নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

মোহাম্মদ বাসার

আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।

মোহাম্মদ বাসার › বিস্তারিত পোস্টঃ

সামুব্লোগঃ উদ্ভট উটের পীঠে চাপানো সাহিত্যে বাক্স

১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩০





এফবিতে আমার বন্ধু সংখ্যা সামান্য। এদের মধ্যে অনেকেই আছেন প্রতিযশা কবি, লেখক, সাংবাদিক ও শিক্ষক ও অন্যান্য পেশার লোকজন।
কবি ও ছড়াকার সাজ্জাদ হোসেন এদের মধ্যে একজন। ভদ্রলোক ইউনিভার্সিটি লাইফে আমার ২ বছরের জুনিয়র। পড়তেন জার্নালিজমে। চাকুরী করেন ইত্তেফাক পত্রিকায় সিনিয়র সাংবাদিক হিসেবে। দৈনিক ইত্তেফাক পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় নিয়মিতই তাঁর ছড়া ও কবিতা প্রকাশিত হয়।
বললাম, ভাই একটা কবিতা দিন, সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে সামহোয়ারইনব্লগ এ দেব। জিজ্ঞেস করল উদ্দেশ্য কি? আমি বললাম ঐ ব্লোগে আমার ২য় এক্সপেরিমেন্ট চালাব। জিজ্ঞেস করল প্রথমটা কি ছিল? আমি বললাম প্রথমটা ছিল কিভাবে আলোচিত ব্লোগে লেখা আসে তা ফাইন্ড আউট করা। ২য় টা নির্বাচিত ব্লোগে কাদের লিখা আসে এবং কি কারণে আসে ও সম্পাদকের লেখা বিচারের ক্ষমতা কতটুকু আছে তা পরীক্ষা করা! সাজ্জাদ হোসেন বললেন দাঁড়ান ২২/০৯/২০১৭ দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত কবিতাটা দিচ্ছি। আমি বললাম নিশ্চয়ই।
২৪ ঘন্টা পরে দেখলাম ৫টি কমেন্ট আসছে। এর মধ্যে রাজীব নূর ও আরেকজন প্রায় বলেই দিলেন এইগুলি তেমন কোন কবিতাই না। মাত্র কিছু মানুষ পড়েছে। সামহোয়ারইনব্লগ এটা নির্বাচিত পোস্টেও নেয়নি। আরও কিছু কবিতা সাজ্জাদের কাছ থেকে এনে এখানে পোস্ট পোস্ট করতে পারতাম। কিন্তু আমি এতদিনে বুঝেগেছি সামহোয়ারইব্লগের সম্পাদক পরিচালকগন কিছুদিন লেখালেখির পরেই নতুন আগন্তুকদের মধ্যে কিছু কিছুকে টার্গেট করেন, পরবর্তীতে ঐ সমস্ত টার্গেটেড লোকজন হাবিজাবি কবিতা, গল্প, আর্টিকেল, ছবি যাইকিছু দেকনা কেন তা তারা নির্বাচিত পোস্ট হিসেবে ছাপিয়ে দেয়।


এই ব্লোগে মাঝে মাঝে লেখেন ফকির ইলিয়াছ, টোকন ঠাকুরের মত প্রতিযশা কলামিস্ট ও কবিরাও। আমি কোনদিনই এদের লেখায় কাউকে তেমন কমেন্ট করতেও দেখিনি কিংবা পড়তেও দেখিনি। অথচ এদের লেখা আর্টিকেল ও কবিতা মানুষ পেপারে ছাপানোর পরে পয়সা দিয়ে পড়ে। এই জন্যই বলা হয় বিনা পয়সার সন্দেশকে মানুষ চাড়া ভেবেই অবজ্ঞা করে। আসলে এই ব্লোগে যে শুধু সম্পাদকরাই বিচার বিশ্লেষণ করার অক্ষমতার দোষে দুষ্ট তা নয়, লেখক ও পাঠকরাও বিভিন্ন শ্রেনীতে বিভক্ত হয়ে শুধুমাত্র নিজেদের অসুস্থ শ্রেনী বিকাশে তৎপর।
এত বিশাল একটা প্লাটফর্মকে সামহোয়ারইনব্লগ চাইলে পিজিটিভলি ব্যবহার করতে পারতো, কিন্তু আফসোস এর পরিচালকরা অনেকটা হয়ে গেছে বাঘের উপর চেপে উঠা সওয়ারীর মত। না পারে এটা থেকে নামতে, না পারে চালাতে।
সামহোয়ারইনব্লগের দ্রুত আরোগ্য কামনা করছি।

১০ই নভেম্বর ২০১৭
যুক্তরাজ্য।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

