নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনস্বিনী

মনস্বিনী

দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

মনস্বিনী › বিস্তারিত পোস্টঃ

দশটি নির্দেশ

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

আমরা হরহামেশাই বিভিন্ন ব্যক্তির উক্তি বা উপদেশ বাণী উচ্চারণ করে থাকি। সামাজিক যোগাযোগ মাধ্যমেতো এই উক্তি বা উপদেশের ছড়াছড়ি। গুগলে খুঁজলে শুধু ‘জীবন’ বিষয়ে পঞ্চাশ হাজারের বেশি উক্তি বা উপদেশ পাওয়া যাবে। এমন বিভিন্ন বিষয়ে কোটি কোটি উক্তি বা উপদেশ আছে গুগলের দুনিয়ায়। ফেসবুকের পোস্টে বা ব্লগে কেউ উক্তিকারী বা উপদেশদাতার নামটা উল্লেখ করে সততার পরিচয় দেয়, আবার কেউ তা চেপে গিয়ে নিজেকে ধ্যানী, জ্ঞানী বা পণ্ডিত হিসেবে জাহির করবার চেষ্টা করে।

আমি আপনাদের কাছে তুলে ধরছি ১৪০০ বছর আগের প্রত্যাদেশ কুরআনের দ্বিতীয় সুরার দশটি নির্দেশ। বলুনতো শুধু এই দশটি নির্দেশ মেনে চললে সমাজ জীবনে অশান্তি কতটা বিরাজ করতে পারে?

কুরআনের দ্বিতীয় সুরা বাকারার সরাসরি এবং অন্তর্নিহিত ১০টি নির্দেশ :

১। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিয়ো না। - আয়াত ৪২
২। সৎকার্য নিজে সম্পাদন করার পর অন্যদের করতে বলো। - আয়াত ৪৪
৩। পৃথিবীতে বিবাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করো না। - আয়াত ৬০
৪। কারো অন্ধানুসরণ করো না। - আয়াত ১৭০
৫। প্রতিশ্রুতি ভঙ্গ করো না। - আয়াত ১৭৭
৬। তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না। - আয়াত ১৮৮
৭। অনাথদের রক্ষণাবেক্ষণ করো। - আয়াত ২২০
৮। সৎগুণ দেখে শাসক নির্বাচন করো। - আয়াত ২৪৭
৯। আমানত রক্ষা করো। - আয়াত ২৮৩
১০। সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দিও না। - আয়াত ২৮৬

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১

সনেট কবি বলেছেন: মুগ্ধ হলাম। আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

মনস্বিনী বলেছেন: আল্লাহ্‌ আপনারও মঙ্গল করুন।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৯

সায়ন্তন রফিক বলেছেন: সব অশান্তি না মানার কারণে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

মনস্বিনী বলেছেন: ঠিক বলেছেন।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কুরআনকে বলা হয়েছে পূর্ণাঙ্গ জীবন বিধান...

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

মনস্বিনী বলেছেন: নিঃসন্দেহে।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বেশ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

মনস্বিনী বলেছেন: বেশ।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: দশ টা আয়াত অসাধারন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

মনস্বিনী বলেছেন: কুরআন মন দিয়ে পড়লে বোঝা যায় কি অসাধারণ!

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

hayet777 বলেছেন: অসাধারন...।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২০

বার্ণিক বলেছেন: অসাধারণ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.