নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

কে আসবে বদলে দিতে?

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৪


আমরা অনেকেই অপেক্ষায় আছি- আবারো নূর হোসেনের মতো কেউ এসে বদলে দিবে ইতিহাস। আমরা অপেক্ষায় থাকি আর আফসোস করি কেন আসছে না! এই ধর্ষণ, এই মাদক, এই সন্ত্রাস, এই ভোটহীনতা, এই দুঃসময় কাটিয়ে দিয়ে সুন্দর দিন এনে দিবে। কিন্তু নূর হোসেনরা কারা? কোথা থেকে আসে?

নূর হোসেন ছিলেন একজন অস্বচ্ছল শ্রমিক! আরো আগে বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের মধ্যে আমরা কেবল রফিক, বরকত, সালাম, রফিক ও শফিউরের নাম জানি। রাজমিস্ত্রির কিশোর পুত্র অহিউল্লাহ, রিকশাচালক আবদুল আওয়াল, অজ্ঞাত পেশার সিরাজুদ্দিন এবং আরো কয়েকজন শহীদ হন ভাষা আন্দোলনে- তাদের নাম ইতিহাসও জানে না। তারা রাজপথ কাঁপাতে এসেছিল অতি সাধারণ পরিবার থেকেই। একাত্তরে ত্রিশ লক্ষ শহীদের মধ্যে কতজন ধনীক শ্রেণি বা মধ্যবিত্ত শ্রেণির? বুদ্ধিজীবীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ২৬ জন, চিকিৎসক ২০ জন, অন্যান্য পেশার (সাংবাদিক, সাহিত্যিক, সমাজসেবক, আইনজীবী) ১৩ জন আর রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত। প্রাথমিক স্কুলের শিক্ষকসহ সকল শিক্ষক ও সকল আইনজীবী ধরলে সর্বমোট না হয় হাজার জন হবেন। বাকি শহীদ কারা? সাধারণ মুক্তিযোদ্ধা কারা? সিংহভাগ সেই দরিদ্র শ্রমিক, কৃষক, জেলে, ক্ষুদ্র ব্যবসায়ী ও তাদের সন্তানরাই।

সংগ্রাম করে পরিবর্তন আনতে হলে জীবন হাতের মুঠোয় নিতে হয়। প্রাণ দেয়া নেয়ার খেলা খেলতে হয়। সেই খেলাটা জানে ওই শ্রমিকরাই। আমরা আফসোস করছি-
কিভাবে নোয়াখালীতে এক মাকে এভাবে নগ্ন করতে পারে?
কিভাবে এমসি কলেজের ছাত্রনেতারা স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে ধর্ষণ করতে পারে?
কিভাবে মাওলানা সিরাজরা কন্যাসম ছাত্রীর শ্লীলতাহানী করতে ব্যর্থ হয়ে খুন করাতে পারে?
কিভাবে সাগর-রুণি ও তণুর খুনিরা একেবারেই নাই হয়ে যায়?
কিভাবে ইকরাম-মেজর সিনহাদের ক্রস-ফায়ার দেয়া হয়?

আমরা আবারো অপেক্ষা করছি নূর হোসেনের জন্য, ভাষা শহীদ আওয়ালের জন্য, একাত্তরে মূল ভূমিকা রাখা সেই শ্রমিক-কৃষকদের জন্য। তাদের রক্তের বিনিময়ে পরিবর্তন আসলেই হালুয়া রুটির ভাগ নিয়ে কাড়াকাড়িতে লিপ্ত হয় ধনীক শ্রেণি। মধ্যবিত্তরাও উপরে উঠে হয়ে যেতে থাকে ধনীক শ্রেণি। আর গালি দিতে থাকি সেই সমাজ বদলে দিতে থাকা শ্রমজীবী মানুষদের। খালি কথায় চিড়ে ভিজবে না! ইয়াবা, ধর্ষণ বন্ধ হবে না। এর পেছনে যারা থাকে তাদের পৃষ্ঠপোষকরাই এসব টিকিয়ে রাখে। চিড়া ভেজাতে প্রয়োজনীয় পানির কথাই বলতে হবে।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০৮

আমি সাজিদ বলেছেন: আশাবাদী হতে চাই কিন্তু পারি না।

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৪

মুজিব রহমান বলেছেন: আমরা ঘরে বসে থাকলে কোন প্রতিবাদই জোরদার হবে না।

২| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৫

আমি সাজিদ বলেছেন: মুজিব ভাই, আপনি কতো জাতের চাল চেনেন? এখন চাল চেনানো হচ্ছে। পাল্টে দিতে গেলেই ডান্ডার মার কপালে জুটবে।

০৭ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:৫৩

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ! তারপরও পাল্টে যায়। ইংরেজরা থাকেনি, আইয়ুব খান থাকেনি, এরশাদও থাকেনি।

৩| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সংগ্রামও করছি না,সংগ্রামী সংগঠনের সাথেও যুক্ত না।আমরা কথার বিপ্লবী