২৪ ঘন্টা পরে দেখলাম ৫টি কমেন্ট আসছে

এটাকে একটু পজিটিভলি দেখতে হবে। আপনার এই তথ্য বিশ্লেষন করে আমি যা পাচ্ছি তা হচ্ছে, আপনি যে ধরণের লেখা দিয়েছিলেন সেই ধরণের পাঠক সীমিত ভাবে লগইন করেছিলো ঐদিন।

এখানে মনে রাখা জরুরী যে, ব্লগে বিভিন্ন ধরণের পাঠক থাকেন। সবাই সব দিন লগ ইন করেন না। আপনি যে ধরণের লেখা দিয়েছিলেন, পরের দিন আবারো একই ধরণের লেখা দিয়ে নিজের লেখাগুলোকে একটু যাচাই করতে পারতেন।

আরেকটা কথা, ব্লগে প্রথম পৃষ্ঠায় একটি লেখা সর্বোচ্চ ৩ ঘণ্টা থাকে। এই সময়ের পরে লেখা অন্য পৃষ্ঠায় চলে গেলে পাঠকের দৃষ্টি আকর্ষনের সম্ভাবনা অনেক কমে যায়।

আপনাকে নিয়মিত লেখা পোস্ট করতে হবে নিউমিত পাঠক পেতে হলে।

একবার পাঠক পেলে, আস্তে আস্তে লেখার সংখ্যা কমিয়ে আনতে হবে। তারপর, পাঠকই অনুরোধ করবেন আপনাকে লেখা দেওয়ার জন্যে।

এখানে একটা কৌশল মনে হয় খুব ফলপ্রসূ। তা হচ্ছে- প্রথম দিকে পোস্টগুলোর কলেবর ছোট করে বেশি পোস্ট দিতে হবে। দিনে ১টা করে। এরপর, যখন আপনি পরিচিত হয়ে যাবেন, তখন্‌ পোস্টের আকার বৃদ্ধি করে সংখ্যা কমিয়ে দিবেন।

বিশ্বের নামকরা ব্লগাররা এভাবেই প্রতিষ্ঠিত হয়েছেন। তাই, এই স্ট্র্যাটেজি একবার ফলো করে দেখুন কি হয়। তারপরও না পেলে তখন অভিযোগ করতে পারেন।

আপনার প্রতি শুভ কামনা।

২| ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আরেকটা কথা, আপনার ব্লগ পরিসংখ্যান বলছে, আপনি অনেক কম কমেন্ট করেন। এটা অন্য ব্লগারদের অনুটসাহিত করে আপনার পোস্টে কমেন্ট করার ব্যাপারে।

আর, প্রিয় লেখকদের অনুসরণও করছেন না।

ধন্যবাদ।

১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৬

মোহাম্মদ বাসার বলেছেন: এখানে অনুসরণ করার ব্যাপার কতটুকু আছে? আমিতো ভাল লেখা পেলেই পড়ি। কার লেখা তা অতটা গুরুত্বপূর্ণ না।

আমার কথা সেখানে না, আপনি মনে হয় আমার পয়েন্টটা ধরতে পারেননি। আমি কিন্তু এই অনলাইনের এডিটরদের কথাই বলেছি বেশী। এরাতো আর পাঠক না যে যার লেখা ইচ্ছা পড়লাম আর যারটা ইচ্ছে হল পড়লাম না। এরা যখন নির্বাচিত লেখার জন্য বিবেচনা করে তখন নিশ্চয় সবার লেখাই দেখে।

কিন্তু তাতো এরা করেনা। তাই আমি ইচ্ছে করেই জাতীয় দৈনিকে প্রকাশিত সাজ্জাদের কবিতা দিয়েছি, যাতে বুঝতে পারি ওদের অভিব্যাক্তি কি হয়। যা ভেবেছিলাম তাই।

ওদের আসলে ভাল লেখা কিংবা কোনগুলো কবিতা বা কবিতা না তা বিবেচনার যোগ্যতাই নেই। দেখেন না দুই পাগলের কমেন্ট স্ক্রিনশর্ট দিয়ে দিলাম।

৩| ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪

শায়মা বলেছেন: কমেন্ট, কমেন্টার, মূল্যবান কমেন্ট কিংবা কমেন্টের জন্য কমেন্ট বা শুধু পরিচিতির জন্য কমেন্ট। ব্লগে এসব কিছু মানে এমন অনেক কিছুই নির্ভর করছে কমেন্ট পাবার ক্ষে্ত্রে।
একজন প্রতিষ্ঠিত ব্লগার বা লেখক যিনি সুপরিচিত, আলোচিত, সমালোচিত, বিখ্যাত কিংবা কুখ্যাত যাই হোক না কেনো শুধু মাত্র এই পরিচিতির জোরে যেমনই বেশি কমেন্ট পেতে পারে তেমনি আলোচিত সমালোচিত হতে পারেন এমনকি এই পরিচিতিই তাকে আলোচিত পাতা ও নির্বাচিত পাতায় পৌছে দেবে। এটুকু বুঝতে যে কোনো মানুষেরই বেশিদিন লাগবার কথা নয়।

