময়তা পেয়ে বসলে এমন ভাবালুতা আসে। আর এমন ভাব আসলে এমন কবিতা আসে।
আমি এই আলোজ্বালা ঘরেও
নিঃসঙ্গতার আঁধারের নিয়েছি শপথ।
যখন কমে আসে রাতের ব্যাপ্তি
টেবিলের খালি শিশি উপহাসে মেতে ওঠে
আমি নির্বিকার হেঁটে যাই
মেঝেতে পড়ে থাকা ফোটা ফোটা রক্ত মাড়িয়ে।
এখানে খুব ভাল লাগল।