![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
কবিতাগুলো অতি সম্প্রতি লেখা। বেশ কিছু দিন ব্লোগে আসা হয়নি বলে পোস্ট করা হয়নি।
আপনাদের ভাল লাগুক এই প্রত্যাশায়।
ক।
দু'টো কবিতাঃ
নির্বাসন-১
সন্ধ্যে নেমে এলে তুমিও ওমুখো হও,
হেঁটে যাও কিছুটা,
তারপর হয়তবা কিছুটা পথ হুডখোলা রিক্সায়।
বিপণীবিতানের কাছ ঘেষা মানুষেরাও ওখানে যায়,
কারো কারো চোখে তোমার চোখ,
কারো কারো চোখ তোমার চোখে।
অতঃপর তুমি যেপথ মুখো হও
সে পথ সবার অজ্ঞাত;
ফিরে আসার সময়
সবাই চেনা পথে ফিরে আসে,
তুমিই শুধু অচেনা বাড়িতে রয়ে যাও
একাকী, নির্বাসিত।
নির্বাসন-২
বাসস্টপে বসে আছো একা;
এই হলদে আলোর শহরে
তোমার নীলাভ নির্বাসন,
ঘরেইবা কে আছে অপেক্ষায়?
জানালায় ছোঁ মারে
সলাজ মেঘের ডানায় ভর করা বাতাস।
রঙিন জলে ভেসে ওঠে বুদ্বুদ,
সন্ধ্যের অন্ধকারে
এক ঝাঁক জোনাকী ও কিশোর
হেঁটে যায় দূরের পথ
পাশাপাশি, পাশাপাশি...
১৩/১২/২০১৭
যুক্তরাজ্য।
খ।
আমি আর ফিরবোনা
একদিন পাখির পালকে এঁকে নেব
মেঘেদের বাড়ি,
পাহাড়ের কোলজুড়ে তুমি-আমি
মানুষের লোকালয় ছেড়ে বহুদূরে;
ফিরবোনা এ শহরে আর!
যতই ডাক তুমি
শাখের করাতে নীলকণ্ঠ পাখি
শুধুই কাতরায়,
আমি ফিরবোনা এ শহরে আর।
৫/১১/২০১৭
যুক্তরাজ্য।
গ।
অণুকাব্যঃ
প্লাবন
কলমীর শুভ্র ফুলে ছেয়ে আছে
বর্ষার শেষে জেগে ওঠা ক্ষেত,
আবাদের আয়োজনে কৃষকের নাঙল;
জং ধরা শরীর তার নড়েচড়ে ওঠে।
তোমার জমিনে নোনা ধরে গেছে মেয়ে
সমুদ্র প্লাবন আর কতদূর!!
৩রা জানুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।
ঘ।
এক।
কেন এমন হয়?
আলোর পাহাড় ভেঙে বালিকা হেঁটে যায়
আমি তার পিছু যাই,
যখন কাছে যাই, দেখি
আকাশের পিরামিডে শুয়ে আছে
শতাব্দীর পুরোনো কফিন!
ওখানে প্রেম নেই
জলের কুয়াশায় ভেজে পাথুরে দেয়াল।
দুই।
একদিন তোমার চোখে যখন শ্যাওলা পড়বে
তখন তুমি বিষণ্ণ পড়ে থাকবে একাকী,
মাছেদের বাঁচার জন্যে
পানিতে শ্যাওলার কৃত্তিম প্রজননের প্রয়োজন,
তবুও তুমি বিষণ্ণ একাকী।
একাকিত্ব ছোট্ট পার্সেলে নিয়ে হেঁটে যাও পাহাড় অবধি
ওখানে নীল মেঘ শুয়ে আছে মাটির জমিনে;
তুমি তাকে মাড়িয়ে এখনো খুঁজে ফিরো
শিশিরের নেকলেস।
১লা ডিসেম্বর ২০১৭
যুক্তরাজ্য।
ঙ।
কাছে পেলে প্রেমিক হতে হয়
কাছে এলেই ছুঁতে ইচ্ছে করে,
প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই শিল্পের
তবু যখন ছুঁয়ে যাই অধর,
ওষ্ঠের ভাজ, নাভিমূল, চোখের পালক
বড় আফসোস হয় লুভরে ঝুলে থাকা মোনালিসায়;
লিওনার্দো বড় বেশী সেকেলে তুমি,
মূর্তিমান জীবন্ত যৌবন পেয়েও
তুমি নিষ্কাম প্রেমিক সেজেছো বিষণ্ণ ক্যানভাসে।
কাছে পেলে যে মানুষের বিচ্যুতি ঘটেনা প্রেমিকে
যে মানুষ তখনও হয়ে থাকে সভ্যতার স্বলাজ খোলস
সভ্যতার অভিশাপেই সে একদিন নির্বংশ হবে।
কাছে পেলে প্রেমিক হতে হয়;
প্রতিটি প্রেমিক তখন দানব,
প্রতিটি প্রেমিকা তখন দানবী;
সৃষ্টি মানেই ধ্বংসের অনিবার্যতা
ট্রয় ধ্বসুক, ধ্বসে যাক, ওদিকে তাকিও না
তুমি শুধু অপেক্ষায় থাক প্রেয়সীর,
পানপাত্র ওষ্ঠে নিয়ে শুধু মনে হোক
সামান্য মৃত্যুর চেয়েও
এ প্রেম বড় বিস্ময় আপন।
কাছে এলে প্রেমিক হতে হয়
বিশ্বাসে, বিস্ময়ে, কামে...
