![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতো হানাহানি কানাকানির পরও সুরাহা মিলছে না রাষ্ট্রযন্ত্র পরিচালনার নেহাত পাগল পাগলিদের চিন্তা চিত্তে। কে হবে সামনে দেশ লুটের নায়ক নায়িকা, আর এর পরিচালকই বা কে হবে।
আর এই সকল নির্লজ্জ কুশীলবদের চরিত্র কিংবা বেহায়াপনায় একজনের থেকে আরেকজনের পার্থক্যের মাত্রা যদি ১৫ থেকে ২০ হতো তাহলে ভাবনার জায়গাটুকুও অন্তত থাকতো, কিন্তু এই ক্ষেত্রে একে অন্যের সাথে কতো সুন্দর মিল, তাদের নকশার/চরিত্রের পার্থক্য ১৯.৫ আর ২০।
সহজ কথায় চোর কমিটির সভাপতি আর সহ-সভাপতির পদ আসিল করার জন্য সাধারন জনগণের ক্ষমতা কতোটুকু সেটা আজ ভুলেই গেছেন তারা,
রাষ্ট্রের সবচাইতে বড় চোরদের মনে রাখা দরকার, বাতাসের গতিপথ কিন্তু পাল্টে যাচ্ছে তার সাথে এর গতিময়তাও। আর যে আবরনে নিজেদের কে সুরক্ষিত ভাবছেন, সেই পাতলা কাঁচ টা কিন্তু ভেঙ্গে যাবে। খুব সাবধান!
যতোই নাচেন না কেন, যতোই সাধারন মানুষদের বোকা বানাতে চান না কেন, এই সাধারন মানুসগুলুর বদৌলতে আমাদের দেশে অনেক ইতিহাস আছে যা অনেক ধনী দেশের ও নেই।
আন্তর্জাতিক অঙ্গনে গর্ব করার মতো সেই ইতিহাস গুলোকে খুন করে নতুন আরেকটা ইতিহাস গড়ার প্রয়াসটুকু বন্ধ করুন, নইলে হঠাৎ হাওয়ায় মিলিয়ে যাবেন।
বাতাসটা কিন্তু খুব কাছাকাছি অবস্থান করছে। যে কোন সময় ধুলিস্যাত করে দিবে সবকিছু...।
সুতরাং খুব সাবধান।
©somewhere in net ltd.