নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনস্বিনী

মনস্বিনী

দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

মনস্বিনী › বিস্তারিত পোস্টঃ

আমরা শুনছি কি?

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৪

আসছে পহেলা বৈশাখ। আমাদের মেসের মেয়েরা নানা কেনাকাটায় ব্যস্ত।এ মাসে আমার দায়িত্ব পড়েছে ম্যানেজারের।মেসে থাকতে থাকতে পর্যায়ক্রমে এ দায়িত্ব পালন করতে করতে বাজার করাটা গা সওয়া হয়ে গেছে। ঝামেলা বেধেছে পহেলা বৈশাখ উপলক্ষে বাড়তি কিছু আয়োজন নিয়ে। তন্মধ্যে ইলিশ মাছ কেনা ও সংরক্ষণ নিয়ে। গতকাল বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেস সদস্য দুই ছাত্রীকে নিয়ে বাজার করতে গেলাম। ইলিশ মাছ কিনতে গিয়ে মাথায় হাত। এত দাম দিয়ে ইলিশ কিনতে আমার মন চাইল না।সঙ্গের দুই মেয়েকে বললাম। কিন্তু তারা রাজি হল না। তাদের পহেলা বৈশাখে পান্তা ইলিশ খেতেই হবে। বাধ্য হয়ে অন্যদের ফোন করলাম। তাদেরও মত তারা পান্তা ইলিশ খাবে।আমার রুম মেট ব্যাংক কর্মকর্তা মেয়েটি জানালো সে একটি ইলিশের দাম একা দেবে। তার এ উদারতার বিশেষ কারণ রয়েছে।সে যাই হোক তিন হাজার টাকা দিয়ে দুটো ইলিশ কিনে আনলাম। আমাদের মেসে ঐ ব্যাংক কর্মকর্তা মেয়েটিরই ফ্রিজ আছে। তার অনুপস্থিতিতে তা লক করা থাকে। সুতরাং সে না আসা পর্যন্ত মাছ দুটো কোথায় রাখব। যা গরম পড়েছে। অগত্যা বাড়ির মালিকের বাসায় গিয়ে তার স্ত্রীকে অনুরোধ করে তাদের ফ্রিজে মাছ দুটো রেখে এলাম।
আমি ভাবছি এই যে পত্রিকায় টেলিভিশনে পহেলা বৈশাখের সাথে পান্তা ইলিশের কোন সম্পর্ক নেই বলে অনেকে বলছে তা কি আমরা শুনছি। বিশ্ববিদ্যালয়গুলোতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দৃষ্টান্ত অনুসরণ করে পহেলা বৈশাখে পান্তা ইলিশ নিষিদ্ধ হোক।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৬

আশরাফুল ইসলাম মাসুম বলেছেন: ভেরি গুড!
Click This Link

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩১

মনস্বিনী বলেছেন: থাঙ্ক্যু।

২| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯

শাহজালাল হাওলাদার বলেছেন: আপু, আপনার ম্যচে আপনি দিয়েই শুরু হোক। ইলিশ কিনে এনেছেন তাতে কি হয়েছে, একটু ত্যগ করুন না। আমার কথাটা রাখুন আপনি পান্তা ইলিশ খাবেন না। কারন, ভোগ দিয়ে নয় ত্যগ দিয়ে হোক জয়।

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৪

মনস্বিনী বলেছেন: পান্তা ইলিশ আমি কখনও খাই না। তবে ভাগের ইলিশটা গরম ভাত দিয়ে খাব।

৩| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল অনেক ভাল।

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৫

মনস্বিনী বলেছেন: ভাল লাগলে পান্তা ইলিশ হবে না আশা করি।

৪| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৪

প্রামানিক বলেছেন: এতে আমিও সহমত। নিষিদ্ধ হোক পহেলা বৈশাখের পান্তার সাথে ইলিশ। তবে পান্তা ঠিক থাক কারণ পান্তায় তেমন পয়সা খরচ হয় না।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০

মনস্বিনী বলেছেন: সহমত প্রকাশ করায় ধন্যবাদ। পাশে থাকুন।

৫| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৬

আব্দুল্লাহ তুহিন বলেছেন: সহমত। নিষিদ্ধ হোক পহেলা বৈশাখের পান্তার সাথে ইলিশ।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১১

মনস্বিনী বলেছেন: সহমত প্রকাশ করায় ধন্যবাদ। পাশে থাকুন।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪১

সায়ন্তন রফিক বলেছেন: একমত।

১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৩

মনস্বিনী বলেছেন: ধন্যবাদ। পাশে থাকুন।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:



এসব ছোটখাট সমস্যা সমাধানের মাঝ দিয়ে, জাতির বড় সমস্যায় হাত দেয়ার কথা ভাবেন, অর্থনৈতিকে ও সামাজিক সমস্যা

৮| ২৪ শে মে, ২০১৬ ভোর ৬:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনার সাথে সুর মিলিয়ে আমিও বলি ১লা বৈশাখে ইলিশ খাওয়া দন্ডনীয় অপরাধ হিসাবে ঘোষণা করা হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.