![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
এক সময় আমি যখন ব্লোগে লিখতে শুরু করি আমার মধ্যে এক ধরণের উন্মাদনা কাজ করত, ভাবতাম এখানে লিখে লিখে আমি নিশ্চয় শরৎ বাবুর মত একদিন জনপ্রিয় হেন্ তেন হয়ে যাব। এপাড় বাংলা থেকে ওপাড় বাংলা সুনীল বাবুর মত আমাকে সবাই চিনবে।
কেইবা না চায় তার লেখা লোকজন পড়ুক, জানুক। আমিও তার ব্যতিক্রম ছিলাম না।
এই ভাবনায় আমার ছেদ পড়তে বেশী দিন লাগেনি। আমার লেখা প্রথম পাতায় আসার পঅর থেকেই ৬০-৮০ পড়ে। আমি মহা খুশী।
কবি টোকন ঠাকুর একজন বহুমাত্রিক লেখক। কবিতার পাশাপাশি তার অন্যান্য বিষয়েও যথেষ্ঠ লেখা লেখি আছে। এর প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা ১৫ এর বেশী। এই ভদ্রলোক সম্বন্ধে আমার জানার আগ্রহের প্রেক্ষাপট ভিন্ন। সেটা সময় ও সুযোগ পেলে অন্য কোন দিন আলোচনা করা যাবে যদি আলোচনার প্রেক্ষাপট তৈরী হয়।
ইনি মাঝে মাঝে কবিতা এখানে লেখেন। বেশীর ভাগ সময়েই কবিতা গুলো ২০/২৫ বারের বেশী পড়া হয়না।
গতকাল নরউইচ থেকে লন্ডনে গিয়েছিলাম। এখানকার জনপ্রিয় ৩ টি সাপ্তাহিকী সুরমা, জনমত ও বাংলাপোস্ট। প্রচারের দিক দিয়ে বাংলাপোস্টের অবস্থান প্রথম কিন্তু গুনগত মান নিয়ে আমার অতটা ধারণা নেই। আমার এই বাংলা পোস্টের ফিচার এডিটর ও সাংবাদিক হিসেবে আনুষ্ঠানিক জয়েনিং।
বাংলাপোস্টের পাশের অফিস সুরমা পত্রিকার। বেশ কয়েকজন প্রবাসী কবি ওখানে আছেন যারা পত্রিকাটির সাথে জড়িত। বাংলা পোস্টের চিফ এডিটর ব্যারিস্টার তারেক ভাই আমাকে বললেন 'চলুন আপনাকে ওখানেও একটু পরিচয় করিয়ে দেই। তিনি আরও বললেন 'এই কমিউনিটি অনেক জটিল, আগে ওরা ভাবুক আপনি ওদেরই লোক।' অনেক কথার ফাঁকে পত্রিকাটির সম্পাদক আমাকে বললেন 'মাঝে মাঝে আসুন। আমাদের এখানে কবি, লেখক ও কলামিস্টদের হরহামেশাই আড্ডা বসে। আগামী সোমবার আসবে নিউইয়র্ক থেকে ফকির ইলিয়াস।' আমার যাওয়া হবেনা তারপরেও আমি বিজ্ঞের ভান করে মাথা ঝোলালাম। যেতে পারলে ভাল হত। তরুণ বয়সেই কলামিস্ট, গল্পকার ও কবি হিসেবে নাম করে ফেলা এই গুনী ভদ্রলোকের সাথে কিছুক্ষণ কাটানোর সুযোগ হত।
বলাবাহুল্য বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকা যেমন প্রথম আলো, সমকাল, কালের কন্ঠ এসব পত্রিকায় উপরোল্লিখিত দুই ভদ্রলোকই পরিচিত মুখ। যে কারণে ফকির ইলিয়াছের নাম এখানে টানলাম তা হলো ইনি এখানেও কলাম বা মাঝে মাঝে কবিতা লেখেন। তার পাঠকের সংখ্যাও ৩০/৪০জন। আমার লেখার পাঠক ৬০-৮০। খারাপ কি? এর পর থেকে আমার লেখা কেউ পড়লেও আমি খুশী না পড়লেও আমি খুশি। কারণ এখন অব্দি আলোচিত ব্লোগের ব্যাপারটা একটু আঁচ করতে পারলেও আমার নির্বাচিত ব্লোগের ব্যাপারটায় নির্বাচিত হওয়ার মাপকাঠি কি আমার অজ্ঞাতই রয়ে গেছে।
