![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে অফিসে যাওয়ার প্রস্তুতি নিতে নিতে আমার ব্যাংক কর্মকর্তা রুম মেট বলেছিলো , তার আসতে আজ একটু দেরি হবে। আমার কাছে জানতে চাইলো আমি ওদিকে যাবো কি না। মানে শাহবাগের দিকে। আমি না করতেই সে জানতে চাইলো আমার কেউ নেই নাকি। এবারও আমি না বললাম। সে একটু হাসলো।
আমি জিজ্ঞাসা করলাম, “কটা বাজতে পারে?”
সে বললো, “এগারোটা বাজতে পারে।”
আমি বুঝলাম আমাকে এগারোটা পর্যন্ত জেগে থাকতে হবে। কারণ এক রুমে আমরা দুজনই থাকি। ও না ফিরলে দরোজা বন্ধ করে ঘুমানো যাবে না। পাশের দুটি রুমে থাকে বিশ্ববিদ্যালয়ে পড়া আটজন মেয়ে। তারাও হয়তো আজ দেরিতে ফিরবে। আমাকে হয়তো আজ সারাদিন, সন্ধ্যায় একাই কাটাতে হবে মেয়েদের এই প্রাইভেট হোস্টেলের তিন তলায়। আমার ভাবনা ভুল ছিলো। দুটি মেয়ে দেখলাম বিকেলেই ফিরে এসেছে।
আমি জানালাটা খুলে দিয়ে গান শুনছিলাম। রাত দশটার দিকে আমার রুম মেট মেয়েটি ফিরে এল। দরোজা খুলে দিলাম। দরোজা খুলে দেওয়ার পর প্রতিদিন যে রকম হাসি দেয়, আজ তা দেখতে পেলাম না। এই ফাল্গুনে ভালোবাসা দিবসে তার মুখটাকে আমার কাছে মনে হলো, বৈশাখী মেঘের মতো। কিছু জিজ্ঞাসা করতে সংকোচ হচ্ছিলো।
তবু জিজ্ঞাসা করলাম, “ মন খারাপ?”
কোনো জবাব দিলো না। বাথরুমে ঢুকে অনেকক্ষণ গোছল করলো। তারপর কিছু না খেয়ে শুয়ে পড়লো। এখনো ও ঘুমুচ্ছে, আর আমি বসে বসে ভাবছি নানা কথা। ভাবছি সাংঘাতিক কিছু কি। আজকাল তো কত ঘটনাই ঘটে। সে রকম যেন না হয়। হয়তো একদিন ও নিজেই সব বলবে। ততদিন আমার মাথা থেকে নানা ভাবনা ও ভয় দূর হবে না।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৯
মনস্বিনী বলেছেন: ওকে আমার কিছুটা অদ্ভুতই মনে হয়। আপনাকে ধন্যবাদ।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: মাথা থেকে নানা ভাবনা ও ভয় দূর হয়ে যাক । কি হয়েছিলো; জানার অপেক্ষায় রইলাম ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১
মনস্বিনী বলেছেন: জানতে পারলে এবং প্রকাশের মত হলে লিখবো ।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৪
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের মানুষকে নিজের সংস্কৃতির মাঝে থাকতে হবে; ঘোড়ার আগে গাড়ী ছুটলে খবর হবে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১
মনস্বিনী বলেছেন: ঠিক বলেছেন।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
প্রামানিক বলেছেন: জীবনে অনেকের অনেক কিছু ঘটে কিন্তু প্রকাশ করা যায় না। এটাও হয়তো তেমনই কিছু একটা হবে। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২২
ফেরদৌসা রুহী বলেছেন: মানুষের মন বড় অদ্ভুত।
তার ভেতরে কি চলছে সেই জানে।