নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

আজ শাহবাগের বিক্ষোভ মহাসমাবেশে উত্থাপিত ৯ দফা দাবি যৌক্তিক

০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪১


দাবিসমূহ:
১. সারাদেশে অব্যাহত ধর্ষণ-নারীর প্রতি সহিংসতার সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণ, নিপীড়ন বন্ধ ও বিচারে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে অপসারণ করতে হবে।
২. পাহাড়-সমতলে আদিবাসী নারীদের ওপর সামরিক-বেসামরিক সকল প্রকার যৌন ও সামাজিক নিপীড়ন বন্ধ করতে হবে।
৩. হাইকোর্টের নির্দেশনানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠানে নারী নির্যাতন বিরোধী সেল কার্যকর করতে হবে। সিডো সনদে বাংলাদেশকে স্বাক্ষর ও তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে। নারীর প্রতি বৈষম্যমূলক সকল আইন ও প্রথা বিলোপ করতে হবে।
৪. ধর্মীয়সহ সকল ধরনের সভা-সমাবেশে নারী বিরোধী বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে। সাহিত্য, নাটক, সিনেমা, বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন বন্ধ করতে হবে। পর্নোগ্রাফি নিয়ন্ত্রেণে বিটিসিএলের কার্যকরী ভূমিকা নিতে হবে। সুস্থ্য ধারার সাংস্কৃতিক চর্চায় সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করতে হবে।

৫. তদন্তকালীন সময়ে ভিকটিমকে মানসিক নিপীড়ন-হয়রানি বন্ধ করতে হবে। ভিকটিমের আইনগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৬. অপরাধ বিজ্ঞান ও জেন্ডার বিশেষজ্ঞদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে অন্তর্ভুক্ত করতে হবে। ট্রাইবুনালের সংখ্যা বাড়িয়ে অনিষ্পন্ন সকল মামলা দ্রুত নিষ্পন্ন করতে হবে।
৭. ধর্ষণ মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন ১৮৭২-১৫৫(৪) ধারাকে বিলোপ করতে হবে এবং মামলার ডিএনএ আইনকে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে কার্যকর করতে হবে।
৮. পাঠ্যপুস্তকে নারীর প্রতি অবমাননা ও বৈষম্যমূলক যে কোনো প্রবন্ধ, নিবন্ধ, পরিচ্ছেদ, ছবি, নির্দেশনা ও শব্দ চয়ন পরিহার করতে হবে।
৯. গ্রামীণ সালিশের মাধ্যমে ধর্ষণের অভিযোগ ধামাচাপা দেয়ার চেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে।

এই যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করছি।

'চিৎকার করো মেয়ে, দেখি কত দূর গলা যায়,
আমরাও পাশে আছি যতদূর সমর্থন করা যায়।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৮

ঢাবিয়ান বলেছেন: পাশে আছি। সারাদেশ ব্যপী ছড়িয়ে পড়ুক এই আন্দোলন সেই কামনাই করি

০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০০

মুজিব রহমান বলেছেন: আমরা সোচ্চার থাকতে পারলেই সম্ভব হবে নারীর প্রতি সব ধরনের নিপীড়ন বন্ধ রাখতে পারা।

২| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:



যৌক্তিক হলে, পুরণ করে দেন!

০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০১

মুজিব রহমান বলেছেন: আসুন, দেখা হবে শাহবাগে!
আন্দোলন দেখেই দুর্বৃত্তরা ভাগে!

৩| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০০

স্থিতধী বলেছেন: ৪ নম্বর পয়েন্টে বিজ্ঞাপনের পণ্য হওয়াটা ( নারী এবং পুরুষ) আজকের এই পুঁজিবাদী বিশ্বে চাইলেও থামানো যাবেনা। বিজ্ঞাপন / গ্ল্যামার ইন্ডাস্ট্রির প্রধান উপজীব্য নারী ও পুরুষের যৌনতা, ঐ জগতে নারী ও পুরুষ উভয়ই যৌন পণ্য। তবে তা এমন কোন যৌন পণ্য নয় যা ধর্ষণ সমর্থন করে।

০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৩

মুজিব রহমান বলেছেন: নারী পণ্য নয়, মানুষ
আন্দোলনেই ফিরুক হুশ!

৪| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১০

নেওয়াজ আলি বলেছেন: অবশ্যই একমত। তবে আদিবাসী কারা পরিস্কার করবেন।

০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৫

মুজিব রহমান বলেছেন: সবচেয়ে আগে থেকে বসতি স্থাপনকারী ক্ষুদ্রনৃগোষ্ঠীকেই আদিবাসী বলা হয়। যেমন সমতলের সাওতালসহ বিভিন্ন উপজাতি। পাহাড়ে যারা আগে বসতি স্থাপন করেছে তারাও পাহাড়ের আদিবাসী। সে হিসেবে পাহাড়ের মগ, চাকমা ইত্যাদিও পাহাড়ের আদিবাসী। আপনার যুক্তি কি?