এখন এই সুপরিচিতির কিছু বৈশিষ্ঠ আছে-
১. লেখক বা ব্লগারকে লেখনী অব্যাহত রাখতে হবে। আজ লেখা দিয়ে ৬ মাস বা এক বছর পর দিলে কেউ তাকে মনে রাখবেনা সে যতই ভালো লিখুক না কেনো তার লেখনীর সাথে সকলের পরিচয় থাকবে না যে ইন্টারেস্ট নিয়ে খুলে দেখবে।

২. কেউ যদি ভেবে থাকেন তিনিই ভালো লিখেন তাই সবাই পড়বে কিন্তু আমি কারোটা পড়লে বা মন্তব্য করলে আমার জাঁত যাবে তাই গুরু গম্ভীর ভাবে ভাব ধরে থাকবো তবে সেটাও এই ব্লগে ভুল পদক্ষেপ হবে।

৩. একে অন্যের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ একটি ব্লগীয় বৈশিষ্ঠ কাজেই এই ধারা মেইনটেইন করে চললেই একে অন্যের লেখা পঠিত হবে, সমালোচিত হবে এমন আলোচিতও হবে। অসহযোগী আচরণও আপনাকে আলোচিত পাতায় নেবে হয়তো কিন্তু বেশিদিন টেকা যাবে না এইভাবে।



এই সব কেবলি ৩ টি তরিকা বা বৈশিষ্ঠ বললাম এমন হাজার হাজার বৈশিষ্ঠ আছে যা অভিজ্ঞ ব্লগারগণ আমার চাইতেও ভালো জানেন। কাজেই বড় বড় লেখকদের লেখা পত্রিকায় যতই প্রকাশিত হোক। তারা যদি পাঠক সমাদর না করেন বা তার লেখা পড়ে অন্যের মতামত ভালো লাগা বা মন্দ লাগার মূল্য না দেন তিনি ব্লগে চাপা পড়ে যাবেনই। আমরা এইখানে কাউকে দিয়ে জোর করেও কিছু পড়াতে পারিনা। জোর করে কমেনটও করাতে পারি না।


কাজেই আলোচিত পাতা এসবের উর্ধে না এমনকি নির্বাচিত পাতাও কিছুটা এই নীতি ও বৈশিষ্ঠের অংশীদার বলে আমার মনে হয়। এডিটর মডারেটর কতগুলি ব্লগ পড়েন আমি জানিনা তবে আমরা পাঠকেরা তার চাইতে কয়েক গুন বেশি পড়ি বলে আমার মনে হয়। কাজেই পাঠকদের মূল্য এইখানে অনেক বেশি।

এই শত শত লেখার মাঝে মডারেটরের দায়িত্ব নির্বাচিত পাতাতে সীমাবদ্ধ। আলোচিত পাতাতে নয় কাজেই কমেন্ট কমেন্টার বা আলোচিত পাতা পাঠকের হাতে।


মডারেটর মডারেট করবেন অশালীন আচরণ ও নির্বাচিত পাতা।

অনেক অনেক শুভকামনা ভাইয়া।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১২

মোহাম্মদ বাসার বলেছেন: শায়মা আপা আমার প্রশ্নের মূল কথাটা আপনি এড়িয়ে গেলেন। সামুর যে মডারেটরেরা লেখা নির্বাচন করেন তা কিসের ভিত্তিতে করেন?

আমি নিশ্চিত তারা তা লেখার গুন দেখে করেন না। করেন সামুর প্রতি কারা কতটুকু নিবেদিত তা বিবেচনায় রেখে। নতুবা এমন অনেক লেখা আমি দেখছি যা হয়ত সময় করে পড়তে বললে যে নিজে লিখেছে হয়ত সে নিজেই পড়বে না।

নির্বাচিত মানে নির্বাচিত, যা ভাল তাই সামু ছাপাবে, কিন্তু সামুর যদি তা বিচার বিশ্লেষণের ক্ষমতাই না থাকে তাহলে তারা তা কেমন করে করবে?

