![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
তেমন কোন স্মৃতি নেই
ঐ চোখে যতটুকু ঘোর
তাতে নেশা, নেই তাতে ততটুকু বোধ!
ঘোর লাগা ওরকম চোখে
কেন তুমি তাকাও এদিকে সেদিকে?
এই রাত শেষ হয়ে যাবে,
কয়েকটা দিন পরে আবার যখন দেখা হবে
এমন ঘোর লাগা রাতে
এর মাঝে হয়ত দেখা হবে দিবালোকে অসংখ্যবার;
আমরা পাশাপাশি হেঁটে যাব
কিংবা মুখোমুখি অতিক্রমণ্য রাস্তায়
অদৃশ্য হয়ে যাব দু'জনে দু'দিক অচেনা মানুষের মত,
যেন কেউ কাউকে কোনদিন দেখিনি।
এমন ভাব্বার কোন ব্যাপার নেই যে এটা কাকতালীয়,
হয়ত আবার কোন ঘোর লাগা রাতে
আমাদের অসংখ্যবার দেখা হওয়ার মত
আবার দেখা হবে,
আমাদের চোখে ঘোর, ঠোঁটে কামনা
যখন ফিরে যাব ঘরে আমাদের মস্তিষ্ক স্মৃতিহীন;
যেন আরেকটি সন্ধ্যায় আবার যখন আমাদের দেখা হবে
আমরা ভেবে নেব
আমরা কখনো কাছাকাছি হইনি,
কাছাকাছি হয়ে চোখে ঘোরের মুগ্ধতার
আমাদের তেমন কোন স্মৃতি নেই।
৭ই অক্টোবর ২০১৭
যুক্তরাজ্য।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:১৩
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ অবণি, দেরীতে উত্তর দেয়ায় ক্ষমা প্রার্থনা করছি।
২| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩২
মলাসইলমুইনা বলেছেন: অস্থির সময়ের কবিতা আর পাত্র পাত্রী ! কিন্তু স্থির মননে দেওয়া ভালো লাগার ধন্যবাদ নিন |
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:১৬
মোহাম্মদ বাসার বলেছেন: এটা পশ্চিমা কালচারের এক অবিচ্ছেদ্য অংশ। সপ্তাহে দুইদিন এভাবেই উল্লাসে কাটে ওদের, বাকী ৫ দিন চোখ কান বুজে কাজ করার একটা টনিক এটা বলা যায়।
মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকুন।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪২
কালীদাস বলেছেন: কবিতার চেয়ে কবিতার কভারের ছবিটা বেশি ইন্টারেস্টিং লাগল
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:২১
মোহাম্মদ বাসার বলেছেন: ছবিটা কিন্তু ওয়েব থেকে নেয়া না। আমার নিজের তোলা। এটা স্কটিশ হাইল্যান্ডের এক নৈশক্লাবের ড্যান্সফ্লোরের দৃশ্য। আমি মাঝে মাঝে যাই, কখনো সামান্য হুইস্কি আর কোক কিংবা কখনো ভোদকা আর কোক খেতে খেতে আমিও ড্যান্সফ্লোরের পাশের উচু চেয়ারে বসে থাকি আর কিছু লেখার চেষ্টা করি,
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৩
অবনি মণি বলেছেন: ঐ চোখে যতটুকু ঘোর
তাতে নেশা, নেই তাতে ততটুকু বোধ!
ঘোর লাগা ওরকম চোখে
কেন তুমি তাকাও এদিকে সেদিকে?