নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

আধুনিক কবিতায় বরীন্দ্রনাথ

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

গুরুজী বাঁচিয়া থাকিলে যেরূপে এখনও কাব্য রচনা করিতেন ও তাহা শুনিয়া আমরা যেভাবে বিশ্লেষণ করিতাম----

রবীন্দ্রনাথের গদ্য রীতিতে কাব্যকথাঃ

'তোমাতে ভুলিতে
চরণ দুখানি বাঁধিয়াছি গাছে,
কি জানি কি অকারণে যদি মনে পরে প্রিয়া
আমি যেতে নাহি চাহি এই ভূতল ছাড়িয়া।

তুমি বর্ষার বরিষণে খুঁজিতে কদম-কেয়া
অযাচিত হস্ত খুলিয়া
পারনি খুলিতে হৃদয়, পাষাণে মম তব বাঁধিয়াছ মন
তুমি চলে গেছ দূরান্তের পথিকের মত
সে পথ চাহিয়া।,

তাই যত্রতত্র খুঁজিনি তোমায়
বাঁধিয়াছি ঘর এই আস্তাবলের কাছে,
যদি আস ফিরে হোক গোধূলী আমি যাবনা কাহারো টানে।
ও বধু মধুকুঞ্জবনে এ বেলা আবহেলায় ভাসে,
তোমার বিহনে এ জীবনে নাহি কভু পূর্ণতা আসে;
তুমি আমারও লাগিয়া এস
আমি আছি বসিয়া তোমারো লাগিয়া এখনও
আস্তাবলের কাছে।

এ জীবনে হায় কলসীর মত দেখিয়াছি তোমার যৌবন
ভরা কলসী না খাক কাকে কভু
শুঁকায় সে জল সমীরণে অবেলায়।'

কবিতার বৈশিষ্ট্যঃ
--শ্রুতি মধুরতা
-- প্রাঞ্জল শব্দবিন্যাস
--সাহিত্যের গূঢ় রহস্য ধারণ
-- দর্শন শাস্রের যথার্থ প্রয়োগ জীবনের প্রাত্যহিকিতায়।

২৬শে সেপ্টেম্বর ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৫

লোনার বলেছেন: কবিগুরু সম্বন্ধে নাহয় আরেকটু জ্ঞানলাভ করে আসুন:
view this link

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

মোহাম্মদ বাসার বলেছেন: আমি জানতুম তুমি হে মাধব শুধাবে আমারে তাহা পাইলে ক্ষণিক অবসর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.