![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দু’হাত দিয়ে ধরে রাখি - পুরোটা সকাল কেটে গেলো ।
আমি বুক ভরে শ্বাস নেই, শুঁকতে থাকি আদিম বন্যতায় – পুরোটা রাত পেরিয়ে গেলো ।
একটা সাদা বাহুবন্ধনী, ইংরেজিতে বললে একটা হোয়াইট ব্রা,
তোমার দেয়া প্রথম অন্তর্বাস ।
একটা সাদা বাহুবন্ধনী, ইংরেজিতে বললে একটা হোয়াইট ব্রা ।
আমার সকাল শুরু হয় তোমার ওই বাহুবন্ধনীকে নাকে পেঁচিয়ে রেখে,
আমার রাত শেষ হয় তোমার ওই বাহুবন্ধনীকে বালিশের নিচে রেখে ।
মাঝেই আমি তোমার গ্রীবার ডানপাশের তিলটার ছোঁয়া খুঁজে পাই ।
মাঝেই আমি তোমার শিউলি বোঁটার গন্ধ শুষে নেই ।
মাঝেই আমি নিজেকে হারিয়ে ফেলি তোমার স্তনযুগলের বিশালতায় ।
মাঝেই আমি শুষে নেই তোমার কারুকার্যময় বগলের গন্ধ ।
আমি দু’হাত দিয়ে ধরে রাখি - পুরোটা সকাল কেটে গেলো ।
আমি বুক ভরে শ্বাস নেই, শুঁকতে থাকি আদিম বন্যতায় – পুরোটা রাত পেরিয়ে গেলো ।
তোমার দেয়া প্রথম অন্তর্বাস ।
২| ১৯ শে মার্চ, ২০১২ রাত ২:১৫
বয়ানবাজ বলেছেন: ভাই, ব্রা'র সাইজটা কত?
৩| ১৯ শে মার্চ, ২০১২ রাত ২:২৪
চেয়ারম্যান০০৭ বলেছেন:
৪| ১৯ শে মার্চ, ২০১২ রাত ২:৩৮
জ্যোস্নার ফুল বলেছেন: :#> :!> :#>
৫| ১৯ শে মার্চ, ২০১২ রাত ২:৪১
লাতি বলেছেন: আপনি বেন হতে পারেন তারা তারি এই পোষ্টটি সরিযে নেন।
৬| ১৯ শে মার্চ, ২০১২ রাত ২:৪৯
হাসান মাহবুব বলেছেন: মাঝেমধ্যে ধুইয়েন, নাইলে গন্দ হৈবো। আরেক্কাম করেন আপ্নারে বেরা দিছে আম্নেরো তো কিছু দেয়া উচিত। আপ্নারেক্টা জাইঙ্গা গিফটু করেন।
৭| ১৯ শে মার্চ, ২০১২ রাত ৩:০৩
নোমান নমি বলেছেন: হাসান মাহবুব বলেছেন: মাঝেমধ্যে ধুইয়েন, নাইলে গন্দ হৈবো। আরেক্কাম করেন আপ্নারে বেরা দিছে আম্নেরো তো কিছু দেয়া উচিত। আপ্নারেক্টা জাইঙ্গা গিফটু করেন।
ওর কমেন্টসরে।পইড়া হা হা পে জা না আ (হাসতে হাসতে পেটে জাহান্নাম নাইমা আইছে)
বয়ানবাজ >.সাইড মেটার না।
৮| ১৯ শে মার্চ, ২০১২ রাত ৩:০৭
ঘুমকাতুর বলেছেন: হাসান মাহবুব বলেছেন: মাঝেমধ্যে ধুইয়েন, নাইলে গন্দ হৈবো। আরেক্কাম করেন আপ্নারে বেরা দিছে আম্নেরো তো কিছু দেয়া উচিত। আপ্নারেক্টা জাইঙ্গা গিফটু করেন।
৯| ১৯ শে মার্চ, ২০১২ রাত ৩:১৭
ছেড়া পলিথিন বলেছেন: হাসান মাহবুব বলেছেন: মাঝেমধ্যে ধুইয়েন, নাইলে গন্দ হৈবো। আরেক্কাম করেন আপ্নারে বেরা দিছে আম্নেরো তো কিছু দেয়া উচিত। আপ্নারেক্টা জাইঙ্গা গিফটু করেন।
১০| ১৯ শে মার্চ, ২০১২ রাত ৩:১৯
মাথা খারপ মানুষ বলেছেন: না না না। ধুইয়েন না। তার বগলের গন্ধ চলে যাবে। অন্যের কথায় কান দিবেন না। বরং মাঝে মাঝে তার শরীরে ঘষা দিয়ে আনবেন। আরো আবেদনময়ী হবে। আরো কবিতা আসবে।
১১| ১৯ শে মার্চ, ২০১২ রাত ৩:২৪
tshahrear বলেছেন: আবে মিয়া আসলেই নাকি.......??? থাকলে তো ভালোই........ আপনেরা ভালোই রোমান্টিক জীবন কাটাইতাসেন..........। তয় ময়লা যাতে না হয়......... পরে কিন্তু গন্ধ হবে........... ওই যে কইল না ধুয়েন নিয়মিত..........
১২| ১৯ শে মার্চ, ২০১২ রাত ৩:৩১
মাথা খারপ মানুষ বলেছেন: খবরদার, ধুইবেন না। আমি কি একটু ঘ্রান নিতে পারি?
