![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধভাবে নয় বরং যুক্তিতে বিশ্বস্ত
আন্দোলন চলছে চলবে........... বাঙলাদেশকে মরুভূমি করার হাত থেকে রক্ষা করার আন্দোলন, ন্যায্যা অধিকারের আন্দোলন। কিন্তু আমাদের আন্দোলনের উদ্দেশ্যটা কি?? নদী বাঁচাও আন্দোলন। তিস্তা বাঁচাও আন্দোলন। তাহলে আগে তিস্তাকে বাঁচাতে হবে। হজলডোবা তথা ভারতের বিশ্রী আচরণের জন্য তিস্তা মরতে বসেছে প্রায়। গতকাল ৩হাজার ৫০ কউসেক পানি এসেছে তিস্তায়। কিন্তু সেটাতো নদীতে ছাড়তে হবে। েতিস্তার দোয়ানী ব্যারেজ সংলগ্ন ক্যানেল বাঁচানোর আন্দোলন হয়নি। ব্যারেজের উদ্দেশ্য হলো, নদী থেকে কৃষি সুবিধা ভোগ। কিন্তু এখন দেখছি তার উল্টোটা হচ্ছে। ক্যানেল থেকে নদীর কিছুটা পানি পেলে সেটুকু নিয়ে বয়ে চলবে। গতকাল যে পানি এসেছে তা ক্যানেলেই প্রবাহিত হচ্ছে। তাহলে লালমনিরহাট হয়ে পানি ব্রহ্মপুত্রে বয়ে যাওয়া অনেক স্বপ্ন মনে হচ্ছে।
মূলকথা-
*আগে নদী ঠিক রাখতে হবে,
*নদীর খনন করতে হবে,
*দোয়ানী ব্যারেজের অপরিকল্পিত কার্যক্রম বন্ধ করতে হবে।
*প্রয়োজনীয় স্থানে বাঁধ দিয়ে ভাঙ্গণ রোধ করতে হবে।
আমার নদী মরে যাচ্ছে আর ব্যারেজ কর্তৃপক্ষ ক্যানেলে বন্যা বইয়ে দেবে এটাতো হতে পারে না। এখন ক্যানেল পাড়ের মানুষ ছাড়া অন্যান্য অঞ্চলের মানুষের দেখছি শুধু ভারতের বিরুদ্ধে অধিকার আদায়ের লড়াই নয়, বাঙলাদেশের বিরুদ্ধেও করতে হবে।
২| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৭
মোজাম্মেল97 বলেছেন: ধন্যবাদ
কিন্তু হচ্ছে উল্টো.
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৮
আজীব ০০৭ বলেছেন: মূলকথা-
*আগে নদী ঠিক রাখতে হবে,
*নদীর খনন করতে হবে,
*প্রয়োজনীয় স্থানে বাঁধ দিয়ে ভাঙ্গণ রোধ করতে হবে।
+++