![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃস্বপ্নে ঘুম ভাঙ্গা প্রহর বেলা
শেষ আশ্রয় হয়নি, নিয়তির খেলা
আবছা আলোর দু'চোখে মেলা
কাদঁছে দেখ জুয়ান অবলা।
সম্বল তাহার সখের লাঠি
হস্তে আটা ছিলনা বুঝি,
ঘুনে তাহা ধরেছে আজি
স্বপ্নে তাই ওঠেছে কাঁপি।
জনমের জোড়া হস্ত-লাঠি সেজে
নিশ্চিত প্রহর কাটাবে ভেবে
দৃষ্টি খুজেছে সুখের পাতে।
দুর্ঘটনার ঐ রাতে
বোঝিনি লাঠি নেই হাতে,
খোলস ছিল লাঠির মাঝে
বহু আগেই তা ঘুনে খেয়েছে।
.............মণ্ডল দাদা
২| ৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
মন্ডল দাদা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫২
সুমন কর বলেছেন: ভালো লাগল।