নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাহিত্য প্রেমী। লিখতে ও পড়তে ভাল লাগে। উদার মনোভাব প্রকাশ করতে পছন্দ করি। নিজের চিন্তাজগত প্রসারিত করে, ভাবনাকে শ্রুতিমধুর রুপে সাজিয়ে অন্যের চিন্তাজগতের প্রসার ঘটাতে সর্বাত্মক চেষ্টা করি।

Monkula

Monkula › বিস্তারিত পোস্টঃ

সশস্ত্র বাহিনী দিবস।

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৪



বাংলাদেশে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। ১৯৭১ সালে এই দিনে তিন বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আক্রমণের সূচনা করে।
পাকিস্তান হানাদার বাহিনীর সাথে দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে অনেক ত্যাগ তিতিক্ষার ফলে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ - ভারতের সেনাদের নিয়ে গড়া মিত্রবাহিনীর কাছে পাকিস্তান হানাদার বাহিনীর প্রায় তিরানব্বই হাজার সেনা আনুষ্ঠানিকভাবে রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে। এরই মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এর পরিসমাপ্তি ঘটে। অতঃপর স্বাধীন - সার্বভৌম রাষ্ট হিসেবে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্ব মানচিত্রে স্থান পায়।
পাকিস্তানি বাহিনী চেয়েছিল হত্যাযজ্ঞের ষ্টীম রোলার চালিয়ে বাংলাদেশের অধিকার কেড়ে নিতে।কিন্তু বাংলাদেশ তা মানতে পারেনি। তাই এদেশের মানুষ ত্যাগের মহিমায় বশীভূত হয়ে ঝাপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে দুর্বল থাকায় অনেক ক্ষতি স্বীকার করতে হয়। তারপরও মেনে নিতে পারেনি পাক হানাদার বাহিনীর কর্তৃত্ব। বীর বাঙ্গালী কখনও মাথা নত করেনি। সশস্ত্র বাহিনীর সাথে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অনেক ত্যাগের বিনিময়ে বাংলার সার্বভৌমত্ব রক্ষা করে।।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, ' স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী সকল মুক্তিযোদ্ধাদের ও সকল মা - বোনদের যাদের ইজ্জতের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ। এবং মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফকে। আমি মহান আল্লাহর কাছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্যদের জানাই গভীর সমবেদনা।'

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.