![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজা আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে বললো, “আমি মৎস্য শিকারে যেতে চাই। আজকের আবহাওয়া কেমন থাকবে?” সে বলল, “আজকে চমৎকার আবহাওয়া থাকবে জাহাপনা। আপনি যেতে পারেন।” রাজা বের হলেন । রাজা যখন সাগর পাড়ে গেলেন, তখন সাগর পাড়ে এক জেলে ছাগল চরাচ্ছিলঅ। সে বললো, “মহারাজ আজকে কেন আপনি সাগরে যাচ্ছেন? একটু পরেই তো বৃষ্টি শুরু হবে।” রাজা রেগে গিয়ে বললেন, “বেটা জেলের বাচ্চা তুই কি জানিস? আমি আবহাওয়ার খবর জেনেই এসেছি।” রাজা সাগরে গেলেন। কিছুক্ষণ পর শুরু হলো ঝুম বৃষ্টি। রাজা প্রাসাদে ফিরে এসে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করে ঐ জেলেকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন। জেলে পড়লো বিপদে। সে তো আবহাওয়ার কিছুই জানেনা। রাজ দরবারে গিয়ে জেলে বলল,” মহারাজ আমাকে যেতে দিন। আমি আসলে আবহাওয়ার কিছু জানিনা।” রাজা বললো, “ তাহলে সেদিন আমার আবহাওয়া বিভাগের থেকেও সঠিক খবর তুই কি করে দিলি?” জেলে উত্তর দিল, “মহারাজ সেদিন আমার কোন কৃতিত্ব ছিলনা। সব কৃতিত্ব আমার ছাগলের। বৃষ্টি আসার আধঘণ্টা আগে থেকে ছাগলটা ঘনঘন মুতে। তা দেখেই আমি বুঝতে পারি একটু পর বৃষ্টি হবে।” তারপর রাজা জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন।সেই থেকেই বড় বড় পদগুলোতে ছাগল নিয়োগ দেওয়ার রীতি চালু হয়েছে ।
(সংগৃহীত)
দ্রষ্টব্য – এ গল্পটি আমাদের এক পাবলিক টয়লেটে কয়লা দিয়ে কেউ লিখে রেখেছে।
০৬ ই মে, ২০১৯ রাত ৯:০৪
মনস্বিনী বলেছেন: নিচে লিখেছি সংগৃহীত। ধন্যবাদ।
২| ০৬ ই মে, ২০১৯ রাত ৮:৫৪
মেঘ প্রিয় বালক বলেছেন: হা,,,হা,,,হা,,,,খুব মজার ছিলো। চিরকুট পড়ার দাওয়াত রইলো।
০৬ ই মে, ২০১৯ রাত ৯:০৫
মনস্বিনী বলেছেন: আমিও পড়ে মজা পেয়েছিলাম। চিরকুট কি?
৩| ০৬ ই মে, ২০১৯ রাত ৯:০২
রাজীব নুর বলেছেন: আমি আজই প্রথম পড়লাম।
০৬ ই মে, ২০১৯ রাত ৯:০৬
মনস্বিনী বলেছেন: তাই?
৪| ০৬ ই মে, ২০১৯ রাত ৯:০৪
আর্কিওপটেরিক্স বলেছেন:
৫| ০৭ ই মে, ২০১৯ রাত ১২:১০
মেঘ প্রিয় বালক বলেছেন: চিরকুট মানে চিঠি,দূর প্রবাস থেকে নাম না জানা ঠিকানাবিহীন কাউকে চিঠি লিখা।
১৪ ই জুন, ২০১৯ সকাল ৮:৩৬
মনস্বিনী বলেছেন: তাই?
৬| ০৭ ই মে, ২০১৯ সকাল ১০:১৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছাগলরাই তো নেতা মন্ত্রী হয়। আপনার গল্প একদম খাঁটি।
১৪ ই জুন, ২০১৯ সকাল ৮:৩৭
মনস্বিনী বলেছেন: ধন্যবাদ দাদা ।
৭| ০৭ ই মে, ২০১৯ বিকাল ৫:২৭
নীল আকাশ বলেছেন: চমৎকার লিখেছেন। অন্ততঃ আমাদের দেশেত জন্য ১০০০ ভাগ সত্য।
রম্য ভালোই লেগেছে। আমার ব্লগে এই লেখাটা পড়ে দেখুন তো কেমন লাগে?
like! এক জীবনে বেশী কিছু আশা করা ভুল! ২
১৪ ই জুন, ২০১৯ সকাল ৮:৩৭
মনস্বিনী বলেছেন: ধন্যবাদ দাদা।
৮| ০৭ ই মে, ২০১৯ রাত ১০:৫০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কয়লা দিয়ে লিখেছে্! এতবড় গল্প!
১৪ ই জুন, ২০১৯ সকাল ৮:৩৯
মনস্বিনী বলেছেন: যেখান থেকে সংগ্রহ করেছি সেখানে এমন লেখা ছিল।
৯| ০৭ ই মে, ২০১৯ রাত ১১:১৮
মাহমুদুর রহমান বলেছেন: আবহাওয়ার অবস্থা সম্পর্কে সঠিক তথ্য জানান দেয়া অসম্ভব। কারন আবহাওয়া তো পরিবর্তনশীল।
১০| ১৪ ই জুন, ২০১৯ সকাল ৮:৩৯
মনস্বিনী বলেছেন: হতে পারে।
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৯ রাত ৮:৪৯
কানিজ রিনা বলেছেন: কালকে ফেচবুকে এমন একটি মন্তব্য পড়েছি।
তবুও ধন্যবাদ।