৩০শে নভেম্বর ২০১৭
যুক্তরাজ্য।
চ।
অণুকাব্যঃ
সরীসৃপ
কোমড় থেকে খুলে দাও কাপড়ের গিঁট,
জলের শ্রাবণ নামাও
গভীর গোপন বাঁকে;
এই তিথী ফুরানোর আগেই জেনে নাও
আরেক তিথীতে
কতটুকু জল চায় অচেনা সরীসৃপ।
২৩ শে নভেম্বর ২০১৭
যুক্তরাজ্য।
ছ।
এক।
ফিরে না আসা
জানালায় বৃষ্টির দাগ মুছে যায়,
পথে পথে প্রতিদিনের পদচিহ্ন মুচ্ছে যায়;
তুমি আমার পাশাপাশি বসে আছ
তুমি তোমাকে মুছে দিয়ে আমার পাশেই বসে থাক।
আমরা একটু বেলা গড়ালেই উঠে পড়ি,
আস্তে আস্তে হেঁটে যাই
পাশাপাশি অবিন্যস্ত যেমনটা মাঝে মাঝে হেঁটে যাই,
আমরা আমাদের ছেড়ে হেঁটে যাই।
আমাদের ফিরে আসতে হয় শেষ ফিরে যাওয়ার জন্য,
তারপর একদিন ফিরে যাই নির্ভেজাল নির্লিপ্ত
আর কোনদিন ফিরে না আসার জন্য।
দুই।
অপ্রয়োজনীয়
আমাদের সন্মুখে কিছু নেই
কারো সন্মুখেই আসলে কিছু থাকে না,
আমাদের সন্মুখে যা আছে
আমরা না থাকলেও তা থেকে যায়।
এই কিছু যা থাকার মত আছে তার জন্যই
আমরা আমাদের প্রয়োজনীয় ভাবি,
একদিন এইসব প্রয়োজন আমাদের অপ্রয়োজনীয় মনে হয়;
তারপর আমাদের কাছে আর আমাদের প্রয়োজনীয় মনে হয়না।
আমরা তখন প্রয়োজনের আপেক্ষিকতা নিয়ে
অপ্রয়োজনীয় আলোচনার আয়োজন করি।
১৯শে নভেম্বর ২০১৭
যুক্তরাজ্য।
জ।
একগুচ্ছ গোলাপ
একটু একটু করে
উড়ো গাঙচিলের কাছে স্বপ্ন ফেরি করে
যখন ঘরে ফিরে খাবার টেবিলে দেখি
দুঃস্বপ্নরা জুড়ে আছে সমগ্রটা,
তখন নিজেকেই নিজে সুস্বাদ পানীয় ভেবে
গিলে ফেলি পুরোটাই।
খালি শিশি উপহাসে খেলা করে জানালার কাঁচে
চাঁদ যদি অভিমানে ঝরে যায় রাত্রী শেষের আগেই
তাই পর্দা ফেলিনা এ ঘরে,
তুমি এসে দেখে যাও প্রিয়তমা
নারীর প্রেমে নয়
আত্মমোহনেই এ কবি আজ পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক।
তবু এই পদ্য তোমাদেরই জন্য
যারা ভালবেসে বেসে হিসেব করনি প্রাপ্তি কিংবা ঋণ,
জীবনের কানাগলি শিখায়নি চাতুরতা;
এই পদ্য তোমাদেরই জন্য
যারা সম্ভোগ শেষেও
একগুচ্ছ গোলাপের জন্য
একটি ফুলদানি রেখে দাও টেবিলের পাশে।
৮ই অক্টোবর ২০১৭
যুক্তরাজ্য।
এমন হেমন্তে
কুয়াশার আঁচড়ে স্মৃতি চিনহ এঁকো
মনের দেয়ালে লিখে রেখ নাম,
বেভুলো বসন্তে ফুল ধরে বল
এইবার ভালবাসিলাম।
রাত্রি নিশিথে একাকী জানালায়
দূরের ল্যাম্পপোস্টে আলোর জোনাকী,
ছুঁয়ে দিও অধর মহুয়ার ভ্রমে
ভেবে নিও আমিও ছিলাম।
আলোর আঁচে দুলে উঠে পাপড়ি
অচল জমিনে আগাছার বাস,
নিপুণ কৃষকে নাঙলের কুটুই
চাষাবাদ দিও বারোমাস।
এমন হেমন্তে দূর্বার ঘাসে,
শিশির রোদে মাখামাখি ভোরে
হয়ে যেও কাম, লেডিবাগ পোকা
জলের উপরে শুঁকনো পাতা
কাছাকাছি যেভাবে ভাসে।
১৯শে অক্টোবর ২০১৭
যুক্তরাজ্য।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৬
মোহাম্মদ বাসার বলেছেন: রাজীব নুর ভাই এখনওওতো তৃতীয় বিশ্বযুদ্ধ বাধেনি যে নজরুলের মত তেজী ভাব আসবে! কাজেই কবিতায় ভালবাসা, বিরহ, বিচ্ছেদ, কম্পলেক্স ইন লাইফ, দেশপ্রেম তাই থাক।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২০
অলিউর রহমান খান বলেছেন: আমি সব কবিতা ছোঁয়ে দেখেছি। আমার ভীষণ ভালো লেগেছে।
ধন্যবাদ সুন্দর সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৩
মোহাম্মদ বাসার বলেছেন: ধন্যবাদ অলিউর রহমান ভাই। আপনার মূল্যবান মূল্যায়ন নিশ্চয় অনুপ্রেরণা যোগাবে। ভাল থাকুন।
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৮
মানুষ বলেছেন: সুন্দর।
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৪১
মোহাম্মদ বাসার বলেছেন: ভাল লাগার জন্য শুভেচ্ছা জানবেন। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: একটু তেজী মনোভাব নিয়ে লিখুন। নজরুমের মতো।