নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

There is no end to learn.....

মুরাদ আহম্মদ খাঁন

কেবলা কান্ত ......দুঃখ পেলে পুরনো সমৃতি মনে করে সুখে থাকার চেষ্টা করি...........

মুরাদ আহম্মদ খাঁন › বিস্তারিত পোস্টঃ

নির্লজ্ব ইতিহাসবিকৃতি করে ?

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৮

ওরে হতভাগা জাতি তোদের কত যে অজস্র ইতিহাস রয়েছে অজানা.....

বিছানার কাঁথা বালিশের নিচেইতো রয়েছিলো একটু উলটেয়েও দেখলি না ?

তোমরা সবাই নিজের সাথে প্রতারনা করছ,নিজের অসায়ত্বের কথা বলতে লজ্জা কোথায় ? মোগল সম্রাটদের গড়া এ উপমহাদেশ ( হিন্দুদের ভারত কখনও এত বিশাল ছিলনা ) তারা ইংরেজদের সহযোগিতায় দখল নিল । পিছনে পড়া মুসলমানদের আর কিছু করার নাই । এরা ইংরেজদের চামচা ছিল ............।

কে দিয়েছিলো স্বাধীনতা বাংলাদেশকে ? ২৬০০০ হিন্দু বীর সেনার জীবনের বিনিময়ে আমাদের বাংলাদেশ ।

অামাদের ত্রিশলক্ষ শহিদ হলো দুইলক্ষ মা,বোন ইজ্জত দিল। ভারত অামাদের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছে সেজন্য অামরা কৃতজ্ঞ,কিন্তু বাংলাদেশের ২৬শে মার্চের স্বাধীনতা ঘোষনার পর মুজিবনগর সরকারের মাধ্যমে এদেশ কার্যত একটি স্বাধীন দেশের মত দখলদার হানাদার বাহিনি কে পরাজিত করেছে, এটাই বিশ্বসিকৃত ইতিহাস । তবে কেন ভারত এমন নির্লজ্ব ইতিহাসবিকৃতি করে ?

আমার তো মনে হয় নির্লজ্জ পুকিস্থানীদের জন্য এটা আরো বেশি লজ্জার ।
কারন যুদ্ধ করলো বাংলাদেশের সাথে আর আত্মসমর্পন করলো ভারতের কাছে ।
ওদের আত্মসম্মান না থাকতে পারে তবে আমাদের আছে।

আমরা কোন অনির্ভরযোগ্য কোনো মাধ্যম থেকে ইতিহাস শিখব না ।

এই যুদ্ধ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফলাফল । পাকিস্তানী হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর সমন্বিত যৌথবাহিনীর কাছে । আত্নসমর্পনের ঐতিহাসিক যে দলিলে নিয়াজী স্বাক্ষর করে তার শুরুতেই স্পষ্ট যৌথবাহিনী শব্দটির উল্লেখ রয়েছে । যৌথ বাহিনীর প্রধান ছিলেন লেফটেন্যান্ট অরোরা ।

পাকিস্তানী হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর সমন্বিত যৌথবাহিনীর কাছে । আত্নসমর্পনের ঐতিহাসিক যে দলিলে নিয়াজী স্বাক্ষর করে তার শুরুতেই স্পষ্ট যৌথবাহিনী শব্দটির উল্লেখ রয়েছে । যৌথ বাহিনীর প্রধান ছিলেন লেফটেন্যান্ট অরোরা ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩২

গন্ধ গণতন্ত্র বলেছেন: আপনি ইতিহাস সম্পর্কে কিছু জাৱেন না ৷ বাংলাদেশও হিন্দুদের তৈরী দেশ ছিল

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

মুরাদ আহম্মদ খাঁন বলেছেন: ইতিহাস কেউ জানে না সবাই যে যার মত বলে মানুষ শুধু শুনে ।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

মেহেদী হাসান শীষ বলেছেন: আমি গন্ধ গনতন্ত্র ভাই সাথে সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.