যাইহোক সামুতো আর পত্রিকা না যে লেখার মান বিবেচনায় রেখে তা ছাপাতে হবে। যাকে দিয়ে লাভ বেশী তার লেখাই ছাপাবে এইটাই স্বাভাবিক।

আমি সত্যিই ভাবতাম সামুর হয়ত সাহিত্য বোঝার মত লোকবল আছে।

৪| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৩

সুমন কর বলেছেন: যারা পত্রিকায় লিখেন, তারা কিন্তু সামুতে মন্তব্য করেন না। তাই সামুতে সেভাবে পরিচিত হয়ে উঠতে পারেনি।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৮

মোহাম্মদ বাসার বলেছেন: যারা পত্রিকায় পত্রিকায় লেখেন তারা হয়ত অনেকেই জানেননা সামু নামে কিছু একটা আছে। সামুতে সময় দেয়ার মত সময় হয়ত অনেকেরই নেই। আর সামুতে পরিচিতি পাওয়ার যে তকমা তাতো অনেকটা বালুতে দা ঘষার মত ব্যাপার। নিজের খেয়ে অনেকেই হয়ত সেই বনের মেষ তাড়াতে চায় না।

কোন লেখক সামুর কারণে হুমায়ূন আহমেদ, মিলন, হেলাল হাফিজ, রুদ্র বা নির্মেলেন্দুগুন হয়ে গেছেন বা হতে পারবেন এমনটা কখনো শুনিনি।

৫| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

করুণাধারা বলেছেন: দারুন পর্যবেক্ষণ। সম্পূর্ণ একমত আপনার সাথে। ধন্যবাদ জানাচ্ছি একাজটি করেছেন বলে।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২২

মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ করুণাধারা। যদি সত্যি সত্যি একমত হয়ে থাকেন তাহলে নিশ্চয় বুঝে গেছেন শুভকংরের ফাঁকিটা আসলে কোথায়। সামুর উচিৎ তথাকথিত অযোগ্য লোকদের দ্বারা পরিচালিত নির্বাচিত পাতা বন্ধ করে দেয়া।

৬| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫০

মলাসইলমুইনা বলেছেন: আপনার অভিযোগটা খুব জেনেরেলাইজড হয়ে গেছে | আপনি যাদের কথা বলছেন প্রতিযশা কলামিস্ট ও কবি তাদের লেখার একটা নির্দিষ্ট ধাঁচ (নির্দিষ্ট এরিয়া আছে লেখার সেটাও হতে পারে) আছে | যারা এদের লেখা বেশি পছন্দ করেন তারা নিশ্চই এদের লেখায় কমেন্টস করেন | কিন্তু সবারই তাদের লেখাগুলোতে কমেন্টস করতেই হবে এই চিন্তাটা মনে হয় খুব একটা প্রাগমাটিক নয় |

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৫

মোহাম্মদ বাসার বলেছেন: আপনার সাথে সহমত। কিন্তু পোস্টের মূল প্রতিপাদ্য বিষয়টি আপনি নিশ্চয় খেয়াল করেননি। আমার কথা ছিল নির্বাচিত পাতা নিয়ে। আমি মনে করি লেখা না পারস্পারিক সম্পর্কের উপর ভিত্তি করেই সামু নির্বাচিত পাতায় লেখা দেয়। ওদের যোগ্যতা নেই ভাল লেখা বোঝার।

৭| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

সুমন কর বলেছেন: কিছু মনে করবেন না; তারা যদি নাই জানে সামু নামে কিছু একটা আছে, তাহলে এই সামুতেই লেখা দিতে আসে কেন ???

নির্বাচিত পাতা নিয়ে অভিযোগ ছিল, আছে এবং থাকবে....সুতরাং নির্বাচিত পাতা বাদ দিয়ে আপনি ভালো লেখাগুলোই খুঁজে খুঁজে পড়েন। যেমনটি অনেকেই করে থাকে।

৮| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৩

কালীদাস বলেছেন: নির্বাচিত পাতা নিয়ে অনেক সময়েই অনেকে কমপ্ল্যান করেছে। কবিতা তেমন একটা পড়িনা, কাজেই খুব জোর গলায় কিছু বলতে পারছি না। আপনার পড়ার হেবিটটা জেনে ভাল লাগল, আমি নিজে নির্বাচিত পাতা দেখিনা সাধারণত, বরং ফার্স্ট পেজের সব লেখা চেক করতেই পছন্দ করি পেছনের লিংক ঘাটানোসহ।

৯| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

জাহিদ অনিক বলেছেন:

ফকির ইলিয়াস সব সময় রাজনীতি নিয়ে কাঠখোট্টা কলাম লিখেছেন, এমনটাই দেখেছি। রাজনৈতিক অনেকের ভাল নাই লাগতে পারে। তবে অন্য একটা ব্লগে ওনার একটা কবিতা পড়ে বেশ মুগ্ধ হয়েছিলাম।


টোকন ঠাকুর গত এক কুড়ি পোষ্টে কাটা দ্যা ফ্লিম ম্লিম ছাড়া কিছুই লিখেন নাই !!!!!

আপনার দাবী তাই অযৌক্তিক।

আর হ্যাঁ, পরিচিত ব্লগারেরা পরিচিতদের মন্তব্য করবেন এটাই স্বাভাবিক; প্রশ্ন হচ্ছে আপনি সেই পরিচিত ব্লগারদের মধ্যে নেই কেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.