৫| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১৯

অনল চৌধুরী বলেছেন: আদিবাসী নারীদের- বলে বাঙ্গালীদের অপমাণকারী শব্দটা তাদের বাদ দিতে হবে।

০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৬

মুজিব রহমান বলেছেন: পাহাড়ে আগে কারা বাস করতো? তারাইতো পাহাড়ের আদিবাসী। বাঙালিতো ওখানে পরে গিয়েছে।

৬| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আছি আমি সব সময়।

০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৭

মুজিব রহমান বলেছেন: সবসময় ভাল কাজে থাকার প্রত্যয়ের জন্য ধন্যবাদ।

৭| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

দেশের বাইরে দেশের খারাপ খবরগুলো খুব গুরুত্ব পায়।
পত্রিকায় ছাপা হয়।
প্রবাসে আমরা লজ্জিত হই।

বিদেশের মানুষ জিজ্ঞেস করে- তোমাদের দেশের মানুষ ( মানে তোমরা ) এতো খারাপ কেন?
এর কোন জবাব আছে?

০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৯

মুজিব রহমান বলেছেন: ঘটনা যদি সত্য হয় তবে কেন বলবে না? আপনার দেশের মানুষ যদি নিগৃতি হয়, বঞ্চিত হয়, ধর্ষক হয়, খুনি হয়, অধিকারহীন হয় তবে যদি এসব থেকে কাটিয়ে উঠতে সংগ্রাম না করতে পারেন তবে কথা শুনতে খারাপ লাগবে কেন? সংগ্রামে আসুন, প্রতিরোধে নামুন।

৮| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫১

নূর আলম হিরণ বলেছেন: দাবি গুলো যথার্থ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ নিজ থেকেই করা উচিত ছিল। সমস্যা হচ্ছে মোল্লারা এই দাবির সাথে একমত হবে না।

০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০০

মুজিব রহমান বলেছেন: মোল্লাদের ১৩ দফা ভয়ঙ্কর। তারা বিজ্ঞান ও যুক্তির বিরুদ্ধে। আপনাকে অবশ্যই বিজ্ঞান দিয়ে বিবেচনা করতে হবে।

৯| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এই দেশে সবথেকে বেশি ধর্ষণ হয়েছে সরকারী পৃষঠপোষকতায় ২০০১।এখন তাঁরাই যখন ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নেমে সরকারের পতন চায়,তখন মনে প্রশ্ন জাগে কিসের আন্দোলন।ধর্ষণের পক্ষে নাকি বিপক্ষে।আন্দোলন কারিদের এই দিকটা খেয়াল রাখতে হবে।

১১ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০৯

মুজিব রহমান বলেছেন: ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনটা কি চান না?

১০| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১০

অনল চৌধুরী বলেছেন: পার্বত্য এলাকা প্রাচীন কাল থেকেই বাংলাদেশের অংশ। উপজাতিরা সবাই মাত্র ১৫০-২০০ বছর আগে রোহিঙ্গাদের মতোই ভারত আর বার্মা থেকে এখানে এসেছে। তাদের নিজেদের লেখা ইতিহাসই একথার প্রমান।
তারা বহিরাগত।

১১ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১২

মুজিব রহমান বলেছেন: তারাই পাহাড়ে সবার আগে বসতি স্থাপন করেছে। তাদেরও অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

১১| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ১:৪০

নেওয়াজ আলি বলেছেন: ২০০৫ সালে বিএনপি সরকার প্রথম জাতিসংঘে চিঠি দিয়ে জানিয়েছে বাংলাদেশে কোন আদিবাসী নেই। রাষ্ট্রীয়ভাবে সেই ধারাবাহিকতা আওয়ামি লীগ ধরে রেখেছে। বিএনপি’র কেন্দ্রীয় গঠনতন্ত্রে উপজাতি বিষয়ক সম্পাদক পদ থাকায় এ বিষয়ে তাদের দলীয় অবস্থান পরিস্কার। তবে বাম রাজনৈতিক নেতারা সব সময় বিএনপি আওয়ামী লীগের বিপরিত। আমি একটা পোষ্ট দিবো। আমরাই আদীবাসী বাকি সব বহিরাগত ।

১১ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৩

মুজিব রহমান বলেছেন: পাহাড়ে কারা আগে বসতি স্থাপন করেছেন? তারাই আদিবাসী পাহাড়ে।

১২| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ২:০৫

রাজীব নুর বলেছেন: দাবী নয় যেন মামার বাড়ির আবদার।

১৩| ১০ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:৪৫

রাশিয়া বলেছেন: রাজীব নুরের সাথে আমি একমত। এইসব দাবি কখনোই পূরণ হবার নয়।

১৪| ১০ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:০৫

ching বলেছেন: @অনল চোধুরী @ নেওয়াজ আলী, Chittagong Hill Tracts Regulation,1900... - Laws of Chittagong ...
আদিভাসী শব্দতে এলার্জী আছে।

১৫| ১১ ই অক্টোবর, ২০২০ ভোর ৪:২৫

অনল চৌধুরী বলেছেন: Ching, বৃটিশ খুনীদের তৈরী করা আইন আমরা কেনো মানবো?
তারা এসব করেছিলো Divide and rule নীতির মাধ্যমে বাঙ্গালীদের দূর্বল করার জন্য।
এতোই যখন দরদ, তখন তারা এসব উপজাতিদের সবাইকে বৃটেনে নিয়ে যাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.