নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনস্বিনী

মনস্বিনী

দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

মনস্বিনী › বিস্তারিত পোস্টঃ

একজন অতি আধুনিকার ধর্মভীতি

১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৫

সে খুবই আধুনিকা। আমারই মেসমেট। বয়সে পাঁচ-ছ বছরের ছোট হবে। এখনো লেখাপড়া শেষ করেনি। টিভি সাংবাদিকতা বিষয়ে একটি কোর্সও করছে। আমাদের মেসে উঠেছে মাস তিনেক হলো। এর আগে অন্য একটা মেসে থাকতো। আমার সাথে এখনো তেমন ভাব জমে উঠেনি। কারণ আমার দিক থেকে বললে তা তার অতি আধুনিক স্বভাবের কারণে। গেঞ্জি, টিশার্ট, জিন্সের প্যান্ট এসব আমার মত রক্ষণশীল মানসিকতাও এখন মেনে নিয়েছে। কিন্তু হাফপ্যান্ট এখনো মেনে নিতে পারেনি। সে মেসে প্রায় সময়ই হাফপ্যান্ট পরে থাকে। প্রথম দিন দেখেই বলে দিয়েছি হাফ প্যান্ট পরে বারান্দায় না যেতে এবং মেসবাড়ির মালিক বা তার বউয়ের সামনে না যেতে। মেনে চলছিল। হঠাৎ একদিন দেখলাম সে সালোয়ার কামিজ পরেছে। আমরা কোন মন্তব্য করলাম না। সেদিনই মাগরিবের নামাজের পর সে আমার কাছ থেকে নামাজ সম্পর্কে তালিম নিতে এল। আমি তার হঠাৎ নামাজ সম্পর্কে আগ্রহের কারণ জিজ্ঞাসা না করেই প্রাথমিক তালিম দিলাম। তিন দিন পর সে নামাজ পড়তে শুরু করে দিল। আমরা বিস্মিত হলেও তার এই আকস্মিক পরিবর্তনের ব্যাপারে কিছুই জিজ্ঞাসা করলাম না। পরদিন সে নিজেই বলল সে আর টিভি সাংবাদিকতার কোর্স করবে না। কদিন পর সে তাদের বাড়িতে চলে যাবে। সপ্তাহ খানেক পরে সে চলে গেল সব কিছু নিয়ে। বলে গেল ছুটির পর সে আসবে। মেসের ভাড়াও দিয়ে গেল। ঈদের ছুটির বেশ কদিন পর সে এল।
এবার শুধু সালোয়ার কামিজ নয় , হিজাব সমেত। মেসের অন্যান্য মেয়েরা কৌতূহলী হতেই সে যা জানালো তা হচ্ছে – তার বিয়ে হয়েছে। ছেলে আমেরিকায় থাকে। ধার্মিক টাইপ। তাই তার এ পরিবর্তন। তার পরীক্ষা শেষ হলেই তাকে সেখানে নিয়ে যাবে।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৭

জ্ঞান ক্ষুধা বলেছেন: কারন যাই হোক পরিবর্তন এর জন্য তাকে সাধুবাদ।
দেশে যেন আর তসলিমা নাসরিন এর মত কেউ না হয়

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৬

মনস্বিনী বলেছেন: দেশে অনেক তসলিমা নাসরিন সৃষ্টি হয়েছে। খোঁজ নিন।

২| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২১

শোভ বলেছেন: হাসতে হাসতে আমার কাশি এসে গেল । এই মেয়েটা সত্যই মাথা মোটা । স্বামীর জন্য সব বদলে গেল !!! আরে মেয়ে তোমার যে পোশাক শালীনতার সাথে তাই পরিধান কর । তুমি হাফপ্যান্ট পরতে যাও কেন ?

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪১

মনস্বিনী বলেছেন: সিনেমায়, নাটকে, বিভিন্ন অনুষ্ঠানে দেখে নিজেকে অতি আধুনিক করে তুলতে হাফ প্যান্ট পরা শুরু করেছে আমাদের দেশের মেয়েরা।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৪

সেলিম৮৩ বলেছেন: উনি হেদায়েত প্রাপ্ত হয়েেছেন।
উনার জন্য অনেক অনেক দোয়া রইলো।
অাপনাকে ধন্যবাদ তালিম দেয়ার জন্য।

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৩

মনস্বিনী বলেছেন: লোভ আর হেদায়েতপ্রাপ্তি এক কথা নয়।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা যাচ্ছে, নাকি সিরিয়া যাচ্ছে?

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৫

মনস্বিনী বলেছেন: জানি না ।

৫| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


সিরিয়া ও ইরাকে কিছু বাংগালী মেয়ে, ও অনেক পাকিস্তানী মেয়ে ধর্মযুদ্ধ করছে; তারা মোটামুটি ইউরোপ থেকে গিয়েছে; বাংলাদেশ থেকে গেলেও হতবাক হওয়ার কিছু থাকবে না।

৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫১

মনস্বিনী বলেছেন: তাই।

৬| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো, যেই উসিলাতেই হোক না কেন। একটু চেষ্টা করলে জীবন অনেক সুন্দর হয়...

৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫২

মনস্বিনী বলেছেন: সুন্দর ব্যাপারটাও আপেক্ষিক।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩

বিজন রয় বলেছেন: হা হা হা .............

৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৩

মনস্বিনী বলেছেন: আমিও হেসেছি।

৮| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪১

খায়রুল আহসান বলেছেন: ধর্মভীতি না পতি প্রীতির ছদ্মবেশে পথ গোছানো? পুরনো অভ্যাসে আবার ফিরে না গেলেই হলো।

৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৫

মনস্বিনী বলেছেন: ধর্মভীতি পতিপ্রীতি কোনটাই না। আত্মপ্রীতি।

৯| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:


স্বাভাবিকভাবে সবকিছুরই পরিবর্তন হতে বাধ্য

১০| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৬

বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।

২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

মনস্বিনী বলেছেন: আসলাম। দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.