নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনস্বিনী

মনস্বিনী

দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

মনস্বিনী › বিস্তারিত পোস্টঃ

সবাই ভালো

২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

কাল রাতে ঘুমুতে পারিনি। একটু ঘুমের মতো এসেছে অমনি চিৎকার। আসি আসি ঘুমটা ফিরে গেলো। চিৎকারটা আসছে পাশের বাসা থেকে। এই একটা সমস্যা। বাসাগুলো এত গা ঘেঁষাঘেঁষি যে একটু জোরে কথা বললেই পাশের বাসা থেকে শোনা যায়। সেলফোনটা হাতে নিয়ে দেখি একটা বাজে। ব্যাংক কর্মকর্তা আমার রুমমেট আরামে ঘুমুচ্ছে। পাশের বাসা থেকে বাচ্চাটির চিৎকার কিছুক্ষণ পর থেমে গেলো। কিন্তু আমার আর ঘুম এলো না । অগত্যা কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে একটা বই পড়ে কাটিয়ে দিলাম রাত। সকালে ব্যাংক কর্মকর্তা মেয়েটি অফিসে চলে গেলো। আমি বারান্দায় রোদে চেয়ার নিয়ে বসতেই দেখি পাশের বারান্দায় ছেলে মেয়ে দুটি এসে দাঁড়ালো। কদিন হয় এ বাসায় ভাড়া এসেছে। এর মধ্যে গ্রিল ধরে দাঁড়িয়ে ওদের সাথে আমার আলাপ এবং ভাব জমে গেছে। ওরা আমাকে দেখে এগিয়ে এলো। আমি ওদের জিজ্ঞাসা করলাম - কাল রাতে কে অমন জোরে জোরে কাঁদছিলো? একজন অন্যজনের দিকে আঙুল উঁচিয়ে দেখালো। তখন আমি জিজ্ঞাসা করলাম – তোমাদের মধ্যে কে বেশি দুষ্ট? এবারও একজন অন্যজনের দিকে আঙুল উচিয়ে ধরলো। আমি হেসে দিলাম। ওরাও হাসলো। আমার চোখে আমার দেশের ছবিটা ভেসে উঠলো।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫

রুদ্র জাহেদ বলেছেন: ;)

২| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২

প্রামানিক বলেছেন: চমৎকার অনুগল্প।

৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫

মনস্বিনী বলেছেন: এটা কিন্তু গল্প নয় ।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

সায়ন্তন রফিক বলেছেন: গল্প না হলেও গল্প হয়েছে। লিখুন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১

মনস্বিনী বলেছেন: অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১

শেষ বেলা বলেছেন: লেখাটি অনুগল্প না হলেো গল্পের আদলে লেখা। প্রামানিক ভাই ঠিকই বলেছেন, এই লেখাগুলো অনেক সময় অনুগল্প বলে হয়ে থাকে। ধন্যবাদ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২

মনস্বিনী বলেছেন: ধন্যবাদ।

৫| ২০ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.