নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রষ্টা ও আমার মত

অন্ধ বিশ্বাস নয় বরং যুক্তিতে বিশ্বস্ত

মোজাম্মেল97

অন্ধভাবে নয় বরং যুক্তিতে বিশ্বস্ত

মোজাম্মেল97 › বিস্তারিত পোস্টঃ

ফোটে যে ফুল আধার রাতে.....

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৩

ফোটে যে ফুল আধার রাতে.....

ঝরে ধুলায় ভোর বেলাতে....

আমার প্রিয় কাজী নজরুল ইসলামের গানটির লাইন দুটি আজ ভীষণ প্রিয়, ভীষণ সত্য মনে হচ্ছে। আমি নিজেই তার প্রমাণ। একটা দীর্ঘ দিনের পালিত স্বপ্ন যখন বাস্তবতার আলো দেখতে শুরু করল, ঠিক তখনি দু:সময় নামক একটা ভয়াংকর দানব এসে হানা দিল! আর তান্ডব নিত্যে ধ্বংশ হয়ে গেল দীর্ঘ দিনের স্বপ্ন। স্বপ্ন লালন করতে সময় লাগল দীর্ঘকাল কিন্তু শেষ হতে সময় লাগল মাত্র কিছুটা মুহুর্ত্ব। তবে কী ভেবে নিব ইচ্ছেটা আত্মিক ছিল না, ইচ্ছে শক্তির অভাব ছিল? তবে আমার ভাবনাটা ভুল। আমার আত্মিক প্রচেষ্টার কোন অভাব ছিল না। তবুও কেন যেন সময়েকর কড়াল গ্রাসের কাছে হেরে গেলাম।

আজ পরাজিত বলে হয়ত অনেকের কাছে নিন্দিত, ঘৃনিত। চলে যাচ্ছে এক এক করে কাছের মানুষগুলো। ধ্বংশস্তুবের বোঝ দিন দিন বেড়েই চলেছে! অথচ আমি একা। আর পারছি না। তবু একট ক্ষীণ বিশ্বাস কেন যেন মনে উকিঁ দিচ্ছে। কেন যেন মনে হচ্ছে আবার সব আগের মত ঠিক হয়ে যাবে। কেন যেন নচিকেতার "একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে" গানটিও মনটা গুনগুন করে গেয়ে উঠছে। জানিনা এই ক্ষীণ সম্ভবনাটুকুর সমাপ্তি কী, কবে।

বিশ্বাস-অবিশ্বাস নয়, ভালবাসা কিংবা প্রতারণা নয়। সময়ের কাছে পরাজিত হওয়াটাকে কী বলে আখ্যায়িত করব খুজেঁ পাচ্ছি না। তবে সময়ের কাছে নিজের, প্রিয় মানুষটার অসহায়ত্ব দেখে বোবা হয়ে গেছি। আজ সত্যিই মনে হচ্ছে, সময় সবকিছুর প্রমাণ, কঠিন বাস্তবতার মুখোমুখি থেকে প্রতিকুলতার বিরুদ্ধে যুদ্ধ করা অনেক কঠিন ব্যপার। যা করতে পারলাম না বলে আজ সময়ের কাছে পরাজিত, জীবন যু্দ্ধে পরাজিত এক যুদ্ধাহত সৈনিক। যার ক্ষত বয়ে বেড়াতে হবে অনন্ত সমযকাল ধরে.......জানিনা এই দু:স্মৃতি থেকে আদেৌ বের হতে পারব কিনা.....

তবে সময়ের এই লাঞ্চনাকে সামলাতে না পেরে যদি হারিয়ে যাই, তবে আমায় যেন কাপুরুষ বলে বিবেচিত করা না হয়। আমি সত্যি বলছি আমি বীরের মত যুদ্ধ করেছি, যুদ্ধ ক্ষেত্র থেকে মৃত্যুভয় থাকা স্বত্তেও পিছু ফিরে আসিনি কিংবা পালিয়ে আসিনি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

২| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১০

মোজাম্মেল97 বলেছেন: হাসলেন....!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.