১৩| ১৯ শে মার্চ, ২০১২ রাত ৩:৩৬
শূণ্যতানিম বলেছেন: ব্রা মানে তো বক্ষবন্ধনী, ভাই।
নোমান নমি বলেছেন:ঘুমকাতুর বলেছেনঃ ছেড়া পলিথিন বলেছেন: হাসান মাহবুব বলেছেন: মাঝেমধ্যে ধুইয়েন, নাইলে গন্দ হৈবো। আরেক্কাম করেন আপ্নারে বেরা দিছে আম্নেরো তো কিছু দেয়া উচিত। আপ্নারেক্টা জাইঙ্গা গিফটু করেন।
তবে গিফট করার আগে দয়া কইরা ধুইয়া দিয়েন। নাইলে ঐটার গন্ধ নিতে গিয়া আমাগো আপুমনি বেহুঁশ হইয়া যাইতে পারে।
১৪| ১৯ শে মার্চ, ২০১২ ভোর ৫:৩২
দুঃখ বিলাসি বলেছেন: নোমান নমি বলেছেন:ঘুমকাতুর বলেছেনঃ ছেড়া পলিথিন বলেছেন: হাসান মাহবুব বলেছেন: মাঝেমধ্যে ধুইয়েন, নাইলে গন্দ হৈবো। আরেক্কাম করেন আপ্নারে বেরা দিছে আম্নেরো তো কিছু দেয়া উচিত। আপ্নারেক্টা জাইঙ্গা গিফটু করেন।
১৫| ১৯ শে মার্চ, ২০১২ ভোর ৫:৪৫
নানাভাই বলেছেন: অনেক কাল পরে কঠিন বিনুদুন পাইলাম। সাহারার ঐ কালা বদন , কামরুল- মালের টাক দেইখ্যা, আর তুতু তু তুতু তারা-মর্জিনার মা মার্কা মারা গান দিয়া দিন শুরু হইলে যা হয়! এই বিনুদুনে আসল বিনুদুন ভুইল্যা ই গেছিলাম। কুপাইয়া যান।
১৬| ১৯ শে মার্চ, ২০১২ সকাল ৭:৪০
বিদ্রোহী সত্ত্বা বলেছেন: হাসান মাহবুব বলেছেন: মাঝেমধ্যে ধুইয়েন, নাইলে গন্দ হৈবো। আরেক্কাম করেন আপ্নারে বেরা দিছে আম্নেরো তো কিছু দেয়া উচিত। আপ্নারেক্টা জাইঙ্গা গিফটু করেন।
১৭| ১৯ শে মার্চ, ২০১২ সকাল ১০:১৩
ভুলোমন বলেছেন: ব্রেরা দিয়ে কুবতে হয় এই হথম দেখলাম
১৮| ১৯ শে মার্চ, ২০১২ সকাল ১০:৩৮
দিগন্ত নীল বলেছেন: হাসান মাহবুব বলেছেন: মাঝেমধ্যে ধুইয়েন, নাইলে গন্দ হৈবো। আরেক্কাম করেন আপ্নারে বেরা দিছে আম্নেরো তো কিছু দেয়া উচিত।আপ্নারেক্টা জাইঙ্গা গিফটু করেন।
১৯| ১৯ শে মার্চ, ২০১২ সকাল ১০:৫৬
নোবডি বলেছেন: কুপাইন্না কবিতা হইছে....... ভাই চালায়া জান।
নেক্সট কি নিয়া লেখবেন?নিচেরটা??
২০| ১৯ শে মার্চ, ২০১২ বিকাল ৩:০২
রাহি বলেছেন: আফনে হিজড়া নাকি ভাই নাম শুইনা ব্যাটা মনে হইতাছে :-& মাগার আফনারে ব্রা গিফট দেয়
ভাই আফনের বক্ষের সাইজ জানাইয়েন। সামুতে চান্দা তুইলা ব্রা গিফট করুম :-<
২১| ২০ শে মার্চ, ২০১২ রাত ১২:৪৮
জোকার৬৬৬ বলেছেন: কৈ আইলাম? হোশিয়ারির দুকানে?
২২| ২০ শে মার্চ, ২০১২ রাত ১২:৫২
চেয়ারম্যান বলেছেন: দুঃখ বিলাসি বলেছেন: নোমান নমি বলেছেন:ঘুমকাতুর বলেছেনঃ ছেড়া পলিথিন বলেছেন: হাসান মাহবুব বলেছেন: মাঝেমধ্যে ধুইয়েন, নাইলে গন্দ হৈবো। আরেক্কাম করেন আপ্নারে বেরা দিছে আম্নেরো তো কিছু দেয়া উচিত। আপ্নারেক্টা জাইঙ্গা গিফটু করেন।
২৩| ২০ শে মার্চ, ২০১২ রাত ১:০৯
সাইফুলহাসানসিপাত বলেছেন: এসব দুর্গন্ধ নোংরা জামা-কাপড়কে নোংরা না রেখে ধুয়ে তারপর কবিতা লিখেন ।
২৪| ২১ শে মার্চ, ২০১২ বিকাল ৩:২৫
লিন্কিন পার্ক বলেছেন: কোবতে ওসাম হইসে
আমি উদ্ভট......
আসলেই
২৫| ২১ শে মার্চ, ২০১২ বিকাল ৩:৪৩
সাকিব। বলেছেন: ভাই যে যাই বলুক আপনের কবিতা টা জটিল হইছে....... জীবনে পয়লা কবিতা পইড়া মজা পাইলাম..........
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১২ রাত ২:১৫
আজব কবি বলেছেন: kothin kobita !!... prothome to kisu e bujhini.. pore abar pore bujhlam...