ভাল থাকুন সবাই। শুভসকাল। যদি মাঝে মাঝে ব্লোগে আসি কথা হবে লেখালেখিতে, অতটা না আসতে পারলেও শুভ কামনা থাকবে সকলের প্রতি।
১৪ই জুলাই ২০১৭
যুক্তরাজ্য।
২| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫১
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ কাউয়্যা ভাই। লাভের চেয়েও বড় কথা এখানে অনেক নোংরামি আছে। গোষ্টিবদ্ধ কিছু চক্র আছে।
ব্লোগতো আর ফেইসবুক না। ফেইসবুকে কেউ 'হাগতে যেতে যেতে হাগতে ঢুকার আগেই লুঙ্গি খুইল্যা গেল। এই স্ট্যাটাসে ৫০০০ লাইক পড়তেই পারে। কিন্তু ব্লগেও এই ব্যাপারগুলো কিভাবে ঘটছে তা ভেবে আমি অবাক হই।
৩| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৯
আলপনা তালুকদার বলেছেন: মানুষ লেখালেখি করে প্রধানতঃ ৪ টি কারণে-
১. মানুষ লেখে মূলতঃ মনের আনন্দে। তার নিজের ভাবনা, অনুভূতি প্রকাশ করতে ভাল লাগে, তাই লেখে।
২. লেখা পড়ে মানুষ অনেক কিছু জানবে, জ্ঞান বাড়বে, উপকার হবে, সমাজ, রাষ্ট্র, তথা জীবনের নানা অসংগতি সম্পর্কে জানবে, সচেতন হবে তাই লেখে।
৩. লেখা পড়ে মানুষের চিন্তাভাবনা, মানসিকতা, ধারণা, আচরণ পরিবর্তন হবে। এভাবে ধীরে ধীরে সমাজ পরিবর্তন হবে সেজন্য লেখে।
৪. পাঠককে নির্মল আনন্দদানের জন্য লেখে, সুখ-দুঃখের নানা ঘটনা, চরিত্রের মাধ্যমে সমাজের নানা বিষয় তুলে ধরে মানুষকে বিনোদন দেবার জন্য লেখে।
৫. কেউ কেউ লেখে বিখ্যাত হওয়ার বা অর্থ উপার্জনের জন্য।
আমি লেখালেখিতে এসেছি আমার প্রিয় কিছু মানুষ, বন্ধুর জোরাজুরিতে। নাহলে হয়তো কখনোই কোথাও কিছু লিখতাম না।
আমি লিখি দেখার বা জানার জন্য যে, আমি বিষয়গুলোকে যেভাবে দেখি, যেখাবে ব্যাখ্যা করি অন্যরা সেভাবে দেখে কিনা। আমি জানতে চাই, আমি কোন ঘটনা যেভাবে বলছি, আমার লেখা পড়ার পর মানুষ নতুন করে ভাবুক সেটা ঠিক বলছি কিনা বা কি ভুল বলছি। অর্থাৎ চিন্তার খোরাক জোগানোর জন্য। নতুন করে বিষয়গুলো নিয়ে ভাবার জন্য। আমি ব্লগে লিখি অন্যদের ভাবনা জানার জন্যও। তবে নিজের লেখা নির্বাচিত বা আলোচিত ব্লগে না এলেও খারাপ লাগেনা। খারাপ লাগে অখাদ্য লেখা এলে।
তবে আমি কাউয়া ভায়ের সাথেও একমত। আর আপনাকে অভিনন্দন নতুন দায়িত্ব নেবার জন্য। শুভকামনা। ভাল থাকুন।
৪| ১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
সুমন কর বলেছেন: হুম, ব্লোগে লিখতে থাকুন, পড়তে থাকুন.....শুভ ব্লগিং।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪৪
কাউয়ার জাত বলেছেন: ব্লগিং করে আমার কোন ফায়দা হয়েছে মনে হয়নি। ক্ষতি হয়েছে ক্যারিয়ারের। এটা নেশার মত। বাদ দিতে পারলে সবচেয়ে ভাল।