নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে বোঝার আগেই মনের মধ্যে একটা চেতনা তাড়া করে ফিরতো। এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে বদলাতে হবে, একটা বিপ্লব দরকার। কিন্তু কিভাবে?বিপ্লবের হাতিয়ার কি? অনেক ভেবেছি। একদিন মনের মধ্যে উঁকি দিয়ে উঠলো একটি শব্দ, বিপ্লবের হাতিয়ার \'কলম\'।

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল)

পৃথিবীতে ঘুরতে আসা কিছু দিনের পর্যটক

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল) › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিতে নটরডাম ক্যাথেড্রাল

১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

খ্রিস্টীয় ১২ শতকে ফ্রান্সের প্যারিসে তৈরি নটরডাম ক্যাথেড্রাল আগুনে পুড়ে ব্যাপক খতির সম্মুখীন হয়েছে। এটি ফ্রান্সের বিখ্যাত স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম এবং ক্যাথোলিক ধর্মাবলম্বীদের একটি পবিত্র স্থান।দুই শতক ধরে নির্মিত ৮৫০ বছরের পুরনো স্থাপত্য শৈলীর এই নিদর্শক গত ১৬ এপ্রিল মাত্র কয়েক ঘণ্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে এই ক্ষতির সম্মুখীন হয়।অনেকবার অনেক অতিথি নিয়ে পরিদর্শন করেছি এই বিখ্যাত গির্জাটি।নিচে আমার ক্যামেরার চোখে ধরে রাখা নটরডাম ক্যাথেড্রালের কিছু ছবি...



















মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

রাজীব নুর বলেছেন: ছবি গুলো খুব মন দিয়ে দেখলাম।

২| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪১

ভুয়া মফিজ বলেছেন: গত দশ বছরে বিভিন্ন সময়ে আমার তিন বার দেখার সুযোগ হয়েছিল। ভাবছিলাম, একটা ছবি ব্লগ দিব। আপনি ইচ্ছাটা পূরণ করে দিলেন। :)

অগ্নিকান্ডটা আসলেই দুঃখজনক। কি আর করা......বাস্তবতা তো মেনে নিতেই হবে।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৬

কলাবাগান১ বলেছেন: কোন মসুলমানের নাকি এটার রিবিল্ডিং এ টাকা দান করা না জায়েজ!!!!!!! হায়রে ফতোয়া!!!!!

৪| ২০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৫

অজ্ঞ বালক বলেছেন: সুন্দর ছবি ব্লগ। আশা করি আবারো পুনঃনির্মাণ শেষে এমন চোখধাঁধানো হয়েই থাকবে এই দৃষ্টিনন্দন রাজসিক স্থাপনা।

৫| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪২

মাহমুদুর রহমান বলেছেন: ছবিগুলো অসাধারন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.