![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দু'টি চোখ
শিশির মোরশেদ
*********★***********
অনেকবার বলেছি কাছে থেকো,অন্তত কাছে থেকো
ও সব ফাঁকিবাজি প্রেম,অনেক আগেই বুঝেগেছি
এতোটুকু প্রেমিকের ঘ্রাণ নিতে গিয়ে
সব মাংসের গন্ধ পেয়েছি,
তুমি এখন আর নয়তো আমার অধিকারে
তুমি জানো না, হয়তো জানো
তোমাকে পেয়েগেছে পৃথিবী
এক লোকাল দরজার ভিতরে।
"
দু'টি চোখে দেখার বিষাদ সে যে কতো
আহ্লাদে লালা হতো না,যদি কিছু বলা যেতো
চোখ দু'টি লিগ হয়ে গেছে,বুঝো না?
সারাবেলা অশ্রুতে অশ্রুতে একটি নদী
কষ্ট নামে বয়ে চলেছে
এক লোকাল দরজার দিকে।
,
২৪ আশ্বিন ১৪২৩.
২| ২২ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪০
শিশির মোরশেদ বলেছেন: thank you vaia
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম। ভালোই!