০৭ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:৫৪

মুজিব রহমান বলেছেন: কথাও গুরুত্বপূর্ণ। সেটাও কজন বলতে পারি। শুধু আশা করে বসে থাকছি।

৪| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩১

নেওয়াজ আলি বলেছেন: মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা ভালবাসা অার নৈতিক মুল্যবোধের অবক্ষয় মানুষ বিপথে

০৭ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:৫৫

মুজিব রহমান বলেছেন: নিশ্চিত নই! অনুসন্ধান করা দরকার আর উত্তরণ দরকার।

৫| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৪

শেরজা তপন বলেছেন: আরো কষ্ট আর আক্ষেপ আছে আমাদের- হয়তো এর কোন সদুত্তর কোনদিন পাব না
এই নিয়ে এই দেশের- এইসব দিন রাত্রি!!!

০৭ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:৫৮

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ।
দেশ মনে হয় একটি বৃত্তে প্রবেশ করেছে। মানুষ সেই চক্কর থেকে বের হতে পারছে না। ধরুন মাদক নিয়ে এতো হইচই হল কিন্তু বদি ও মাদক সবই বহাল।

৬| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৭

রোবোট বলেছেন: নিজেকে নিজে না বদলালে কে পারে আমাকে বদলাতে?

০৭ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:৫৯

মুজিব রহমান বলেছেন: অনেক সময় নেতৃত্ব জনতাকে জাগ্রত করে, পথ প্রদর্শন করে। বঙ্গবন্ধু এমনটা পেরেছিলেন।

৭| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: কেউ আসবে না। কেউ না।

০৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

মুজিব রহমান বলেছেন: ভাবাদর্শ তৈরি করতে হবে।

৮| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১২:১৯

চাঁদগাজী বলেছেন:


নুর হোসেন সম্পর্কে আপনার ধারণা ভুল, সে আওয়ামী লীগ ও বিএনপি'র যড়যন্ত্রের বলি হয়েছিল; ওদের দরকার ছিলো লাশ।

০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:০১

মুজিব রহমান বলেছেন: ঠিক নয়। সে রাজনৈতিক শ্রমিক লীগের নেতা ছিল। তাকে টার্গেট করেই গুলি করা হয়েছিল। ওই সময় আমরা পিকেটিং করছিলাম বাংলাবাজার চৌরাস্তায়। নব্বইর আন্দোলনে আমি নিজেও সক্রিয় ছিলাম।

৯| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:

আগে নিজেদের ভাল হওয়া উচিত।

কেউ ইভ টিজিং করলে দেখেছি আসেপাসের লোকজনও হাসাহাসি করে উৎসাহ দেয়।
এখন এরা ধর্ষকের বিচার চান, তবে সব ধর্ষকদের বিচার চান না। বেছে বেছে কিছু কিছু।

কিছুদিন এক নিজ্জাতিতা দিনের পর দিন অনশনে বসেও বিচার বা আন্দলন পান না। কারন ধর্ষক ও ধর্ষনের শিকার উভয়েই একই দলের স্বজাতী।

মাত্র কিছুদিন আগে একটা নব্য বালপাকনা দলের এক কর্মি নেতাদের সহযোগিতায় ধর্ষনের মত গুরুতর অপরাধ করে।
কিন্তু তেমন নিন্দিত হয় নি, উলটো তার পক্ষে ধর্ষক অধিকার পরিষদ গঠিত হয়ে যায়।
অভিযুক্ত ধর্ষককে সাথে নিয়ে ধর্ষক পক্ষে মিছিলও শুরু হয়ে যায়।
ধর্ষিতাকে পতিতা অপবাদ দিয়ে ধর্ষকের হাস্যজ্জল ছবিও ছাপে পত্রিকা। শুশীলগণও ধর্ষিতাকে বিন্দুমাত্র সহমর্মিতা না জানিয়ে বেহায়ার মত ধর্ষক গ্যাংদের পক্ষে বক্তব্য দেয়। ধর্ষক পক্ষকে আইনি সহায়তা দিতে চায় একজন নামজাদা ডক্টরেট। শেষ পর্যন্ত কিছুই হয় নি ধর্ষক গ্যাংদের।

মৌলভি মোল্লাদের অপকর্মের ফিরিস্তি দিতে গেলে আরো দুতিন পৃষ্ঠা লিখতে হবে।

এসবের বিচার কেউ চায় না, কোন মানববন্ধনও নেই। এরা চায় ফায়দা। ফায়দা হাসিল। বেছে বেছে।

০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:০৫

মুজিব রহমান বলেছেন: জলির বিষয়টি আমি নিজেও ক্লিয়ার নই। কি হয়েছিল তা উদঘাটনও দরকার ছিল আবার অভিযোগ আমলে নিয়ে আরো বুদ্ধিদীপ্তভাবেই সমাধানের দরকার ছিল।
তবে এটা সত্য যে, যদি প্রশাসন ও মিডিয়াকে হাত করতে পারে তবে ধর্ষক বেঁচে যায় আর ধর্ষিতাকে অপবাদ দেয়া হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.